যুগ যুগ ধরে পথিবীর মানুষেরা ভিন্ন কিছু আবিষ্কারের চিন্তায় মত্ত আছে । “অদৃশ্য” হয়ে যাবার চিন্তা মানুষের অনেক আগে থেকেই। সে চিন্তার ধারাবাহিকতা থেকেই এবার আসছে অদৃশ্য গাড়ি !
বিখ্যাত গাড়ি কোম্পানী মার্সিডিজ বেঞ্জ এবং এ্যাড এজেন্সী “Jung von Matt” মিলে একটি মার্সিডিজ বেঞ্জ এফ সেল -এর গাড়ির এক পাশে LED শীট লাগায় যেখানে তার অপর পাশের একটি ভিডিও ক্যামেরার মাধ্যমে সব চিত্রের লাইভ ভিডিও হত। অর্থাৎ গাড়ির এক পাশে সবসময় অপর পাশের লাইভ ভিডিও হতে থাকবে। এতে করে আসলেই মনে হবে যে গাড়িটি অদৃশ্য রয়েছে।
যদিও প্রচলিত অদৃশ্য -এর ব্যাপারের সাথে এর কোনো মিল নেই তারপরও এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ন পদক্ষেপ যা অদৃশ্য হওয়ার ব্যাপারে মানুষের প্রচেষ্টাকে অনেক সামনে এগিয়ে দিবে।
গাড়িটি জার্মানীর হামবার্গে এ্যডভার্টাইজ হিসেবে প্রথম রাস্তায় নামানো হয়।
বিঃদ্রঃ সর্বপ্রথম এখানে প্রকাশিত।
আমি কমনার ওয়েব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good job !!!!!!!!!!!!!!!!!