বই কপচাঃ বইমেলায় বিজ্ঞানের সাথে বইয়ের সাথে

শুরু হয়ে গেছে আমাদের প্রানের মেলা ‘বইমেলা’। প্রতিবারের মত এবারও অনেক বই মেলায় প্রকাশিত হয়েছে এবং আরো হবে। অন্যান্য বইয়ের পাশাপাশি অনেক বিজ্ঞানের বইও এবার প্রকাশিত হয়েছে। তাই একজন বিজ্ঞান প্রেমীহিসাবে মানুষকে বিজ্ঞানের বইগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়া আমার নৈতিক দায়িত্বর মধ্যে পরে। তাই আমি একটা লিস্ট সকলের জন্য তৈরি করেছি। আসলে প্রতিবার যত বিজ্ঞানের বই প্রকাশিত হয় তার সবই কিন্তু পড়ার যোগ্য হয় না। আমি লেখকদের প্রতি সম্মান রেখেই বলছি যে, কিছু লেখক আছেন যারা অর্থ কামানোর জন্যই বই লিখে থাকেন। তবে আমাদের দেশে ভালো লেখকও আছেন। তারা নিজের জন্য নয় বরং বিজ্ঞানের জন্য বই লেখেন। তারা তাদের নিজেদের চিন্তা, চেতনা, যুক্তি ও জ্ঞান দিয়ে বই লেখেন। উনারা বাংলাদেশে বিজ্ঞান চিন্তার পথ উন্মুক্ত করতে সচেষ্ট। শুধুমাত্র সেসব লেখকের বই আমার এই লিস্টে স্থান পেয়েছে। আর আমি সতর্কতার সাথে অখাদ্যগুলোকে বাদ দিয়েছি। জানি না কতটা পেরেছি। তাই আপনাদের মন্তব্যের আশায়...


বিজ্ঞান-

১. ভঙ্গুর পৃথিবী থেকে নক্ষত্রের পানে, ফারসীম মান্নান মোহাম্মদী, প্রথমা প্রকাশনী
২. বস্তুর গভীরে, আব্দুল্লাহ আল মাহমুদ, জিরো টু ইনফিনিটি
৩. পরমাণুর গহীন নিসর্গে, ইমতিয়াজ আহমেদ, ছায়াবীথি প্রকাশনী
৪. শূন্য থেকে মহাবিশ্ব, অভিজিৎ রায় ও মিজান রহমান, শুদ্ধস্বর
৫. তারা জেগে রয়, জাহাঙ্গীর সুর, অন্বেষা প্রকাশন
৬. মহাকাশের মাঝে, জাহাঙ্গীর সুর, অন্বেষা/তাম্রলিপি
৭. বিবর্তনের পথে ইতিহাসের বাঁকে, আসিফ, তাম্রলিপি প্রকাশন
৮. পৃথিবীর মহাজাগতিক ভাষা, আসিফ, তাম্রলিপি প্রকাশন
৯. মৌল বন্ধন ও পর্যায় ধর্ম, (সলিড স্টেট সিরিজ- ৩), ফারসীম মান্নান মোহাম্মদী, শুদ্ধস্বর
১০. অর্ধ-পরিবাহীর জগৎ, (সলিড স্টেট সিরিজ- ৪), ফারসীম মান্নান মোহাম্মদী, শুদ্ধস্বর
১১. মস্তিষ্ক, ঘুম ও স্বপ্ন, আরাফাত রহমান, প্রকৃতি-পরিচয়
১২. রসায়নের সূত্রাবলী ও প্রয়োগ, নিশাত ইয়াসমিন হক সূচি ও জাহাঙ্গীর সুর, বিজ্ঞানএকাডেমী
১৩. বাংলার তরু লতা গুল্ম, আব্দুল গাফফার রনি, বিশ্বসাহিত্য ভবন
১৪. শুঁয়াপোকা থেকে প্রজাপতি, আবদুল গাফফার রনি, বিশ্বসাহিত্য ভবন
১৫. নক্ষত্রের ঝড়, দীপেন ভট্টাচার্য, প্রথমা
১৬. স্ট্রিং থিওরি, হিমাংশু কর, তাম্রলিপি
১৭. পরমাণুর গহীন নিসর্গ, মূল: আইজ্যাক আসিমভ (অনুবাদ: ইমতিয়াজ আহমেদ) ছায়াবীথি
১৮. অর্ক ও সূর্যমামা, প্রদীপ দেব, মীরা প্রকাশনী
১৯. অন্তহীন মহাকাশের অপার রহস্য ,ভবেশ রায়,  অনুপম প্রকাশনী
২০. পরমাণু শক্তির জানা অজানা,ড. মোঃ শফিকুল ইসলাম, মল্লিক ব্রাদার্স
২১. কৌটিল্যের নীতিশাস্ত্র , মানিক মোহাম্মদ রাজ্জাক, নালন্দা
২২. ক্ষুদে বিজ্ঞানীর ডায়রি , আতাউর রহমান কাবুল, মহাকাল
২৩. নক্ষত্র যাত্রার সারথী, নূর মোহাম্মদ কামু, সন্দেশ
২৪. বিজ্ঞানীদের সাধনা ও আবিষ্কার ,ড. মো. মোকলেছুর রহমান, প্রান্ত প্রকাশন
২৫. শূন্য থেকে মহাশূন্য অতঃপর....শূন্য ,কাজী কামরুল করিম,   সৃজনী
২৬. গল্পে গল্পে মহাবিশ্বকে জানো , প্রফেসর ড. নিশীথ কুমার পাল, আলেয়া বুক ডিপো
২৭. মহাকর্ষ তরঙ্গ-কণার সন্ধানে , আব্দুল গাফফার রনি,   গোধূলী প্রকাশ
২৮. Physics of Nucleon-Nucleus Scattering, প্রদীপ দেব, মীরা প্রকাশন
২৯. আবদুস সালাম – নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী, প্রদীপ দেব,  মীরা প্রকাশন
৩০. বিজ্ঞান ও সংস্কৃতিক আন্দোলনের ইতিহাস, প্রবীর ঘোষ এবং বিপ্লব দাস, দে’জ পাবলিশিং


