শুক্র গ্রহ কেন এত উজ্জ্বল ?
শুক্র গ্রহকে আমরা এত উজ্জ্বল দেখি কেন ?
Why Venus is so Bright ?
শুক্র গ্রহ হচ্ছে অন্যান্য গ্রহ থেকে সবচেয়ে উজ্জ্বল গ্রহ যা আমাদের পৃথিবী হতে খালি চোখে দেখা যায় ।
1st Image:
আমাদের চাদঁ এবং শুক্র গ্রহ।
সূর্য এবং পৃথিবীর চাঁদ এর পরেই আমাদের পৃথিবীর আকাশে এটা হচ্ছে তৃতীয় উজ্জ্বল বস্তু ।
শুক্র গ্রহ হচ্ছে সৌরজগৎ এর অভ্যন্তরীণ গ্রহ ।
পৃথিবী এবং সূর্যের কাছাকাছি থাকার কারনে আমরা Venus কে সবসময় অর্থাৎ সন্ধার পর হতে সকাল পর্যন্ত দেখতে পাই উজ্জ্বল নক্ষত্র হিসেবে ।
পৃথিবীর নিকটতম গ্রহ হিসেবে শুক্র গ্রহ সূর্য কে প্রদক্ষিণ করে ।
তাছাড়া, আপেক্ষিকভাবে Venus পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ ।
তাই বলে,
শুক্র গ্রহ পৃথিবীর নিকটে বলে শুক্র গ্রহ এত উজ্জ্বল !
তা কিন্তু ঠিক নয় !
2nd Image:
Venus (উজ্জ্বল বস্তু) এবং Mars (একেবারে উপরে)
এই ছবিটি তোলা হয়েছে 2015 সালের February 15 তারিখে ।
আরও একটা বিষয় বিবেচনায় আনা হয় ।
আমাদের সৌরজগৎ এর গ্রহের ক্রম অনুযায়ী মঙ্গল গ্রহের অবস্থান হচ্ছে পৃথিবীর পরেই ।
আর, মঙ্গলের কক্ষপথ,আকার, গ্রহটির রঙও কিন্তু আমাদের আকাশে বেশ উজ্জ্বলভাবেই দেখা যায় ।
এটা তখনই হয় যখন মঙ্গল আমাদের পৃথিবীর অনেক নিকটে আসে বা পাশাপাশি দিয়ে অতিক্রম করে ।
কিন্তু, শুক্র গ্রহের ব্যাপারে আলাদা একটা বিষয় রয়েছে ।
জ্যোর্তিবিজ্ঞানীরা এর কারণ হিসেবে আলোর প্রতিসারাংক কে দায়ী করেন ।
যখন সূর্যের আলো কোন গ্রহে আপতিত হয়,
তখন আলোর কিছু অংশ গ্রহের উপরিভাগ অথবা বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় এবং কিছু অংশ প্রতিফলিত হয় ।
আমাদের সৌরজগতের পরিচিত অন্যান্য গ্রহের তুলনায় শুক্র গ্রহের রয়েছে সর্বোচ্চ Albedo.
Albedo হচ্ছে কোন বস্তুতে কি পরিমাণ আলো আপতিত হয় এবং কি পরিমাণ আলো প্রতিফলিত হয় তার অনুপাত ।
শুক্র গ্রহের Albedo (আপতন ও প্রতিফলনের অনুপাত) হচ্ছে 0.7 এর কাছাকাছি ।
এই 0.7 দ্বারা বোঝানো হয়,সূর্যের আপতিত আলোর 70 শতাংশ প্রতিফলিত করে এই শুক্র গ্রহটি ।
3rd Image:
টেলিস্কোপ দিয়ে দিনের বেলাতে শুক্র গ্রহ এবং আমাদের চাঁদ কে যেমনটা দেখায় ।
Image Credit: NASA
আসলে, আমরা শুক্র গ্রহকে অর্ধচন্দ্রাকৃতি ভাবে দেখি। আর, টেলিস্কোপ এর এই চিত্র দিয়ে জ্যোর্তিবিজ্ঞানীরা তা প্রকাশ করেছেন।
যখন আমাদের চাঁদ পুরোপুরিভাবে পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন চাঁদকে শুক্র গ্রহ থেকে বেশী উজ্জ্বল দেখায় ।
কিন্তু, চাঁদ তার আপতিত আলোর মাত্র 10 শতাংশ প্রতিফলিত করে ।
চাঁদের Albedo (আপতন ও প্রতিফলনের অনুপাত) এর পরিমাণ কম কারণ,
এর প্রকৃত ব্যাপার হচ্ছে যে; আমাদের প্রতিবেশী চাঁদ অন্ধকার আগ্নেয়গিরির প্রস্তর (Dark Volcanic Rock) দ্বারা তৈরি ।
চাঁদ উজ্জ্বল দেখার কারণ হচ্ছে একটাই আর তা হচ্ছে পৃথিবীর অনেক নিকটে অবস্থান ।
এটা মাত্র এক আলোক-সেকেন্ড (light-
Second) দূরে আর শুক্রের ক্ষেত্রে তা মাত্র কয়েক আলোক-মিনিট ।
শুক্র অনেক উজ্জ্বল (এর আছে উচ্চ Albedo) কারণ, এই গ্রহ মোড়ানো রয়েছে উচ্চ প্রতিফলনকারী মেঘ দ্বারা ।
শুক্র গ্রহের বায়ুমণ্ডলের মেঘ সালফিউরিক এসিডের কণা দিয়ে গঠিত এবং এর সাথে সাথে এসিড স্ফটিক আকারে মিশে রয়েছে বিভিন্ন প্রকার গ্যাসের সাথে ।
ফলে আলো সহজেই স্ফটিক গ্যাস মিশ্রিত মেঘে বাঁধা পেয়ে প্রতিফলিত হয় ।
এভাবে উল্লেখিত বিভিন্ন কারনে শুক্র থেকে 70 শতাংশ আলো প্রতিফলিত হয় ফলে শুক্র কে এত উজ্জ্বল দেখি ।
কথা প্রসঙ্গে,
শুধু শুক্র গ্রহই কিন্তু আমাদের সৌরজগতের সর্বোচ্চ প্রতিফলনকারী গ্রহ নয় ।
সে সম্মান/কৃতিত্ব টা পাবে "Enceladus" শনি (Saturn) এর চাঁদ ।
Enceladus এর উপরিভাগের বরফ বা বাষ্পীয় বরফের মেঘ সূর্যের আপতিত আলোর প্রতিফলন করে 90 শতাংশ ।
2015 সালে Venus এর ক্ষেত্রে একটা ভালো খবর রয়েছে :
শুক্র গ্রহেকে সবচেয়ে উজ্জ্বলভাবে দেখা যাবে,
(সন্ধ্যার আকাশে): July
10, 2015
শুক্র গ্রহেকে সবচেয়ে উজ্জ্বলভাবে দেখা যাবে,
(সকালের আকাশে):
September 21, 2015
So, দাওয়াত থাকলো ....
মনে করে বেচারা শুক্র কে এই দুইটা দিন লক্ষ্য করবেন ...
টিউনটি করেছেন সায়েন্সবিডিটিমের সোহানুর রহমান।
আমাদের সাইট
আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim
ভাল লাগল