বিষাক্ত জেলিফিশ যা মানুষের অনেক ক্ষতির কারণ হতে পারে

নাম পড়েই কেউ কেউ হয়ত বুঝে গেছেন জেলিফিশ এর মারাত্মক দিকটি নিয়ে আজ লেখতে বসেছি ।

জাঁকে জাঁকে জেলিফিশ

হ্যাঁ, সহজ সরল এই জেলিফিশ মাঝে মাঝে মারাত্মক প্রাণী হয়ে দাঁড়ায়। অস্ট্রেলিয়ান বক্স জেলি-মাছ তার কর্ষিকার বিষ দ্বারা ৬০ জন মানুষকে হত্যা করতে সক্ষম। জেলিফিশ তাদের নিশ্চল জীবন স্তর এবং Polyp (এক শ্রেণীর ছোট প্রাণী যার দেহযন্ত্র অতি নিম্নস্তরের) ক্ষেত্রে একই সাথে মুক্ত ভাসমান মেডুসার মধ্যে দর্শনীয় পুষ্প কুঁড়ি তৈরি করে। এই পুষ্প সাঁতারুদের মৃত্যুর জন্য দায়ী, মাছ ধরার জাল বন্ধ হওয়া এবং বিশ্বের কিছু অংশে যেমন জাপানের মত স্থানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি জমে থাকার জন্য দায়ী করা হয়। কিন্তু এই সমস্যাটি কেবল একটি নির্দিষ্ট ধারার আশ্চর্যজনক ''জেলিফিশ" এর মাঝে দেখা যায়। এটি কাটার জন্য সিলিয়া নামক অতি ক্ষুদ্র নেত্রলোম ব্যবহার করে যা কোরালযুক্ত, যন্ত্রণাদায়ক কোষ সম্মৃদ্ধ এবং অন্যান্য সত্য-জেলি(true jellies), কম্ব-জেলি(comb jellies) দেখতে একই ধরণের বলে এদের একই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এটি আমার প্রথম tune। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিবেন 🙂

Level 0

আমি Ripa das। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, প্রথম টিউন তাও আবার কপি পেস্ট! উৎসঃ ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট samakal.net/2014/07/04/70203

Level 0

আমার এই লেখাটি zero2inf তে প্রকাশ করা হয়েছে। আমার প্রথম tune হওয়ায় আমি সেই ওয়েব এর লিংক যোগ করতে পারিনি। কিন্তু সমকালে আমি আমার লেখা দেয়নি।

Level 0

ফ্রীওয়্যার সিজান :
http://bn.zero2inf.com/article/1587/jelly-fish