অমরত্ব !!!!!!!!! আদেও কী তা অর্জন করা সম্ভব ? না কী শুধুই মরীচিকা ? বিজ্ঞানের ছাত্ররা এগিয়ে আসুন । অন্যদেরও স্বাগতম ।

অমরত্ব বলতেই আমাদের সবার চোখ যেন কেমন জ্বল জ্বল করে উঠে । হাজারো প্রশ্ন আসে মনে । আদেও কী সম্ভব , নাকি শুধুই তা রূপকথা আর সিনেমার জগতে রয়েছে ? অমর হয়ে কী কোন দিন অনন্তকাল বেচে থাকতে পারব আমি ? নাকি কেউ না কেউ পারবে ? সে ব্যাপারেই ইতি বাচক কথা বলেছেন বিজ্ঞানীরা ।

ফ্রি র‍্যাডিকেলের গতিবিধি নিয়ন্ত্রণ করে মানুষকে অমরত্বের পথে আরেকধাপ নিয়ে গেলেন বিজ্ঞানিরা। ইউনিভার্সিটি অব অলঙ্গং (University Of Wollongong) এর একদল গবেষকেরা ফ্রি র‍্যাডিকেল বা মুক্ত মূলকেরা কিভাবে তাদের কাজ শুরু আর বন্ধ করা যায় তার রহস্য উন্মোচন করেছেন কিছুদিন আগে। এ গবেষণা “নেচার কেমিস্ট্রি” তে এক নিবন্ধে উপস্থাপন করেছেন।

UOW এর অধ্যাপক স্টিফেন ব্লাঙ্কসবি এবং পিএইচডি এর শিক্ষার্থী ডেভিড মার্শাল,অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এর অধ্যাপক মাইকেল কুট এবং তার দলের সাথে একসাথে কাজ করে এ গবেষণা কাজ সম্পাদন করেন। তারা আবিষ্কার করেন যে একটি নির্দিষ্ট শ্রেণীর মুক্তমূলকের ক্ষেত্রে কার্যকারিতা চালু বা বন্ধ করার জন্য একটি সাধারণ পরিবর্তন (যেমন অম্ল বা ক্ষার যোগ করার মাধ্যমে PH পরিবর্তন করে) যথেষ্ট।

সমযোজী সিগমা বন্ধনের বিষম ভাঙ্গনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা মূলককে মুক্তমূলক বলে ।যেমন ধরুন একটি সমযোজী যৌগে ৪ টি মুলক আছে । এখন বিষম ভাঙনের ফলে ৩ টি মূলক আলাদা হয়ে নতুন একটি যৌগ গঠন করল । তাহলে অন্য মূলকটির কী হবে ? এ মূলককেই বলা হয় মুক্তমূলক । মুক্তমূলকগুলো খুবই সক্রিয় হয় । তাই বন্ধন ভাঙার সাথে সাথে প্রকৃতির বা তার আশেপাশের অন্য কোন মৌল বা যৌগের সাথে বিক্রিয়া করে অন্য যৌগ গঠন করে ।এর কাজ হল অন্য কোন আয়ন, অণু বা মূলকের ক্ষতি অর্থাৎ তার থেকে ইলেকট্রন নিয়ে নিজে পূর্ণতা লাভ করে ওই আয়ন, অণু বা মূলকের ক্ষয় সাধন করে।

অধ্যাপক ব্লাঙ্কসবি বলেন,মুক্তমূলকের কারণে আমরা বৃদ্ধ হই,আমরা জরাক্রান্ত হই আর সময়ের সাথে আমাদের আয়ত্তের জিনিসপত্র গ্রাস করে নেয়। এর ফলে আমাদের গাড়ির রং থেকে শুরু করে দড়িতে কাপড় টাঙ্গানোর সুতায় রাখা ক্লিপ ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়। এই গবেষণার প্রাপ্তি আমাদের নিয়ন্ত্রিতভাবে ও আধুনিক এবং আরও সুবিধাজনকভাবে মুক্তমূলক ব্যবহারের জন্য দিশারী হবে।

