সবাইকে বৈশাখের শুভেচ্ছা। অনেকদিন পর লিখতে বসলাম। আশাকরি টেকটিউনস বিভাগ ও সম্মানিত মডারেটর বৃন্দ এবং কোটি কোটি দর্শক শ্রোতা, টিউনার সহ সকল ভিউয়ারদের এই টিউনটি ভাল লাগবে। আমি ১০০% শিউর হয়ে বলতে পারি আপনার বা আপনাদের এই টিউনটি ভাল লাগবে। শুধু তাই নয় আপনি হয়ত এমন কিছুই খুজতেছিলেন। সত্যিই অসাধারণ এক আইডিয়া। ইন্টারনেট জগতে প্রথম ভিডিও
যদিও অনেকদিন পর লেখা কিন্তু বাধ্য হয়ে ভিডিও টিউন করলাম কারণ ছোট্ট এই ভিডিওটি দেখলে আপনার অবশ্যই অবশ্যই অবশ্যই ভাল লাগবে। আর মনে হতে পারে এমনটিই তো খুজছিলাম।
যেকোন ক্যালকুলেটর দিয়ে বয়স হিসাব করুন অতি সহজে। মাত্র কয়েক সেকেন্ডেই বয়স বের করুন। দিন, মাস, বছর সহ বয়স বের করুন সাধারণ ক্যালকুলেটর দ্বারা। আমার মনে হয় ইন্টারনেট জগতে এটাই প্রথম কোন ভিডিও একবার দেখুন কাজে লাগতে পারে কোন একদিন।
উপরের এই সূত্র ৪টি দিয়ে পৃথিবীর যেকোন মানুষের বয়স হিসেব করতে পারবেন। অর্থ্যাৎ সাধারনত চাকুরীর ক্ষেত্রে আমরা যখন বয়স বের করি ঠিক তথন এটি কাজে লাগবে ১০০%। ক্যালকুলেটর দিয়ে বয়স হিসাব করুন।
২০১৬০৫৩১ এবং বিয়োগ করুন এভাবে...
-১৯৮৩০৮২৭
ফলাফল= ৩২৯৭০৪
এর পর ফলাফলের সাথে ৮৮০০ আবার বিয়োগ করুন।
ফলাফল= ৩২০৯০৪
ঐ লোকের বয়স হচ্ছে:-
৩২ বছর ০৯ মাস ০৪ দিন। 🙄
২০১৬১২১৬ এবং বিয়োগ করুন এভাবে...
-১৯৮৩০৮২৭
ফলাফল= ৩৩০৩৮৯
এর পর ফলাফলের সাথে ৭০ বিয়োগ করতে হবে।
ফলাফল= ৩৩০৩১৯
ঐ লোকের বয়স হচ্ছে:-
৩৩ বছর ০৩ মাস ১৯ দিন। 🙄
২০১৬১২৩১ এবং বিয়োগ করুন এভাবে...
-১৯৮০০১৩০
ফলাফল= ৩৬১১০১
এর পর ফলাফলের সাথে আর কোন কিছু বিয়োগ করতে হবে না।
ফলাফল= ৩৬১১০১
ঐ লোকের বয়স হচ্ছে:-
৩৬ বছর ১১ মাস ০১ দিন। 🙄
২০১৭০১১৫ এবং বিয়োগ করুন এভাবে...
-১৯৮৩০৮২৭
ফলাফল= ৩৩৯২৮৮
এর পর ফলাফলের সাথে ৮৮৭০ বিয়োগ করতে হবে।
ফলাফল= ৩৩০৪১৮
ঐ লোকের বয়স হচ্ছে:-
৩৩ বছর ০৪ মাস ১৮ দিন। 🙄
উপরের টিউন টি যদি বুঝতে কোন অসুবিধা হয় তাহলে নিচের ভিডিও দেখে নিতে পারেন। আর হ্যাঁ ইউটিউবের ভিডিও নিয়ে অনেকেই শতশত টিউন করেছেন মাত্র দু এক লাইন লিখে। নিজের সাইটের লিংক দিয়েছেন। আমিও নিচে আমার লিংক দিতে আগ্রহী ছিলাম না। তারপরেও লিংক দিলাম। কারণ অনেকেই আমাদের অনুরোধ করেছেন। অনেক ভাইয়েরা আবার স্প্যামিং ভেবে খারাপ টিউমেন্ট করবেন না।
সময় পেলে দেখুন নয়ত নিচের ভিডিওতে ক্লিক করার দরকার নেই।
দয়াকরে খারাপ টিউমেন্ট করবেন না। ভাল লাগলে শেয়ার/সাবস্ক্রাইব/টিউমেন্ট করবেন প্লিজ।
আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।