গনিত-

১. সংখ্যার সাতকাহন, অভীক রায়, অন্যরকম
২. ম্যাথোস্কোপ, অভীক রায়, অনুপম
৩. বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ, মোস্তাকিম আলী, বিজ্ঞান একাডেমী
৪. জটিল গনিত কুটিল সমাধান, সৌমেন সাহা, অনুপম
৫. গল্প গল্পে শূন্যের ইতিহাস, পারভেজ রাকসান্দ কামাল ,শুদ্ধস্বর
৬. লীলাবতী, সৌমেন সাহা, অনুপম
৭. কাল্পনিক ও জটিল সংখ্যার ভুবনে, সাইফুল ইসলাম ফরহাদ,অনুপম
৮. গানের কথা গণিতের কথা ,সুব্রত মজুমদার, ছায়াবিথী
৯. গণিতের রঙ্গে হাসিখুশি গণিত,চমক হাসান, আদর্শ
১০. বৈদিক গণিতের পরিচয় , সৌমেন সাহা, অনুপম প্রকাশনী
১১. পিরামিড রহস্য ,আনিসউর রহমান আনিস,  বিজ্ঞান একাডেমী
১২. মমি ,আনিসউর রহমান আনিস,   বিজ্ঞান একাডেমী


বৈজ্ঞানিক কল্পকাহিনী-

১. লাল গ্রহের লাল প্রাণী ,মোশতাক আহমেদ, নালন্দা
২. গিটো ,মোশতাক আহমেদ,  নালন্দা
৩. হিমালয়ে রিবিট , মোশতাক আহমেদ, অনিন্দ্য প্রকাশ
৪. দ্বিতীয় পৃথিবী, মোশতাক আহমেদ, অনিন্দ্য প্রকাশ
৫. ছায়াপথে দুঃস্বপ্ন , রকিব হাসান,    শোভা প্রকাশ
৬. ডিওন , মুহম্মদ মনিরুল হুদা,  কথা প্রকাশ
৭. মায়াসুড়ঙ্গ , রকিব হাসান,  নবরাগ প্রকাশনী
৮. সেরিনা , মুহম্মদ জাফর ইকবাল, সময় প্রকাশন
৯. হীরক গ্রহ , হেলাল আরেফীন, সাহিত্য কথা
১০. দেবদূত!,অরপি আহমেদ, অনন্যা
১১. গাছমানব , ডা. আনিস আহমেদ,  মুক্তচিন্তা
১২. ধুপপুর জঙ্গলে এ্যালিয়েন,আহসান হাবীব, তাম্রলিপি
১৩. মি. ব্রেইন,রাজীব মণি দাশ,  দি ইউনিভার্সেল একাডেমী
১৪. পেন্টাকল্প, আহমেদ সানি, ছায়াবীথি


