3D stereo sound, ভার্চুয়াল রিয়্যালিটির পুরাতন স্বাদ ! :D


Stereo sound বলতে সেই বিশেষ শব্দকে বুঝায় যা শুনে শব্দের উৎস কোথায় আছে তা বুঝা যায়। আমরা বাস্তব যেই শব্দ শুনি তা সবই stereo sound . কিন্তু যে কোন media player আর headphone কিংবা sound box দিয়ে  record করা শব্দকে stereo তে শোনা যায় আমরা কি তা খেয়াল করেছি ??? যদি খেয়াল না করে থাকি তাহলে নিচের sound গুলো একটু শুনে দেখি। stereo sound এর মজা নিতে হলে অবশ্যই আপনার একটি সুস্থ headphone লাগবে . যেই headphone এর দুটি ear piece ই ঠিক আছে সেইটা ই সুস্থ headphone।

এই বার চলুন headphone test করে দেখি headphone সুস্থ আছে কি না !

  • প্রথমে আপনার headphone টি computer/phone এর সাথে connect করে নিন, ear piece দুটি কানে লাগান।
  • এখন এই লিঙ্ক এ যান
  •  https://www.youtube.com/watch?v=4bJ0dvAl98k
  • এইবার খেয়াল করুন screen এ যখন left/right  লেখা আসছে তখন আপনার বাঁ /ডান কানে music বাজছে কি না । যদি উলটো বাজে  তাহলে ear piece দুটি তার গন্তব্য স্থানে পাঠান। আর যদি যদি অন্য রকম কিছু লক্ষ্য করেন মানে left লেখা কিন্তু কোন কানে music বাজে না বা দুই কানেই বাজে তাহলে অন্য সুস্থ headphone নিন বা এই আসুস্থ headphone কে সুস্থ করে নিন !

এইবার এখানে ক্লিক করে  ভার্চুয়াল stereo এর sound টি চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনুন।

 

 

কেমন লাগল ???

আমি আরও কিছু 3d music এর লিঙ্ক দিয়ে দিলাম। 3d stereo sound এর মজা নিন এবং বন্ধুদের সাথে share করুন 😀

১. ট্রেন

২. helicopter

৩. frog

অফফ!! আলাদা দিতে আর ভালো লাগছে না :(stereo sound এর পুরো  ফোল্ডার এর link ই দিয়ে দিচ্ছি 🙂

                                                              Stereo Sound 3D ফুল ফোল্ডার                                                                                                                                                                                                                                                                                               

 

আমার অন্য সব tunes :

[updated] Google cardboard বানানোর সহজ পদ্ধতি। [Virtual reality পর্ব – ১]

[Updated] যেকোনো smart ফোন কে universal remote বানিয়ে ফেলুন। (ir blaster) sensor টি বানানর পদ্ধতি।

আমার Fb Id : walid mafuj

Level 2

আমি ওয়ালিদ মাহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo lagche 🙂 thanks

দারুন অনুভুতি, অনেক অনেক ধন্যবাদ

দারুন টিউন্স!! চালিয়ে যান।

ভালো লাগলো, সব গুলো অডিও ডাউনলোড করে নিলাম।