সবাইকে সালাম, নতুন বছরে নিয়ে আসলাম নতুন টিউন,এই টিউন টা ভাল করে পরে আপনিও বানাতে পারবেন এমন কেমেরা যা দিয়ে দেখতে পারবেন বিড়ালের মতই। বুঝতে পারছেন কোন কেমেরার কথা বলছি, হ্যা
Night Vision Camera
আমাদের হাতের কাছেই জিনিস গুলা আছে, কিন্তু জানিনা এত সহজে night vision camera বানানো সম্ভব? তাহলে দেরি না করে শুরু করি, যা যা লাগবে
১। মোবাইল কেমেরা অথবা পিসি ওয়েব কেমেরা
২। টিভি রিমোট অথবা এসি রিমট অর্থাৎ যেটা তে infra ray source আছে।
রিমোট এর সামনে যে বাতি থাকে ওটা infra ray বাতি।
আমি প্রথমে দেখাবো কিভাবে পিসি ওয়েব কেমেরা কে infra ray camera বানাবেন,
ছবি দেখুন সব বুঝবেন,
১। আমি প্রথমে পিসি ওয়েব কেমেরা টা খুলছি,
২। তারপরের ছবি ভাল করে দেখুন সব লেখা আছে,
৩। তারপরের ছবি আমি infra ray source হিসেবে মোবাইল ইউস করেছি কারন ওটাতে infra ray source ছিল, ছবিতে যে রিমোট দেখছেন এটা ইউস করিনাই, কারন অনেক পুরান,ব্যাটারি নস্ট। আপ্নারা টিভি রিমোট ইউস করতে পারেন।
এখন রিমোট এর বতাম চাপলে আপনি সামনের LED দিয়ে কোন আলো দেখতে পাবেন না, ওটা দিয়েই আলো বের হয়,কিন্তু খালি চোখে আমরা দেখীনা ওই বাতি সাধারন LED না। তাহলে ওই বাতি দিয়ে অন্ধকারে কিভাবে দেখে? আপনি আগে যে কেমেরা টা বানালেন ওটা পিসি তে কানেক্ট করুন যেভাবে সাধারনত পিসিতে আমারা ওয়েব কেমেরা লাগাই, রুমের লাইট জালানো অবস্থায় কেমেরা দিয়ে যা দেখবেন তা পিসির মনিটরে দেখবেন সাধারন ওয়েব কেম এর মতই,
এখন রুমের লাইট অফ করুন, আর কেমেরার সামনে কোন বস্তুর দিকে লক্ষ্য করে রিমোট বোতাম চেপে দেখুন মনিটরে ওই বস্তু দেখতে পাবেন। আমি যা যা দেখলাম
আমার টুপি
টেপ
আপনি যদি পুরা রুম এর সব কিছু দেখতে চান, তাহলে ৪৮ টা এলইডি লাগতে পারে, আমি তো ১টা দিয়ে যা দেখলাম তাও খারাপ না। টিউন এ ভিডিও কিভাবে শেয়ার করে জানিনা, তাই অন্ধকারে দেখার ভিডিও আমি করে রাখছিলাম সেটা আপনাদের দেখাতে পারলাম না। কেমন লাগল ? আর যারা করতে পারছেন টিউমেন্ট এ জানান,
আর একটা হেল্প আমাকে করবেন,কিভাবে টিউন টিউন এ কালার ফন্ট এ লেখতে হয় জানাবেন। সবাইকে ধন্যবাদ
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
bro video ta youtube a upload kore link ta den