ড্রিল মেশিন দিয়ে মোটর সাইকেল ??? বিশ্বাস না হলে দেখুন !!!

 

কি বুঝলেন ??

যদি ঠিকঠাক বুঝতে না পারেন তবে নিচের ছবিটা দেখুন, একবারে ক্লিয়ার বুঝে যাবেন।

তবে এটি অন্য সব বাইকের মতো ঘণ্টায় ১০০ কিলোমিটার চলবেনা। এর গতি ঘণ্টায় মাত্র ৩৭ কিলোমিটার। এতে আপনি যে কোন ড্রিল ব্যাবহার করতে পারবেন। চাই সেটা  Rigid বা Makita, বা Dewalt, অথবা Ryobi হোক। তবে যাই হোক বাইকটা কিন্তু দারুণ। 


পোস্টটি প্রথম প্রকাশিত হয় এখানে। 

সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জিনিসটা ভালো, তবে টিউনটি বেশি সংক্ষিপ্ত হয়ে গেছে। আরও একটু বিস্তারিত লিখলে ভালো লাগতো।
আসলে আমরা শুধু টিউনের সংখ্যা বাড়ানোর দিকে বেশি নজর দেই! কিন্তু টপটিউনার হওয়ার চাইতে কোয়ালিফাইড টিউনার হওয়াটাই সবচেয়ে বড় স্বার্থকতা। আশা করি সামনে আপনার কাছ থেকে অনেক অনেক গিগাটিউন পাবো।

মিনি টিউনের জন্য অনেক ধন্যবাদ।

    @সানিম মাহবীর ফাহাদ: না না ভাই। টপ টিউনার হওয়ার জন্য লিখিনা। এই লিখাটা যেই সাইট থেকে অনুবাদ করেছি, সেখানে এর চেয়ে বেশী কিছু আর নাই।
    আমার অধিক সময় নিয়ে লিখতে খুব খারাফ লাগে। তাই চেষ্টা করি টিউনের মুল বিষয়টা তুলে ধরতে। তবে কখনো যদি আমি টপ টিউনার হয়েও যাই, তবে পুরস্কার টা আপনাকে দিয়ে দিবো। কারণ আপানর লেখা গুলি আমি খুব ভালো ভাবে পড়ি। আমার খুব ভালো লাগে।
    আর বেশী লজ্জা দিবেন না Please. তাহলে লিখতে পারবনা।

ভালো চলবে কি দিয়ে তেল না বিদ্যুৎ ?

কিনতে চাই, অথবা বানাতে চাই। কি কি করতে হবে বলুন, কত টাকা খরচ হবে? এটা কি বাংলাদেশে তৈরি?

    @nurul afsar: না ভাই এটা বাংলাদেশে তৈরি না। নিজে একটু বুদ্ধি খাটান। পেরে যাবেন।

খরচাপাতি তো বললেন না ভাই

চাকা গুলো সাইকেলের মত চিকনি-চামেলি টাইপের হলে ভালো হত 😛

কই পাওয়া যাবে এটা?