অমর একুশে বইমেলা ২০১৬ এ প্রকাশিত সকল বিজ্ঞান বইয়ের তালিকা

প্রতিবারের মত এবারেও বিজ্ঞান প্রেমীদের জন্য বিজ্ঞান বইগুলোর একটা তালিকা করে ফেললাম। এবারে বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গিয়েছে। যাই হোক,  অমর একুশে বইমেলা ২০১৬ এ প্রকাশিত সকল বিজ্ঞান বইয়ের তালিকাটা দেখে নেয়া যাক-

১) ডার্ক ম্যাটার – ফারসীম মান্নান মোহাম্মদী - প্রকৃতি পরিচয়
২) থিওরি অফ রিলেটিভিটি – আবদুল গাফফার রনি - অন্বেষা
৩) টাইম ট্র্যাভেল – হিমানশু কর - তাম্রলিপি
৪) সম্ভবত – সৌমিত্র চক্রবর্তী - অনুপম
৫) ক্রিপ্টলজি – মুহাইমিনুল ইসলাম অন্তিক - জিরো টু ইনফিনিটি
৬) জ্যামিতি - দিপু সরকার, দীপ্ত আকাশ রায়, প্রীতম কুমার মণ্ডল - তাম্রলিপি
৭) কনাজগত ও মহাজগত - মল্লিকা ধর - প্রকৃতি পরিচয়
৮) কম্বিনোটরিক্স ও সম্ভাবনা লক্ষ্য যখন অলিম্পিয়াড - দীপু সরকার - তাম্রলিপি
৯) জ্যোতির্বিজ্ঞানের সহজ পাঠ - সৌমেন সাহা - অনুপম
১০) বার্ট কোমেনের ডান হাত ও অন্যান্য কল্পকাহিনি - দীপেন ভট্টাচার্য - বেঙ্গল পাবলিকেশনস
১১) গল্পে-জল্পে জেনেটিক্স (প্রথম খন্ড+দ্বিতীয় খন্ড) - চমক হাসান - অন্যরকম প্রকাশনী
১২) বৈজ্ঞানিক কল্পকাহিনী : ক্রেনিয়াল - মুহম্মদ জাফর ইকবাল - তাম্রলিপি
১৩) সংখ্যাঃ বিজ্ঞানের ভাষা - টোবিয়াস দান্তজিগ - অনুবাদঃ চিত্তরঞ্জন ভট্টাচার্য - সম্পাদনাঃ আব্দুল্লাহ যোবায়ের - তাম্রলিপি প্রকাশনী
১৪) বৈজ্ঞানিক কল্পকাহিনীঃ তিতুনি এবং তিতুনি - মুহম্মদ জাফর ইকবাল - কাকলী প্রকাশনী
১৫) আলকেমি ইতিহাস, ঐতিহ্য এবং বিজ্ঞান - নাজিম উদ্দীন - প্রকৃতি পরিচয়
১৬) গনিতের সাথে বসবাস - সৌমিত্র চক্রবর্তী - ছায়াবীথি
১৭) উপরিতলের গভীরে - ফারসীম মান্নান মোহাম্মদী - আদর্শ
১৮) মেসিয়ের তারকাপুঞ্জ - শরীফ মাহমুদ সিদ্দিকীর - অনুপম
১৯) ব্ল্যাকহোল - শিশির - অবসর
২০) বিজ্ঞানের পথে পথে - খালেদা ইয়াসমিন - সাহিত্য প্রকাশ
২১) ওরা কেন আসেনি - আসিফ - তাম্রলিপি

পূর্বে প্রকাশিতঃ https://bigganbortika.org

Level 0

আমি কামরুজ্জামান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

বিজ্ঞানকে ভালবাসি। চাই দেশে বিজ্ঞান চর্চা হোক। দেশের ঘরে ঘরে যেন বিজ্ঞান চর্চা হয় সেই লক্ষ্যেই কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস