রেন ওয়াটার হার্ভেস্টিং কি ও কেন

সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। একটা নতুন বিষয়ের উপর ধারনা নীয়ে আমি জানাতে চলেছি বিশেষ করে পরিবেশ নীয়ে চিন্তাশীল দের স্বস্তি দিবে চেষ্টা করুন পরিবেশ কে বাঁচাতে কারন পরিবেশ না বাঁচলে আমরা তাতে বাঁচবে কি ভাবে , যাই হোক .....

রেন ওয়াটার হার্ভেস্টিং কাকে বলে ?

বাড়ির ছাদ বা ছাউনির উপর পড়া জল কে সংগ্রহ করা কে বলে রেন ওয়াটার হার্ভেস্টিং।

রেন ওয়াটার হার্ভেস্টিং এর প্রয়োজনীয়তা কি ?

জনসংখ্যা বাড়ার ফলে ভূগর্ভ থেকে বেশী পরিমানে জল উত্তলোন করার ফলে জলের জলস্তর নামছে , বৃষ্টির জল ভূগর্ভে পৌছাতে যে সময় লাগে তা খেকে দ্রুত পর্যায়ে নামিয়ে দেওয়া আর সাথে সাথে বৃষ্টির জলের অপচয় বন্ধ করা।

রেন ওয়াটার হার্ভেস্টিং কি ভাবে করা হয় ?

বাড়ির ছাদ বা ছাউনীর জল কে পাইপ লাইনের সাহায্যে একস্থানে একত্রিত করার পর কাঠকয়লা , বালি ও পরিষ্কার কাপড়ের দ্বারা অশুদ্ধতা দূর করে কুয়ো বা পাইপের দ্বারা ভূগর্ঙে পৌছে দেওয়া।

রেন ওয়াটার হার্ভেস্টিং কি নতুন কনসেপ্ট ?

না, ইহা কোনো নতুন কনসেপ্ট নয় প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে , ইহা হল প্রাচীন কালে আধুনিকিকরন মাত্র।

রেন ওয়াটার হার্ভেস্টিং কোথায় বেশী প্রচলিত ?

সাধারনত ইহা শহরাঞ্চলে প্রচলিত তবে এই নয় যে গ্রামে ইহা সম্ভব নয় গ্রামে করা ব্যয় বহুল।

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কইরে ভাই, সারাজীবন ধইরা শহরে রইলাম , এই পদ্ধতি কাওরে ইউস করতে তো দেখি নাই !

    শহরে বাড়ির ছাদের পাইপ লাইন গুলি একত্রিত করে মাটির তলায় দেওয়া হই লক্ষ করলে হয়ত দেখতে পারো।

আসলে আমারা একটু সচেতন হলে আমাদের এই সুন্দর পৃথিবি কে আমরা আনেক দিন বাচিয়ে রাখতে পারি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    আপনার মতন সকলে ভাবুক তবেই আমাদের পৃথিবীটা আরো সুন্দর ও বসবাস উপযোগি হয়ে উঠবে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

আপনাকে ধইন্যা

    কি গুনের জন্য আমাকে আপনার ধইন্যা বলে মনে হল , বলবেন ?

ভাই পানির দরকার পরলে আমারে স্মরন কইরেন পাঠায়ে দিবানি

    ডেসপারেট ইভিনিং ভাই এটা মজা করার সময় নয় পরিবেশ নীয়ে ভাববার সময় । যা নিয়ে অহংকার করছেন তা আর দশ- পনেরো বছরে পর চাপা কলে জল উঠবে না ভাবুন আর পরিস্থিতি আনুসারে ব্যবস্থা নিন, যদি মনে করেন জ্ঞান দিলাম তাহলে আপনি ঠিক ভেবেছেন।

    জী ভাইসাব আপনার গিয়ানি পোষ্টে এন্ড রিপ্লাইয়ে মেলা গিয়ান পাইছি , তয় যা লিখছেন নিজে কয়দিন কামে লাগাইছেন সেইটা আগে কন ,

    বুঝতে পারলাম পরিবেশ নিয়ে আপনার মাথা বেথা আছে , আর আমার নাই , কি আর করার বলেন

    পরিবেশ নিয়ে আমার মাথা বেথা অনেক দিনের , যন্ত্রনা সহ্য করতে না পেরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কি কিছু ভুল করছি ?