আশা করি বিজ্ঞানের রহস্য সম্পর্কে জানার কিছু বাকি থাকবেনা।হইত আপনিও খুজছিলেন এই বিজ্ঞানটিকেই

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন।।অনেকদিন পর টেকটিউনস এ লিখতে বসলাম।

প্রতিদিন কত কিছুই না আমারা দেখি।সকাল বেলা ঘুম থেকে উঠে আমার আশে পাশে যতকিছু আছে সবই আমরা দেখি।।আচ্ছা কেমন হয় যদি,

আমরা যা দেখছি সবই একটা ILLUSION..কি অবাক হলেন।হয়াটাই স্বাভাবিক।কিন্তু আপনি জানেন কি এগুল সবই চোখের ধাধার মত।।হাহা।।কি অবাক হলেন।

যাই হোক।আজ আপনাদের সামনে ভাবলাম এমন কিছুই আনি যেটা হইত আপনার চোখ খুলে দিতে পারে।।আমার নিজেরও চোখ খুলে দিয়েছে।।আর ভাবলাম আমার একা যতটুকু খুলেছে তাতে কাজ হবে না।আমার আরও বেশি খোলার দরকার।আর এই জন্য
বেপারটা সবার মাঝে ছরিয়ে দিতে চাইছি। এতে হইত উভয়েরই উপকার হবে।

যাক আসল কথায় আসি।গত কয়েকদিন ধরে আমার সেই পুরানো চিন্তাটা মাথায় চেপেছে।।কোনটা আবার?

ঐযে আবিস্কার এর নেশা।সেই নেশায় আবারও সুরু হল নতুন কিছু জানার আগ্রহ।।

এবারের টপিক ছিল <<<UNIVERSE & DIMENSIONS>>>

তো শুরু করলাম ডাটা সংগ্রহ করতে।।বিভিন্ন জায়গায় সার্চ মারলাম।প্রতিদিন ১-২ করে ভিডিও ডাউনলোড করা শুরু করলাম।।এভাবে কয়েক সপ্তাহ ধরেই এই কাজ করা শুরু করলাম।যতই দেখি ততো আমার ভিতরের সবকিছু নরম হতে লাগল।এই সকল
বিষয়গুলা আমরা বেশিরভাগের যানা নেই।।তো নতুন নতুন জিনিস শেখা হইতেসে প্রতিদিন।।আর এই জানার আগ্রহ আমার ভিতরে নতুন কিছু সৃষ্টি করেছে যা আমার দায়িত্তে পরিণত হয়েছে এই ব্যাপারগুলা সকলের মাঝে শেয়ার করা এবং সবাইকে এমন
একটা ব্যাপার সম্পর্কে জানিয়ে দেয়া যেটা যা দেখছি সবই একটা ILLUSION এর মত।।সময় থাকতে সবাইকেই সচেতন করা-এই ব্যাপারটা জানানোর জন্য আমার এই পোস্ট।।

বিজ্ঞান প্রেমিক এবং জানার আগ্রহ এই সম্পর্কে তাদের জন্য আমার এই পোস্ট।। এই জিনিসগুলা হইত সবার ভাল লাগবেনা।।কেউ কেউ বোরিং হয়ে যাবেন কিন্তু আপনি

যদি সত্যিকার অর্থে বিজ্ঞান সম্পর্কে জানতে চান তাহলে আপনি এই জিনিসগুলা বুঝে বুঝে দেখবেন।।হইত আপনার জীবনটাও পরিবর্তন করতে পারে।.সবাই যেহেতু বাস্তব জ্ঞান দিয়ে হাতে-কলমে শিখতে পছন্দ করে তাই বাস্তব জ্ঞান দিয়েই শেখানোর চেষ্টা
করলাম।।

আজ বিজ্ঞান দিয়ে ভাবলাম সব কিছু প্রমান করবো।আপনারাও যাতে প্রমান করতে পারেন তার জন্য আপনাকে আমি নিচের ভিডিওগুলা দেখার অনুরধ করবো।

