প্রিয় টেকটিউনসে আমার ২৫ তম টিউনে সবাইকে স্বাগতম। সেই ২০১১ থেকে টিটির সাথে পথচলা শুরু। আমি আজকে যা তার অধকাংশ কৃতিত্ত্ব টিটি এবং এর অভিজ্ঞ টিউনারদের। অনেক আগে থেকে টিটি পড়লেও অ্যাকাউন্ট খুলেছিলাম অনেক অনেক পড়ে। তারপর সাহস করে টিউন করাও শুরু করলাম। একসময় ছিল যখন ফেসবুকের নোটিফিকেশন চেক করার আগে টিটির টিউন চেক করতাম। যাই হোক, আশা করি টিটি আরও এগিয়ে যাবে আর আমাদের সবাইকে সাহায্য করে যাবে। তাহলে চলুন টিউনে চলে যাই...
বলতে গেলে গত একশ বছর ধরে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব পুরো বিজ্ঞানে রাজত্ব করে আছে। ১৯১৫ সালে আইনস্টাইন কর্তৃক প্রদত্ত এই তত্ত্বটি অত্যন্ত সুন্দর আর পাশাপাশি একটু জটিলও বটে। তাই সেই জটিলতা কাটিয়ে সকলকে আপেক্ষিকতার মজাটা বোঝানোর জন্য এই ভিডিওটা দারুণ উপযোগী হবে বলে মনে করি। আশা করি সকলেই আনন্দ পাবেন এবং সময়ের প্রসারণ আর স্থানের সঙ্কোচন ব্যাপারটাতে পুলকিত হবেন।
আপেক্ষিকতা কি?: কোন এক বস্তু আপনার কাছে এক রকম মনে হলে অন্য কারও কাছে সেরকম মনে নাও হতে পারে। মনে করুন মাগুর মাছ আপনার খুব প্রিয় খাবার। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভাই মাগুর মাছ খাওয়া দূরের কথা দেখতেও পারে না। এই যে একই জিনিস ভালো লাগা বা না লাগার যে বিষয়টা সেটাই হল আপেক্ষিকতা।
ধরুন আপনি আর আপনার বন্ধু ট্রেনে কুমিল্লা যাচ্ছেন। আপনারা দুজন পাশাপাশি বসেছেন। এক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার বন্ধুটি আপনার পাশে স্থিরভাবে বসে আছে। এবার আপনি যদি বাইরে তাকান তাহলে দেখবেন বাইরের দৃশ্য পিছনে চলে যাচ্ছে। এবার ট্রেনের বাইরে কেউ দাঁড়িয়ে থাকলে সে দেখবে যে আপনার বন্ধু গতিশীল আছে। সুতরাং আপনি আপনার বন্ধুকে স্থির দেখলেও ট্রেনের বাইরের কেউ দেখবে গতিশীল। এবার যদি আপনি আপনার বন্ধুর কাছে ট্রেন যে দিকে যাচ্ছে সেদিকে একটা বল ১০ কিমি/ঘন্টা বেগে নিক্ষেপ করে তাহলে সেটার বেগ হবে ৫০+১০=৬০ কিমি/ঘন্টা (যদি ট্রেনের বেগ ৫০ কিমি/ঘন্টা হয়)। এই হল আপেক্ষিকতার একদম মূল বিষয়, এটুকু বুঝতে পারলে ভিডিওটা বুঝতে আরও সহজ হবে।
এবার তাহলে ভিডিওটা দেখা যাক...
কোন কিছু বুঝতে সমস্যা হলে বা আরও কিছু জানতে চাইলে টিউমেন্ট করতে পারেন। আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আর হ্যা, টিউনটা পড়ার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
পরিবেশনায়ঃ ওমেগা প্রাইম
ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজ। ফেসবুক গ্রুপ। গুগল প্লাস।
আমি কামরুজ্জামান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
বিজ্ঞানকে ভালবাসি। চাই দেশে বিজ্ঞান চর্চা হোক। দেশের ঘরে ঘরে যেন বিজ্ঞান চর্চা হয় সেই লক্ষ্যেই কাজ করছি।
Thanks a lot…