প্রিয় বন্ধুরা, সবাইকে আমার সালাম। আশা করি সকলেই ভাল আছেন, সুস্থ ও হাসি খুশি আছেন। সবসময় হাসি-খুশি খাকুন এই কামনা রইল। বন্ধুরা, জানি টেকটিডনসে এইসব ছাই-ভস্ম পোষ্ট করার নিয়ম নাই। নিয়ম নীতির বাহিরে যাচ্ছি বলে ক্ষমা প্রার্থণা করছি।
দেখলাম, কিছু প্রিয় টিউনার গন্ডির বাহিরে অথচ মজাদার ও সুন্দর পোষ্ট করেছেন। তাই, সাহস পেয়ে এগিয়ে এলাম। বন্ধুরা, আলোচিত বিষয়গুলো নেট ও বিভিন্ন বই হতে সংগ্রহ করা। অনেকের জানা থাকতে পারে। আবারও ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
☺মাকড়শার চোখ আটটি। আচ্ছা বলুন তো চশমার দরকার হলে কোন চোখে চশমা দেবে? যদি তা না হয় তাহলে কয়টি চশমার প্রয়োজন হবে?
☺গরু যখন বুঝতে পারে বৃষ্টি হবে, তখনই মাঠে বসে পড়ে। কারণ কি জানেন? তাদের বসার জন্য অন্তত একটু শুকনো জায়গা রাখতে চেষ্টা করে। চিন্তা করুন তাহলে গরুর কত বুদ্ধি।
☺উই পোকা জন্ম থেকে অন্ধ। কি খারাপ লাগছে শুনে? বন্ধু মন খারাপ করবেন না। আমরা অনেকেই আছি যারা চোখ থাকতেই অন্ধ।
☺ বিশ্বের সবচেয়ে বড় ফুল 'রাফ্লেসিয়া' আরনল্ড। কিন্তু এই ফুলের গন্ধ নিলে মারাত্মক ভুল করবেন। কারণ, এর গা থেকে বের হয় পঁচা মাংসের মত মত বিশ্রী দুর্গন্ধ।
☺যারা নিউইয়ার্ক যাবেন তারা মনে রাখবেন, সেখানে রবিবার আইসক্রিম হাতে হাঁটা নিষেধ।
☺ আমরা প্রতিবছর কতবার চোখের পলক ফেলি? বন্ধুরা এর সংখ্যা খুব বেশি নয়। মাত্র এক কোটি বার।
এই পর্যন্তই বন্ধুরা। বুঝতে পারলাম টিউন করতে অনেক সময় লাগে। যারা প্রচুর সময় ব্যয় করে আমাদেরকে সুন্দর সুন্দর ও মূল্যবান টিউন উপহার দেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।
আল্লাহ হাফিজ।
আমি সুজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
NICE post brother valo laglo !!
Thank you !!