‘কিকঅ্যাস’-টরেন্ট সাইট এর অ্যাডমিন পোল্যান্ডে গ্রেপ্তার।

‘কিকঅ্যাস’-টরেন্ট সাইট এর অ্যাডমিন পোল্যান্ডে গ্রেপ্তার।

পৃথিবীজুড়েই বিভিন্ন দেশের চলচ্চিত্র বা ভিডিও ফাইল আপলোড ও ডাউনলোডের বিষয়টি বেশ জনপ্রিয়। এতে অনলাইন থেকে কনটেন্ট সংগ্রহ করতে পারেন ব্যবহারকারীরা। ভিডিও স্ট্রিমিংয়ের জনপ্রিয় সাইট ইউটিউবের পাশাপাশি রয়েছে বেশ কিছু টরেন্ট সাইট, যারা বড় আকারের ভিডিও ফাইল আপলোড করে থাকে। এসব সাইট থেকেই দেশি-বিদেশি চলচ্চিত্র ডাউনলোড করা হয়ে থাকে।

তবে টরেন্টের এসব সাইটের বিরুদ্ধে রয়েছে পাইরেসির অভিযোগ। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে কিকঅ্যাস টরেন্টসের অ্যাডমিন আর্টেম ভাউলিনকে। ইউক্রেনিয়ান বংশোদ্ভূত ওই ব্যক্তিকে পোল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে পোল্যান্ড থেকে গ্রেপ্তার করা হলেও তাঁর বিচার হবে যুক্তরাষ্ট্রে।

কারণ, যুক্তরাষ্ট্রে আগে থেকেই তাঁর বিরুদ্ধে পাইরেসির অভিযোগে মামলা রয়েছে। এক বিলিয়ন ডলার সমমূল্যের পাইরেটেড চলচ্চিত্র, সংগীত ও অন্যান্য কনটেন্ট অবৈধভাবে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মেধাস্বত্ব আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

আর্টেমের সাইটের নাম ক্যাট। এই সাইটের মাধ্যমে তিনি পাইরেটেড চলচ্চিত্র, ভিডিও গেমস, টেলিভিশন সিরিয়ালসহ বিভিন্ন ধরনের কনটেন্ট অনলাইনে আপলোড করতেন। আর্টেমের সাইটটি বিশ্বজুড়ে বিনোদনপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের দেওয়া তথ্যমতে, বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটগুলোর মধ্যে ক্যাট-এর অবস্থান ৬৯তম।

যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল লেসলি কাডওয়েল বলেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় অবৈধ ফাইল শেয়ারিং ওয়েবসাইট চালানোর অভিযোগে আর্টেম ভাউলিনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিলিয়ন ডলারের বেশি মূল্যের কনটেন্ট তিনি অবৈধভাবে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন।

আর্টেম ভাউলিনের ক্যাট ওয়েবসাইটের বিশ্বের ২৮টির বেশি ভাষায় চালিত ওয়েবসাইট রয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, এসব ওয়েবসাইটের মূল্য আনুমানিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার। বিজ্ঞাপন বাবদ এসব সাইট থেকে আর্টেমের বছরে আয় হয় আনুমানিক ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার থেকে ২২ দশমিক ৩ মিলিয়ন ডলার পর্যন্ত।

ক্যাট-এর অধীনের থাকা ব্রিটেন, আয়ারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, বেলজিয়াম ও মালয়েশিয়ার বেশ কিছু ওয়েবসাইট এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।ভুল হলে  ক্ষমা করবেন।

  • সময় পেলে গূরে আসবেন আমর সাইটে

Level 0

আমি আলমগীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস