শুরু হতে যাচ্ছে শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪

আসসালামুয়ালাইকুম সবাইকে ,
আজকে আমি একটু ভিন্ন একটি খবর নিয়ে আসলাম । না কোন ফ্রিলেন্সিং টিপস নয় , এটা বড় মাপের কোন প্রোগ্রামার দের জন্য কিছু নয় । নিতান্তই আমাদের অনুজ ছোট ভাই বোনদের জন্য একটি সুখবর , যারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে কিছু করতে চায় , বলতে চায় । তাদের না বলা ছোট মনের সেই অনুভূতি গুলো ইচ্ছা গুলো যাতে প্রকাশ করতে পারে সেই জন্য আসছে  শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪ ।

তৃতীয় থেকে দ্বাদশ শিক্ষার্থীদের জন্য সুখবর। শুরু হয়েছে শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪ এর রেজিস্ট্রেশন। অংশ নেয়া যাবে তিনটি বিষয়ে। বৈজ্ঞানিক প্রবন্ধ, বৈজ্ঞানিক প্রকল্প কিংবা বৈজ্ঞানিক পোস্টার। বিজয়ীদের জন্য থাকছে লক্ষ টাকার পুরষ্কার। তিনদিনের আবাসিক জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ। ক্যাম্পে গুগল সায়েন্স ফেয়ার এবং ইন্টেল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারের জন্য প্রশিক্ষণ দেয়া হবে।
কংগ্রেসে নিজে একা কিংবা দুই বা তিনজনের দল নিয়েও অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশনের সময়সীমা ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। রেজিস্ট্রেশন করা যাবে এই লিঙ্ক থেকে (http://www.cscongress.org/cscongress-registration/)।

তো বিজ্ঞানের এ মহাযজ্ঞে যোগ দিতে আজই রেজিস্ট্রেশন করে ফেল। প্রতি সপ্তাহেই  বাছাই করে নির্বাচিতদের লিস্ট দিয়ে দিবে। সুতরাং শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা করা কিন্তু নিতান্তই বোকামি হবে। রেজিস্ট্রেশনের সময়  কংগ্রেসে যে প্রকল্প, পোস্টার কিংবা পেপারের প্রেজেন্টেশন করবে তার একটা ধারণাপত্র সংযুক্ত করতে হবে। Concept Paper (ধারণাপত্র) ছাড়া রেজিস্ট্রেশন হবে না। উল্লেখ্য আগামি ২৯-৩০ আগষ্ট বাংলাদেশ বিজ্ঞান জাদুঘরে হবে শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৪। তো হয়ে যাক!

এছাড়াও বিস্তারিত জানার জন্য যেতে পারেন এই ঠিকানায় http://www.cscongress.org/ ।

Level 0

আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস