মজার একটি গণিত ম্যাজিক! ভালো লাগবেই সকলের…

গণিত ম্যাজিক

সবাই কেমন আছেন? আশা করি ভালই। যাই হোক, আজ আমি আবার ফিরে এসেছি একটি মজার ট্রিক নিয়ে আপনাদের সামনে। ট্রিকটি আপনাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

এটি হচ্ছে একটি গনিতের ম্যাজিক। যদি সবাইকে একটু চমকে দিতে চান অথবা বন্ধুবান্ধবদের একটু আনন্দ দিতে চান তাহলে এই ম্যাজিকটি নিঃসন্দেহে অনেক ভালো হবে আপনার জন্য! তাহলে শুরু করা যাকঃ

১) প্রথমে আপনার বন্ধুকে যেকোনো একটি সংখ্যা মনে মনে ধরে নিতে বলুন।  যেমনঃ

২) এবার সেই সংখ্যাটার সাথে তার পরের সংখ্যাটি যোগ করতে বলুন। যেমনঃ ১ ধরলে ১ এর পরবর্তী সংখ্যা ২ যোগ করতে হবে, ১+২=৩ এভাবে!

৩) এবার যোগফলের সাথে ১২৩ যোগ করতে বলুন। যেমনঃ ৩+১২৩= ১২৬ 

৪) এবার উক্ত যোগফলকে ২ দিয়ে ভাগ করতে বলুন। যেমনঃ ১২৬/২= ৬৩ 

৫) এবার ভাগফল থেকে আপনি যেই সংখ্যাটি মনে মনে ধরতে বলেছিলেন সেটি বিয়োগ করে দিতে বলুন। যেমনঃ ৬৩-১

তাহলে এবার উত্তরটা হবে ৬২! 🙂

আসল রহস্যঃ

আপনি যেই সংখ্যাই ধরুন না কেন উত্তর সবসময় ৬২ হবে! এটাই গণিতের ম্যাজিক। তবে, বারবার একই জিনিস বললে ধরা খাওয়ার সম্ভাবনা আছে! 😀 তাই ম্যাজিকটা একজনকে একবারই দেখান উচিত! 🙂

আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। 🙂 সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ZubyTech (একদম নতুন কিছু! এখনই প্রবেশ করুন ব্লগিং এর নতুন দুনিয়ায়)

ZubyTech পেইজ (টেক নিউজ, টিপস, ট্রিকস, মোবাইল আপডেট, নেট ট্রিক্স সহ সমস্ত কিছু এখন ফেসবুকেই পাবেন! মাত্র একটা লাইক দিয়ে রাখুন।)

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাল

জানতাম

Level 0

হা হা হা মজা পাইলাম

আপনার এই যোগ দেখে ছোট বেলার কথা মনে পড়ল, তবে আমরা ছোট বেলায় মনে মনে কলা খাওয়ার একটা যোগ খেলতাম।

জটিল তো

কোথায় যেন পড়েছিলাম , মনে পড়ছে না ।
থাঙ্কস ।