ছন্দে ছন্দে বায়োলজী শিখি পর্ব -০১

 

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজেই বায়োলজী বিভিন্ন পড়া মনে রাখার জন্য সহজ কিছু ছন্দ। যার মাধ্যেমে আমরা সহজেই মনে রাখতে পারি তো চলুন শুরু করা যাক।

 

১মঃ করোটিক স্নায়ুর নাম ক্রমানুসারে মনে রাখার ছন্দ -

"অলস অপু এখন ট্রাকে,তাই আব্দুল ফয়সাল অদিত গাল ভরে শুধু হাসে"
*অলস - অলফ্যাক্টরি
*অপু - অপটিক
*এখন - অকুলোমোটর
*ট্রাকে - ট্রকলিয়ার
*তাই - ট্রাইজেমিনাল
*আব্দুল - অ্যাবডুসেন্স
*ফয়সাল - ফ্যাসিয়াল
*অদিত - অডিটরি
*গাল - গ্লসোফ্যরিঞ্জিয়াল
*ভরে - ভেগাস
*শুধু - স্পাইনাল অ্যাকসেসরি
*হাসে – হাইপোগ্লসাল

 

২য়ঃ ব্যাকটেরিয়া ঘটিত রোগ মনে রাখার ছন্দ:-

”যগা টি এ সি ফাঁড়ির পাশে লাল মুরগির ডিম নেয় তাইতো বল্টু হেসেহেসে গান করে”

*যগা-যক্ষা
*টি- টিটেনাস
*এ- এনথ্রাক্স
*সি- সিফিলিস
*ফাঁড়ির- ফোড়া
*পাশে- প্যারাটাইফয়েড
*লাল- লেপ্রোসি
*মুরগির- মেনিনজাইটিস
*ডিম- ডিপথেরিয়া
*নেয়- নিউমোনিয়া
*তাইতো- টাইফয়েড
*বল্টু- বটুলিজম
*হেসেহেসে- হুপিংকাশি
*গান- গনেরিয়া
*করে- কলেরা

 

 

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আজ এখানেই আমার টিউনটি শেষ।আর আমার জন্য সাবাই দেয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

PDF Download Link

Level 0

আমি জুবায়ের আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Very nice tune.bro..educative.keep it up

Level 0

PDF Please.