হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? প্রযুক্তির নিত্য-নতুন উৎকর্ষতার মাঝে টেকটিউনসে নিজেকে খুব সরগরম রাখছেন আশা করি। প্রযুক্তির নতুন সব আবিষ্কার নিয়ে আমি ঠিক আগের মতোই আপনাদের সামনে হাজির হলাম।
স্পেস বা মহাকাশ নিয়ে আমার আগ্রহটা সেই ছোট বেলা থেকে। আমি অনেক প্রযুক্তি প্রেমী মানুষের সাথে কথা বলেও দেখেছি, তারা এটাকে অনেক বেশি আগ্রহের সহিত দেখে। কিন্তু আমাদের বাংলা ভাষা স্পেস টেকনোলজি বিকাশ এতো কম যে আমাদের জানার অত্যধিক আগ্রহ থাকলেও আমার বরাবর পিছিয়েই যায়।
স্পেস বা মহাকাশ গবেষণায় বাংলাদেশের কোন অগ্রযাত্রা নেই। কিন্তু আর কতোদিন এভাবে!! নিজের কৌতূহল মনকে আর সান্ত্বনা দিয়ে রাখবো।
তাইতো আমার নিজের প্রয়াস। 🙄
আমার স্পেস নিয়ে আগ্রহ মূলত ইংলিশ কিছু মুভি দেখে। আফটার আর্থ থেকে শুরু করে ইন্টার-স্টিলারের মতো জনপ্রিয় মুভি গুলো যে কতোবার দেখছি তা নিজেও বলতে পারবো না। তবে বাস্তবিক জানাটা খুব সীমিত। কিন্তু টেকটিউনসকে যেহেতু অবলম্বন হিসেবে পেয়েছি সেহেতু নিজে আমি কিছু বাংলা রিসোর্স তৈরি করছি বিভিন্ন আপডেট স্পেস আর্টিকেল থেকে, সেই সাথে নাসার কিছু এক্সপ্লোরেশন থেকে।
আপনাদের আগ্রহের কাছে আমার জানাটা এই স্পেস নিয়ে খুবই সীমিত। তবে আমি চেষ্টা করবো আপনাদের মনের আশা কিছুটা হলেও মাঝে মাঝে ফাটল ধরাতে পারি কিনা! 😉
আজকে আমরা জানবো মঙ্গল গ্রহ নিয়ে কিছু কথা, সেই সাথে নাসার এক মহাকাশ বিজ্ঞানীর নিজের অভিজ্ঞতা নিয়ে ২৮ মাসের মঙ্গল গ্রহের যাত্রা কিছু অপ্রতুল তথ্য এবং ছবি। আসুন তাহলে শুরু করি। 😆
মঙ্গল গ্রহ সূর্য থেকে দূরত্বে পৃথিবীর পরেই স্থান, অর্থাৎ তৃতীয়। মঙ্গল গ্রহ এই মহাকাশের দ্বিতীয় ছোট গ্রহ, যার পৃথিবীর মতো ২ টি উপগ্রহ (চাঁদ) আছে। মঙ্গল গ্রহকে লাল গ্রহ (Red Planet); কারণ এখানে আইরন অক্সাইড পরিমান বেশি থাকার কারণে এটি লালাভো একটা ভাব আছে।
মঙ্গল গ্রহে বিদ্যমান ২ টি উপগ্রহের নাম Phobos এবং Deimos
নাসার উৎসুক ভ্রমণকারী (রোভার) ৮৩৩ দিন মঙ্গল গ্রহ পর্যবেক্ষণ করে। এই লাল পাথর এবং বালুর গ্রহে পর্যবেক্ষণের মুল উদ্দেশ্য ছিল বসবাসের ভিন্ন কোন উপায় বের করা।
ক্রাটার লেকের (Crater Lake) আবিষ্কার কয়েক মিলিয়ন বছর আগের। এখানে যে পানি আছে সেটা খুব বেশি লবণাক্ত না, আবার এসিডিকও না।
মঙ্গল গ্রহে প্রথম ল্যান্ডিং সৌর (দিন- ০০)
৬ আগস্ট ২০১২ মঙ্গল গ্রহে অনুসন্ধানী যান প্রথম এই ছবিটা পাঠায়। যেখানে যানটির ছায়াও ধরা পরে।
