আমরা কিভাবে ব্ল্যাক হোল দেখতে পাই?

আচ্ছা, আমরা জানি যে ব্ল্যাক হোল একটা বিশাল পেটুকের মত সবকিছু কেবল খেয়েই যায়। এর খুদা এতই বেশি যে আলোও এর কাছ থেকে রেহাই পায় না। কিন্তু যদি ব্ল্যাক হোলের কাছ থেকে আলোই না আসতে পারে তাহলে কিভাবে আমরা ব্ল্যাক হোল দেখতে পাব! আসলে মহাবিশ্বে আমরা সরাসরি ব্ল্যাক হোল দেখতে পাই না। মহাবিশ্বে যেখানে ব্ল্যাক হোল থাকে তার আশে পাশে এটি প্রভাব বিস্তার করে। এর প্রচণ্ড মহাকর্ষ বলের কারণে এর আশেপাশের সবকিছুকে এটি প্রচণ্ড বেগে একটি ডিস্কের মধ্যে প্রদক্ষিণ করায়। এই প্রচণ্ড বেগের কারণেই আশপাশের পদার্থগুলো উত্তপ্ত হয়ে যায় এবং তা থেকে এক্স রে সহ শক্তিশালী রশ্মি নির্গত করে। অ্যাস্ট্রোনোমাররা এই শক্তিশালী রশ্মি ও এক্স-রে এর অস্তিত্ব নির্ধারণের মাধ্যমে মহাকাশে ব্ল্যাক খুঁজে থাকেন এবং সেটা নিয়ে গবেষণা করেন। সুতরাং মহাবিশ্বে কোন বস্তুর গতি পর্যবেক্ষণের মাধ্যমে ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে ধারনা করা যায়। সাধারণত গ্যালাক্সির কেন্দ্র ও বাইনারি নক্ষত্র সিস্টেমে ব্ল্যাক হোল পাওয়া যায়। আমাদের নিজেদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে। তবে ভয়ের কোন কারণ নেই, কারণ ঐ ব্ল্যাক হোল থেকে পৃথিবী নিরাপদ দূরত্বে রয়েছে যেখানে ব্ল্যাক হোলের মহাকর্ষ বল নেই বলতে গেলে।
এবার ভিডিও দেখার পালা-
অবদান:-

ভিডিও: Ask an Astronomer (all credit goes to them)
আইডিয়া: সাফায়াত আজাদ
কণ্ঠ ও এডিট: কামরুজ্জামান ইমন

 

ভিডিওটি ওমেগা প্রাইম কর্তৃক ডাবিং করা হয়েছে। 

পূর্বে প্রকাশিতঃ http://alokbortika.org/

Level 0

আমি কামরুজ্জামান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

বিজ্ঞানকে ভালবাসি। চাই দেশে বিজ্ঞান চর্চা হোক। দেশের ঘরে ঘরে যেন বিজ্ঞান চর্চা হয় সেই লক্ষ্যেই কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাইনারি নক্ষত্র সিস্টেম কি ?

    ২ টা নক্ষত্র যখন একে অন্যাকে কেন্দ্র করে ঘুরে তখন তাকে বাইনারি নক্ষত্র সিস্টেম থাকে।