ঘরে বসে নিজেই তৈরি করুন ইনকিউবেটার:

কৃএিমভাবে ডিমে তা দেয়ার যন্ত্রকে ইনকিউবেটার বলে।এ যন্ত্রটি ঘরে বসেও বানানো যেতে পারে।এটি তৈরীকরতে লাগবে:

*কাঠের বাক্স

*৬০ ওয়াটের বাল্ভ

*পানির পাএ

*তুলা

*থামোমিটার

পদ্ধতি:
----------
প্রথমে কাঠের বাক্সের উপরের দিকে বাল্ভ লাগাতে হবে।বাল্ভ এর ঠিক নিচের দিকে পানির পাএ বসাই।পানির পাএের পাশে ডিম রাখি।খড় বা তুলার উপর ডিমগুলো রাখতে হবে।ডিমের ঠিক উপরে কাঠের বাক্সটিতে একটা ফুটো করে সেখানে থামোমিটার ঢুকিয়ে দেই।বাক্সটি ভালভাবে টাইট করে লাগাতে হবে।যেখানে জোড়া বা ছিদ্র রয়েছে সেখানে তুলো দিতে হবে।বাইরের তাপ যাতে ঢুকতে না পারে কোনভাবেই।আবার যদি বাইরের বাতাস ঢুকাতে হয় সেজন্য জোড়াগুলোতে তুলো দিতে হবে।প্রয়োজন অনুযায়ী তুলো খুলে ফেলা যাবে ,আবার জুড়েও দেওয়া যাবে।


ডিম ঠেকে বাচ্চা ফুটার জন্য ১০৩ ডিগ্রি ফারেনহাইট  এবং ৬০% আপেক্ষিক আদ্রতা দরকার।তাই প্রজেক্ট এই মাপেই তাপমাএা বজাই রাখতে হবে।এই ইনকিউবেটারে ৩টা ডিম ২১ দিনে ফুটানো সম্ভব।তাপমাএা নিয়ন্তণ করতে ইচ্ছা করলে রেগুলেটর ব্যবহার করা যেতে পারে ।বাল্ভের ওয়াট কমিয়ে বাড়িয়ে তাপমাএা নিয়ন্ত্রন করা যাবে।আদ্রতা ঠিক রাখার জন্য পানির পাএে পানি কমাতে বা বাড়াতে হবে।
কম খরচেই এই ইনকিউবেটার বানানো যাবে।তবে সতক্ ভাবে বানাতে হবে।
ভালো লাগলে কমেন্ট করবেন।(বি:দ্রঃক্যামেরা নষ্ট থাকার কারনে আমারটার ছবি দিতে পারলাম না)

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছবির বড়ই দরকার ছিল ………. পুরা টিউনটাই ফিকে হয়ে গেছে …..

    Vai Chobi ase but kivabe dibo iktu bolben plzz

    টিনটিন ভাইয়ের সাথে একমত।

    কোন সাইট থেকে ছবি দিতে চাইলে আপনি ঐ ছবিটাতে Right click করুন। যে মেনু আসবে ঐখান থেকে Copy Image Location সিলেক্ট করুন। তারপর টিউনিং পেজের Image বাটনে ক্লিক করে paste করে দিন। ব্যস হয়ে গেল।

    আর যদি আপনার কম্পিউটার থেকে কোন ছবি টিউনে দিতে চান তাহলে ছবি কে আগে আপলোড করে নিতে হবে। ছবি আপলোড করতে যেতে পারেন এখানে। http://www.imageshack.us/

    আপলোড করার পর ঐখানে কিছু লিঙ্ক দিবে। সেখান থেকে আপনার প্রয়োজনীয় লিঙ্কটি copy করে আগের মত paste করে দিন। আশা করি কোন সমস্যা হবে না। সমস্যা হলে জানাবেন।
    ধন্যবাদ।

    আপনি ইচ্ছা করলে টেকটিউনের ভিতর এ ছবি আপলোড করতে পারবেন, আপলোড করার পর একটা লিঙ্ক পাবেন। ঐ ছবির লিঙ্কটা টিউনের ভিতর পছন্দমত জায়গায় দিতে পারেন। দেখবেন ছবির লিঙ্ক দেয়ার পর টেকটিউন্সএ টিউনের ভিতরে স্বয়ংক্রিয় ভাবে ছবিটা এসে পড়বে।

চিত্র সহকারে টিউন টি করলে ভালো হত। শুধু মুখস্থ বিদ্যা মনে হচ্ছে

cHOBI pLEASE….

ছবি ছাড়া টিউন টা কেমন লাগছে ……………

Level 0

ধন্যবাদ আপনাকে, তবে আর একটু বুঝেয়ে বলবেন? এখানে কি শুধু তিনটি ডিম ফুটানো যাবে? আর যদি ১০০ ডিম ফুটাতে চাই , তাহলেকি ৩০ টি বাক্স প্রয়জন পড়বে? না অন্য কোন পন্থা অবলম্ভন করা যাবে?

Level 0

হা আসলেই ছবিটা দিয়ে অতি শীঘ্রই টিউনটি আপডেট করুন

আমারও একই প্রশ্ন- ১০০ ডিম ফোটাতে কয়টি বাক্স প্রয়োজন হবে?

শিরোনামটা সাধারন মানুষের বোধগম্য হলে আরও বেশি মানুষ দেখত।

Level 0

রাফসান ভাল কিন্তু আমার পালা ৬/৭ মুরগি আছে তাদের দিয়ে কাজ চালিয়ে দিই,৩টি ডিম ২১ দিন খরচটা একটু বেশী ধন্যবাদ।
সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও আপনাকে ধন্যবাদ।