আরও কিছু বই-

​১. যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
২. বিজ্ঞান কী ও কেন – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
৩. কিশোর বিজ্ঞান সমগ্র – আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন
৪. তিমির জন্য লজিকবিদ্যা – ফরহাদ মজহার
৫. বিজ্ঞানের একশ মজার খেলা – মুহম্মদ জাফর ইকবাল
৬. একটুখানি বিজ্ঞান + আরও একটুখানি বিজ্ঞান – মুহম্মদ জাফর ইকবাল
৭. গণিত সমগ্র – মুহম্মদ জাফর ইকবাল
৮. মানুষ ও মহাবিশ্ব – শিশির ভট্টাচার্য
৯. মহাবিশ্বে জীবনের সন্ধান – রেজাউর রহমান
১০. মহাকাশের কথা – ফারসীম মান্নান মোহাম্মদী
১১. অপূর্ব এই মহাবিশ্ব – এ এম হারুন অর রশীদ ও ফারসীম মান্নান মোহাম্মদী
১২. মিথ্যার মুখোমুখি প্রতিদিন – মুনির হাসান
১৩. মানুষ, মহাবিশ্ব ও ভবিষ্যৎ – ফারসীম মান্নান মোহাম্মদী
১৪. নক্ষত্র, নিউরন ও ন্যানো – ফারসীম মান্নান মোহাম্মদী
১৫. ইউডক্সাসের গোলক ও অন্যান্য প্রসঙ্গ – ফারসীম মান্নান মোহাম্মদী
১৬. অণুজীবের পৃথিবী – রাজিউদ্দিন রতন
১৭. গল্পে গল্পে জেনেটিকস – চমক হাসান
১৮. ভালোবাসা কারে কয় – অভিজিৎ রায়
১৯. বিশ শতকের বিজ্ঞান-ভাবনা – জহুরুল হক
২০. বিজ্ঞানে আমাদের উত্তরাধিকার – এ এম হারুন-অর-রশীদ
২১. মহাবিশ্বে মানুষ পুস্তকমালা – মুহাম্মদ ইব্রাহীমের ৮টি বইয়ের সেট
২২. ছোটদের বিজ্ঞান কোষ – শিশু একাডেমী
২৩. বিজ্ঞান সাময়িকীর ৪০ বছর
২৪. বিবর্তনের পথ ধরে – বন্যা আহমেদ
২৫. মহাজাগতিক আলোয় ফিরে দেখা – আসিফ
২৬. মহাবিশ্বের শেকড়ের সন্ধানে – আবদুল্লাহ আল-মাহমুদ
২৭. বিগল যাত্রীর পত্র – দ্বিজেন শর্মা
২৮. জীবনের শেষ নেই – দ্বীজেন শর্মা
২৯. একুশ শতকের জ্যোতির্বিজ্ঞান – এ এম হারুন-অর-রশীদ ও মুনির হাসান সম্পাদিত
৩০. জীববিবর্তন সাধারণ পাঠ, অনুবাদ অনিন্দ্য বিজয় দাশ ও সিদ্ধার্থ ধর, চৈতন্য।
৩১. জীবনের গল্প, সৌমিত্র চক্রবর্তী, ছায়াবীথি।
৩২. পদার্থবিজ্ঞানের প্রথম পাঠ, মু. জাফর ইকবাল, তাম্রলিপি।
৩৩. বিশ্বনন্দিত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, শরীফ ছিদ্দিকী, অনুপম প্রকাশনী।
৩৪. থাকে শুধু অন্ধকার, ফারসীম মান্নান মোহাম্মদী, প্রকৃতি প্রকাশনী
৩৫. কেলাসের কথা, ফারসীম মান্নান মোহাম্মদী, শুদ্ধস্বর
৩৬. কোয়ান্টাম ও তরঙ্গ, ফারসীম মান্নান মোহাম্মদী, শুদ্ধস্বর।
৩৭. উপমহাদেশের এগারজন বিজ্ঞানী, প্রদীপ দেব, শুদ্ধস্বর ।
৩৮. মহাবিশ্ব ও নক্ষত্রের জন্ম-মৃত্যু, আসিফ ও খালেদা ইয়াসমিন ইতি, সৃজনী ।
৩৯. প্রাচীন ভারতের গণিত ও জ্যোতির্বিদ, সৌমেন সাহা, অনুপম ।
৪০. শতবর্ষে বাঙ্গালির বিজ্ঞান সাধনা - তপন চক্রবর্তী - অনুপম ।
৪১. গড়ের মাঠে গড়াগড়ি, মুনির হাসান, তাম্রলিপি।

তথ্যঃ বইমেলা, ক্যাটালগ, রকমারি, ফেসবুক, কংগ্রেস ও নিজের মস্তিস্ক।

বি.দ্রঃ লিস্টের বেশিরভাগ বই ২০১৫ সালের মেলায় প্রকাশিত। তবে কিছু পূর্বে প্রকাশিত বইও রেখেছি। আপনারাও ইচ্ছে করলে নিজেদের পড়া বিজ্ঞান বইয়ের নামসহ লেখক, প্রকাশনীর নাম উল্লেখ করলে অনেকেই উপকৃত হতে পারে।

বিজ্ঞানের সাথে থাকুন, বিজ্ঞানকে ভালোবাসুন।

টেকটিউনসে প্রকাশিত টিউনগুলো ওমেগা প্রাইম-মাসিক বিজ্ঞান ম্যাগাজিন ও আমার  ব্যাক্তিগত ব্লগ ছাড়া অন্য কোথাও প্রকাশিত হয় না।

 

Level 0

আমি কামরুজ্জামান ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

বিজ্ঞানকে ভালবাসি। চাই দেশে বিজ্ঞান চর্চা হোক। দেশের ঘরে ঘরে যেন বিজ্ঞান চর্চা হয় সেই লক্ষ্যেই কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সংগ্রহে রাখার মত বইয়ের একটা ভাল লিষ্ট। ধন্যবাদ। বেশ কিছু সংগ্রহ করার ইচ্ছা আগেই ছিল। লিষ্টের সাথে মিলে গেছে।

Level 0

Nice Tune.