সুপ্রিয় ভাই ও বোনেরা, আজ আমি ঘুরে এলাম "Summer Laptop Fair-2016" থেকে। রাজধানী ঢাকায় অবস্থিত "বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র" তে গতকাল শুক্রবার (১৩ই মে) থেকে শুরু হয়েছে এই ল্যাপটপ মেলা। বৃষ্টির কারণে গতকাল মেলায় যেতে পারিনি। আজকে আমার এলাকার এক বড় ভাইকে নিয়ে মেলায় গিয়েছিলাম। কিন্তু যেয়ে বিপাকে পড়তে হল। তারা বলল যে, টিকেট ছাড়া ঢুকা যাবে না। একটি টিকিটের মূল্য ৩০ টাকা। আমি তো কোন টাকা নিয়ে যাইনি। কারণ আমি জানি, Student দের জন্য মেলায় প্রবেশ মূল্য লাগে না। কিন্তু তারা বলল যে, Class 10 পর্যন্ত ফ্রি এনট্রি, কিন্তু আমি পড়ি দ্বাদশ শ্রেনিতে। যাইহোক, অবশেষে আমার সাথে যে বড় ভাই গিয়েছিলেন, তিনিই টিকেট কিনে দিলেন। মেলায় প্রবেশ করার পরে এক অন্যরকম আনন্দ অনুভূত হল। এ মেলায় অনেক ব্র্যান্ডের ল্যাপটপের পাশাপাশি Smartphone এর প্রদর্শনীও করা হয়েছে। Asus, hp, Dell, Acer, Lenovo সহ আরো অনেক ব্র্যান্ড ল্যাপটপের প্রদর্শনী করেছে। এছাড়া Lava কোম্পানির Smartphone গুলো দেখে চরম মনে হয়েছে। আমরা কয়েকটি সেলফিও তুলেছি। সবচেয়ে মজা লেগেছে, Panda পোশাক পরিহিত মানুষের সাথে সেলফি তুলে। মেলায় অবশ্য পরিচিত এক Uncle এর সাথেও দেখা হয়ে গেল। তিনিও আমাদেরকে দেখে খুশি হল এবং মেলা ঘুরে দেখতে বলল। Acer এর স্টলে Racing Game খেলেছি মনমত। যাইহোক, আমি আমাদের আনন্দের মুহূর্তের কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম।আশা করি, আপনাদের কাছে টিউনটি ভাল লেগেছে এবং আপনার টিউনটি শেয়ার করে দিবেন। মেলা শেষ হবে আগামীকাল রবিবার (১৫ই মে)।
আমি মোঃ তারেক জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।