তবে একটা ব্যাপার- যেহেতু এখানে সায়েন্সের যা যা জানা দরকার সব ব্যাপারগুলা দিয়েছি সেহেতু আমার অনুরধ এই ভিডিওগুলার সবকইটাই ডাউনলোড করে দেখবেন।আমি জানি অনেকে বলবেন এত নেট নাই ।।এগুলা কে দেখে???আমার নিজের দ্বারাও
এগুলা একবারে দেখা সম্ভব হইনি।।কিন্তু প্রতিদিন ঘেটে ঘেটে এগুলা ডাউনলোড করে দেখেছি।। দেখার পর যখন বুজলাম এগুলা শেয়ার করা আমার কর্তব্যতে পরিণত হয়েছে তখন আবার নতুন করে সব কইটি লিঙ্ক খুজে একত্রিত করলাম।আমি এই লিঙ্ক গুলা
আপনাদের দিয়ে দিলাম যাতে আপনারাও দেখতে পারেন।।

আমি আশা করি সব কইটি আপনারা দেখবেন ডাউনলোড করে।।বলতে পারেন ইংলিশ মুভি দেখার চেয়ে ইংলিশ সায়েন্স দেখা।।কত মুভি আমরা ডাউনলোড করি মাগার কম মানুষই পাওয়া যাবে সায়েন্সের প্রতিবেদনগুল দেখেন...।তো সবাই আশা করি
ডাউনলোড করে ঠাণ্ডাভাবে দেখবেন।আর ইউটিউব ভিডিও ডাউনলোড আমার সবাই করতে জানি।যারা জানেননা তাদের জন্য আরেকবার বলি।

ভিডিও লিঙ্কের ইউটিউবের y এর আগে ss দিবেন।

ধরুনঃ http://www.youtube.com/ajdajsdjasdhjsad হলে ডাউনলোড লিঙ্ক হবে http://www.ssyoutube.com/ajdajsdjasdhjsad

এরপর আপনার পছন্দের ফরম্যাটে ডাউনলোড করে নিবেন।

যাই হোক আশা করি বর্তমান বিজ্ঞান সম্পরকে সবই জানতে পারবেন।।

আর হা সব কইটা ডাউনলোড করে দেখবেন অনুরোধ। সবার শেষে যেই ভিডিওটা দিব কেউ এটা আগে দেখবেন না।কারন আপনি যা দেখবেন এই ভিডিওগুলাতে এইগুলা থেকে আপনার মনের ভেতর যে প্রস্নগুলা জেগে উঠবে তার সব উত্তর হইত পেয়ে যাবেন
শেষেরটা দেখলে।তাই আগে সব কইটা দেখে শেষেরটা দেখবেন।।

প্রত্যেকটা ভিডিও বিজ্ঞানিদের গবেষণার প্রতিবেদন নিয়ে প্রামাণ্য চিত্র।।সুতরাং ভাববেননা যে আমার বানান।এগুলা দেখে আপনি নিজের বিবেককেই প্রশ্ন করে দেখবেন।।আপনার ভিতরটা পরিবর্তন করতে হবেকি হবেনা।

এই দেয়া হল লিঙ্কগুলা

M-THEORY & STRING THEORY [Full Documentary]

Quantum Theory - Full Documentary HD

The Elegant Universe 1 of 3 Einstein's Dream

Time travel & Stargate portals are Real and Exist on Earth Today!

5TH Dimension Near Death Experience

Dark Matter _ the Undetectable Mass

Does Time Really Exist - NOVA- The Fabric of the Cosmos - The illusion of Time

Einstein_s Big Idea HD 1080p

Fractals The Hidden Dimension HD 1080p - Nova

Universe or Multiverse? - NOVA: The Fabric of the Cosmos

Gravity and how it forms our Universe Science Documetnary

How does the brain work - Nova 1080p HD

Journey through the universe beyond the speed of light [HD]

Liquid Universe

Mind Over Matter - Telekinesis- 5th Dimension (Paranormal Documentary)

National Geographic Paranatural 05 Life After Life

Ghost Tapes- A Documentary on the Paranormal

National Geographic TIME TRAVEL THE TRUTH (FULL DOCUMENTARY)

Secrets Of The Jinn & The Dark Plasma Universe

What Are Dreams Nova HD 1080P

(NEW 2014) Alien Planets Like Earth With The Universe! New Full Documentary!

