প্রতিবারের মত এবারেও বিজ্ঞান প্রেমীদের জন্য বিজ্ঞান বইগুলোর একটা তালিকা করে ফেললাম। এবারে বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। যাই হোক, অমর একুশে বইমেলা ২০১৬ এ প্রকাশিত সকল বিজ্ঞান বইয়ের তালিকাটা দেখে নেয়া যাক-
১) ডার্ক ম্যাটার – ফারসীম মান্নান মোহাম্মদী - প্রকৃতি পরিচয়
২) থিওরি অফ রিলেটিভিটি – আবদুল গাফফার রনি - অন্বেষা
৩) টাইম ট্র্যাভেল – হিমানশু কর - তাম্রলিপি
৪) সম্ভবত – সৌমিত্র চক্রবর্তী - অনুপম
৫) ক্রিপ্টলজি – মুহাইমিনুল ইসলাম অন্তিক - জিরো টু ইনফিনিটি
৬) জ্যামিতি - দিপু সরকার, দীপ্ত আকাশ রায়, প্রীতম কুমার মণ্ডল - তাম্রলিপি
৭) কনাজগত ও মহাজগত - মল্লিকা ধর - প্রকৃতি পরিচয়
৮) কম্বিনোটরিক্স ও সম্ভাবনা লক্ষ্য যখন অলিম্পিয়াড - দীপু সরকার - তাম্রলিপি
৯) জ্যোতির্বিজ্ঞানের সহজ পাঠ - সৌমেন সাহা - অনুপম
১০) বার্ট কোমেনের ডান হাত ও অন্যান্য কল্পকাহিনি - দীপেন ভট্টাচার্য - বেঙ্গল পাবলিকেশনস
১১) গল্পে-জল্পে জেনেটিক্স (প্রথম খন্ড+দ্বিতীয় খন্ড) - চমক হাসান - অন্যরকম প্রকাশনী
১২) বৈজ্ঞানিক কল্পকাহিনী : ক্রেনিয়াল - মুহম্মদ জাফর ইকবাল - তাম্রলিপি
১৩) সংখ্যাঃ বিজ্ঞানের ভাষা - টোবিয়াস দান্তজিগ - অনুবাদঃ চিত্তরঞ্জন ভট্টাচার্য - সম্পাদনাঃ আব্দুল্লাহ যোবায়ের - তাম্রলিপি প্রকাশনী
১৪) বৈজ্ঞানিক কল্পকাহিনীঃ তিতুনি এবং তিতুনি - মুহম্মদ জাফর ইকবাল - কাকলী প্রকাশনী
১৫) আলকেমি ইতিহাস, ঐতিহ্য এবং বিজ্ঞান - নাজিম উদ্দীন - প্রকৃতি পরিচয়
১৬) গনিতের সাথে বসবাস - সৌমিত্র চক্রবর্তী - ছায়াবীথি
১৭) উপরিতলের গভীরে - ফারসীম মান্নান মোহাম্মদী - আদর্শ
১৮) মেসিয়ের তারকাপুঞ্জ - শরীফ মাহমুদ সিদ্দিকীর - অনুপম
১৯) ব্ল্যাকহোল - শিশির - অবসর
২০) বিজ্ঞানের পথে পথে - খালেদা ইয়াসমিন - সাহিত্য প্রকাশ
২১) ওরা কেন আসেনি - আসিফ - তাম্রলিপি
পূর্বে প্রকাশিতঃ https://bigganbortika.org
আমি কামরুজ্জামান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
বিজ্ঞানকে ভালবাসি। চাই দেশে বিজ্ঞান চর্চা হোক। দেশের ঘরে ঘরে যেন বিজ্ঞান চর্চা হয় সেই লক্ষ্যেই কাজ করছি।