২ সপ্তাহ পার করার পর অনুসন্ধান যানের প্রথম পদযাত্রা এবং পাথরের মাঝে পর্যবেক্ষণ শুরু করে
যানটি মঙ্গগ্রহের মাটি Martian soil এ প্রথম স্যাম্পল সংগ্রহ করে এবং Rocknest নামে ডার্ক মার্ক তৈরি করে।
Rocknest এ ৬ সপ্তাহ ধরে পর্যবেক্ষণের চেষ্টা করা।
shallow basin যেটা Yellowknife Bay নামে পরিচিত সেখানে অনুসন্ধান যানের বেশির ভাগ সময় পর্যবেক্ষণে সময় পার করে এবং কাদা মাটি থেকে স্যাম্পল সংগ্রহ করে।
shallow basin যেটা Yellowknife Bay নামে পরিচিত তার পাশে স্যাম্পল পরীক্ষার চেষ্টা করে। Yellowknife Bay ড্রিল করার একটি উপযুক্ত জায়গা।
মঙ্গল যান Yellowknife Bay থেকে ২য় বারের মতো ড্রিল করার চেষ্টা করে ও কাদা মাটির পাথর সংগ্রহ করে, যেটা Cumberland নামে পরিচিত।
এই সময়ে Mount Sharp এর দিকে লক্ষ্য করে অনুসন্ধান যানের যাওয়ার চেষ্টা করে।
Mount Sharp এর ধারে প্রবাহমান জলের আবহ, যেটা পর্যবেক্ষণের চেষ্টা করে মঙ্গ যান।
Cooperstown এ সেকেন্ড ওয়ে পয়েন্ট হিসাবে পরীক্ষা, যেখানে পৃথিবী থেকে যানের কিছু ত্রুটি সংশোধন করার চেষ্টা করা হয়।
সুরু একটি ভ্যালির পাশ দিয়ে আসার ছবি নেওয়ার চেষ্টা।
Mount Sharp এর আশে পাশে বহুত বালু শিলা অনুসন্ধান যান পর্যবেক্ষণ করতে থাকে।
Kimberley outcrop এ অনুসন্ধান যান ২ সপ্তাহের উপর পর্যবেক্ষণের পর একটি একটি সেলফির তুলে।
৫ মেইল অতিক্রমের পর পাথর শিলার মধ্যে যানের চাকার ক্ষত তৈরি হয়।
যানের চাকা রক্ষার জন্য বালুর উপর দিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু আবার সেই শক্ত অবস্থানে ফিরতে হয়।
অনুসন্ধান যান Pahrump Hills এ পোঁছায় যেটা Mount Sharp এর একটি অংশ।
Mount Sharp ড্রিল করার চেষ্টা।
Pahrump Hills outcrop ধারে বালুর এক স্তূপ।
এখানে ওখানে ঘুরে নতুন ড্রিল করার জায়গার জন্য অনুসন্ধান যানের তৎপরতা।
অনুসন্ধান যান এভাবে প্রায় ৬ মাইল পথ অতিক্রম করে নিজেকে আবিষ্কার করে, নিজেকে খুজে ফেরে!!
আশা করি মঙ্গল গ্রহ নিয়ে আপনাদের আগ্রহ কিছুটা হলেও মিটবে। আর আমি খুব দ্রুত আসছি আরও অনেক গ্রহ-উপগ্রহ নিয়ে আপনাদের সামনে। যেটা আপনাদের স্পেস নিয়ে আগ্রহের মাত্রা আরও কিছুটা বাড়াবে আশা করি।
কোন প্রশ্ন থাকলে বা স্পেস নিয়ে কোন পরামর্শ থাকলে আমাকে সরাসরি টিউমেন্টে জানাতে পারেন। আপনাদের জন্য আমি সব সময় প্রস্তুত।
ধন্যবাদ সবাইকে। 😆
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
সরদার সাহেব,অনেক কিছু জানলাম।মহাবিশ্ব নিয়ে যত জানি তবুও তৃষনা যায় না।ধন্যবাদ চমৎকার এই টিউনটির জন্য।