আর এটা সবার শেষে দেখবেন

The last one and
The big moment that must be seen

উপরের ভিডিওগুলা দেখে আমি যে জিনিসটা নিয়ে ঘাটাঘাটি শুরু করেছি তা দেখে আমি নিজেও অবাক হয়েছি।।শেষের ভিডিতেও এমনি কিছু ঘটেছে।তারাও অবাক হয়েছে।।আর এই জন্য আপনিও অবাক হতে চাইলে শবগুলা দেখে তারপর শেসেরটা
দেখবেন।।

আশা করি সবাই দেখবেন।দেখার পর আপনি যদি সব কিছু ক্লিয়ার বুজতে পারেন তাহলে আশা করবো আপনাকে আমি সংবাদটি পৌঁছে দিতে সার্থক হয়েছি।

জানিনা কারকি চিন্তা-ভাবনা তৈরি হয় কিন্তু আমার চিন্তা-ভাবনার আরও উন্নতি হয়েছে বলে আমি মনে করি।।যাই হক।।হইত যদি একজন বাক্তিকেও যদি আমি সায়েন্সের মূল রহস্য সম্পর্কে সামান্য জানাতে পারি তাহলে আমি সার্থক...

নিচে ব্যাকলিঙ্ক কেন দিব??? জেহেতু সবাইকে জানান উচিত বলে কোনো স্বার্থ ছাড়াই পোস্টটা করলাম।।

ধন্যবাদ সবাইকে।।

Level 0

আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া পোস্টটা অনেক সুন্দর হয়েছে। তাই এখানে http://blogger-dihan.blogspot.com/2014/10/blog-post_89.html প্রকাশ করলাম। কিছু মনে করবেন না আশাকরি।

অত্যাধুনিক বিজ্ঞানের অনেক বিষয় সম্পর্কে লিখেছেন।
Youtube এর বিজ্ঞান বিষয়ক ডকুমেন্টরি গুলোর চুম্বক অংশ তুলে আনার জন্য ধন্যবাদ।
প্রিয়তে সেই সাথে নির্বাচিতের জন্য মনোনয়ন।

জিজ্ঞাসাঃ – Youtube ভিডিও এমবেড করলেন কিভাবে জানালে উপকৃত হব। টুলবারে কোন টুল পাইনি ভিডিও এমবেড করার জন্য।

apnakeo dhonnobad.ekhane ottadhunik biggan k tule dhorar pisone amr ekta karon ase..shb gula video na dkhle keui bujbena j ki karone ame emn ta krlam.
R youtube wordpress e embed krar dorkar hoena.apni youtube link dile auto embed hye jae

দারুন টিউন, ধন্যবাদ।

সুন্দর

Dhonnobad.Eta dekhe ek jno jodi bujte pare ame keno post ta krce taholei ame sarthok ble mone krbo.

Level 0

Thanks a lot

Very good job man………….thanks a lot MR. Nissan

u 2

Level 0

আমার দেখা সেরা টিউন। এত গুলা ভিডিও ধারাবাহিক ভাবে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই। আমার খুব কাজে দিবে। ^_^

Sukria vai

বলে তো ঝাকাস চালায় জান

Level 0

thanku, kintu manush ja bojhe tai ki thik hoi ? Thing will work differently…

vai sobar bujh ekrokom na.sobai jodi sobkisu bujto tahole aj amadr ei dosa hotona.kintu jara bujhe tadr bujhta jate aro parfect hoe etae chesta r jara bujhe nai tara jate atleast beparta vebe dkhen ..ekjno jodi bujhe thake ebong kaj suru kre tahole oetae to amr sharthokota.

Level 0

Thanks Bhaiya……..Sob Video Dekhar Chesta Korbo…Ebong Sheshe Ki Bujechi Oboshshoi Ekdin Comment Korbo…..

dhonnobad vai

sundor

Level 2

Hello….Can you please share the last video again. Its deleted due to copyright.
https://www.youtube.com/results?search_query=The+Signs+of+God%27s+Existenc
Here i have found 2 videos i don’t know which one is right.