এই প্রযুক্তির যুগে নিশ্চই আপনি কম্পিউটারের উপর আস্থা দিন দিন হারিয়ে ফেলছেন? কোন ফাইল রাখতে ভয় পাচ্ছেন? ফোনের মেমোরি কার্ডেও রাখতে আস্থা পাচ্ছেন না? ফাইলগুলো কি খুবই স্পর্শকাতর? এই স্পর্শকাতর গোপন ছবি, ভিডিও কিংবা অন্যান্য যে কোন ফাইল বা ফোল্ডার নিয়ে চিন্তিত? দেখুন এগুলো অনলাইন স্টোরেজে কীভাবে নিরাপদে রাখবেন পাসওয়ার্ড প্রটেক্টেড করে।
এজন্য আপনার দরকার একটি মিডিয়া ফায়ার অ্যাকাউন্ট। মিডিয়া ফায়ারে অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিন। তাহলেই পেয়ে যাবেন আপ টু ৫০ জিবি ক্লাউড স্টোরেজ। এর মধ্যে রেফারেলের মাধ্যমে নিতে পারবেন ৩২ জিবি। ফেবু, টুইটারে মিডিয়া ফায়ার অ্যাকাউন্ট কানেক্ট করেও নিতে পারবেন অনধিক ৮ জিবি। মিডিয়া ফায়ারে যে শুধু ছবি, ভিডিও বা অন্য কোন ফালই রাখবেন তা কিন্তু নয়, চাইলে এগুলো অন্যদের সাথে শেয়ার করতেও পারেন। কি? বিষয়টা বুঝলেন না? ওকে তাহলে বুঝিয়ে বলছি, ব্লুটুথ কিংবা শেয়ার ইট এর মাধ্যমে আমরা যেমন পাশের বন্ধুকে কোন ফাইল সেন্ড করতে পারি ঠিক তেমনি মিডিয়া ফায়ারের মাধ্যমে আপনার আমেরিকা প্রবাসী বন্ধুকেও যে কোন ফাইল পাঠাতে পারবেন। এজন্য আপনার ঐ বন্ধুর মিডিয়া ফায়ার অ্যাকাউন্ট না থাকলেও চলবে। শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই হবে।
অ্যানড্রয়েড ব্যবহারকারীগণ চাইলে অ্যাপের মাধ্যমে (3.4 MB) মিডিয়া ফায়ার ইউজ করতে পারেন।
মিডিয়া ফায়ারের (অ্যানড্রয়েড অ্যাপ) অফিশিয়াল বিবৃতিঃ
MediaFire lets you easily upload all your files - like your photos, videos, music, and documents - and access them from anywhere with your phone, tablet, computer, or the web!
Upload files and folders from other Android apps (including most file managers) by using the Android "Share to" option and selecting "MediaFire". This will upload the file or folder directly into your MediaFire account.
গুরুত্বপূর্ণ ফিচারসমুহঃ
• Automatically backup all your photos and videos.
• Upload files from anywhere with "Share to MediaFire".
• 12 GB of space - free!
• Earn up to 50 GB of free space.
• Stream and play music and videos.
• View docs, spreadsheets, presentations, video, and listen to audio.
• Create and manage folders of files.
• Share files on the go via email, SMS, Facebook, Twitter, other Android apps, or copy and paste links.
• Quickly search all your files and folders.
• Keep all your important files at your fingertips.
Securely store, organize, and share all your media through your Android phone or tablet. MediaFire keeps all your photos, videos, reading material, work docs, spreadsheets, presentations, and even your homework in your pocket, ready for you to view or share anytime. All your files will always be safe in your MediaFire account - no matter what happens to your Android device.
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...