সবাই কেমন আছেন। আশা করি সকলে ভালোই আছেন। আজকের টিউনটি কি নিয়ে তা তো হেডিং দেখে বুঝেই ফেলেছেন। যাইহোক কথা না বাড়িয়ে টিউন শুরু করি।
টিউনটি করার পূর্বে সকল টিউনার ভাইদের কে বলতে চায় দয়া করে কোনো খারাপ টিউনমেন্ট করবেন না। যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই টিউনমেন্ট করবেন। কারণ আপনাদের টিউনমেন্ট পেলে আরো নতুন টিউন করতে ইচ্ছা করে।
স্যামসাং ইলেকট্রোনিক্স সম্প্রতি দেশের বাজারে ছয়টি নতুন মডেলের টিভি অবমুক্ত করেছে। এই ছয়টি টিভি চারটি সেগমেন্টে পাওয়া যাচ্ছে। সেগমেন্টগুলোতে রয়েছে স্যামসাং কার্ভড সিরিজ, স্যামসাং জয় প্লাস সিরিজ, স্যামসাং জয় স্মার্ট সিরিজ এবং স্যামসাং এলইডি সিরিজ।
কার্ভড জে৬৩০০ টিভি মডেলগুলো ৩২ ইঞ্চি থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত পাঁচটি সাইজে পাওয়া যাচ্ছে। এগুলোর মূল্য ৭৯ হাজার ৬০০ টাকা থেকে ২ লাখ ২৪ হাজার ৫০ টাকা পর্যন্ত। কার্ভড সিরিজ আরো বেশি প্রাণবন্ত এতে রয়েছে মাইক্রো ডিমিং আলটিমেট যা বিদ্যুৎ খরচ বাঁচায়। এটির এলসিডি প্যানেলের ন্যারো ভিউয়িং অ্যাঙ্গেলের কারণে সৃষ্ট কালার সংরক্ষণ করে।
স্যামসাং এর আকর্ষণীয় পোর্টফোলিও এর অন্যান্য মডেলগুলো হচ্ছে স্যামসাং জয় স্মার্ট জে ৫৩০০, স্যামসাং জয় প্লাস ৫১০০ ও ৪১০০ এবং এলইডি এফএইচ৪০০৩ ও এইচ৪০০৩।
জয় স্মার্ট জে৫৩০০ এর বিশেষত্বগুলো হলো এতে আছে স্ক্রিন ক্যাপচার, সাউন্ড ক্যাপচার, ক্রিকেট মোড, স্মার্ট ব্রাউজার, ওয়াইফাই/ ইন্টারনেট, স্টোরি রিপ্লে। এই টিভিটি ৪০ ইঞ্চি, ৪৮ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি এই তিনটি ভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। এদের মূল্য যথাক্রমে ৭৮৫০০ টাকা, ১১১৪০০ টাকা এবং ১৭৯০০০ টাকা।
স্যামসাং জয় প্লাস ৫১০০ টিভি ২৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি এবং ৪০ ইঞ্চি এই তিনটি সাইজে পাওয়া যাচ্ছে। ২৮ ইঞ্চি মডেলের মূল্য ৩৮ হাজার টাকা, ৩২ ইঞ্চি মডেলের জন্য ৫৭১০০ টাকা এবং ৪০ ইঞ্চি মডেলের মূল্য ৭১৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্যামসাং এলইডি এফএইচ৪০০৩ এবং এইচ৪০০৩ এর দুইটি সম্পূর্ণ নতুন সিরিজ নিয়ে এসেছে যা ৩২ ইঞ্চি এবং ২৩ ইঞ্চি সাইজে পাওয়া যাবে। এদের মূল্য যথাক্রমে ৩৯২৫৭ টাকা এবং ২৫৭৫০ টাকা।
স্যামসাং ইলেকট্রোনিক্স বাংলাদেশের হেড অফ কনজুমার ইলেকট্রনিকস ফিরোজ মোহাম্মদ বলেন, ‘২০১৫ সালের জন্য আমাদের নতুন টিভি লাইন-আপ ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। গ্রাহকদের আগ্রহ এবং ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে আমরা আমাদের নতুন টিভিগুলো নিয়ে এসেছি।‘
আগ্রহী ক্রেতারা বিস্তারিত জানার জন্য ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে ফোন করতে পারেন। স্যামসাং টিভির অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো ট্রান্সকম ডিজিটাল, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস এবং সিঙ্গার।
আমি শাহিদ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই, খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ভালবাসি কম্পিউটার সংক্রান্ত নতুন কিছু শিখতে। আমার মতে, আমার শেখা তখনই স্বার্থক হবে যখন সেটা আমি আরেকজনের...
দাম খুব বেশি।