“মুক্তমূলকের একটু কুখ্যাতি রয়েছে কারণ এদের সক্রিয়তা অসাধারণ আবার কিছু ক্ষেত্রে বাছ-বিচারহীন। উদাহারনস্বরূপ বলা যায় মুক্তমূলকের অনিয়ন্ত্রিত বর্ধন দেহের বিভিন্ন প্রয়োজনীয় জৈবীয় অণু( আমিষ,ডি.এন.এ.) এর ক্ষতি সাধন করতে পারে। এর ফলস্বরূপ ক্যান্সার হতে পারে”।

এ গবেষণার একটি অংশ হিসেবে সম্পন্ন করা হয় কোয়ান্টাম রাসায়নিক হিসাব। এ হিসাব এ বিষয়ের ইঙ্গিত দেয় যে একটি জিনিসের ব্যাপক সম্ভাব্যতা রয়েছে আর তা হল প্রকৃতি হয়তবা জৈবীয় অণুসমূহকে মুক্তমূলকের ক্ষতি হতে রক্ষার জন্য ব্যবহৃত এই পদ্ধতি ব্যবহার করে থাকতে পারে। আর এর পথ ধরেই হয়তো অমরত্ব পেতে পারে মানুষ ।

Level 2

আমি অরিন্দম পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 316 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানসিক ভাবে দূর্বল । কোন কাজই কনফিডেন্টলি করতে পারি না , তবুও দেখি কাজ শেষ পর্যন্ত হয়ে যায় । নিজের সম্পর্কে এক এক সময় ধারণা এক এক রকম হয় । আমার কোন বেল ব্রেক নেই । সকালে যে কাজ করব ঠিক করি , বিকালে তা করতে পারি না । নিজের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তথাস্তু!

মানুষ অমরত্ব পাবে ?? হাসব না কাঁদব ???
কোন প্রাণীর পক্ষে অমরত্বলাভ সম্ভব না… … …

না বুঝে একটা আবালের মত কমেন্ট দিলেন । বিজ্ঞানীরা তো বলে নি যে মানুষ অমরত্ব পাবে । বলেছে যে অনেকগুলো সম্ভবনার উপর এই থিওরিটা দাড়িয়ে আছে । আগে ভাল করে পড়েন , তারপর কমেন্ট । আমি কোন গাজাখুড়ি গল্প বলি নি যে আপনি হাসবেন বা কাদবেন । প্রত্যেকটা কথা যুক্তির উপর দাড়িয়ে আছে ।

    @অরিন্দম পাল: ভাই, “আবালের মত কমেন্ট” মানে ?? আপনার টিউনার পাতায় গিয়ে দেখলাম যে ১ বছর ২ মাস ধরে আপনি টেকটিউনসের সাথে আছেন, তো এই সময়ে এই শিখলেন ? ওনার কথা আপনার পছন্দ হয়নি ভালো কথা, তাই বলে এরকম শব্দ ব্যবহার করার প্রয়োজন দেখছি না !!

@রুমার ভাই, এমন ব্যবহার করার জন্য আমি দুখখিত । পরবর্তীতে আশা করি এমন আর হবে না। আসলে উনার সাথে অন্য একটা বিষয়ে একটু কথা কাটাকাটি হয় । এতেই উনি আমার পোষ্টএ এসে ভুলভাল বকতে থাকেন । মেজাজ টা কন্ট্রোল করতে পারি নি ।

কোন প্রাণীর পক্ষে অমরত্বলাভ সম্ভব না

ভাই , সম্ভব কী সম্ভব না সেটা বিজ্ঞান বুঝবে । অতীতে অনেক কিছুই সম্ভব ছিল না । কিন্তু বর্তমানে সম্ভব হয়েছে ।

সম্ভব না, হ্যান না ত্যান না মুখস্ত বুলির ত্যানা না পেচিঁয়ে দয়া করে কেন সম্ভব না তা বিজ্ঞানের দৃষ্টিতে যুক্তি-সহকারে বলতে পারলে বলেন। নাহলে অঝথা কমেন্ট করাটা বিবেচকের পরিচয় বহন করে না।

বিজ্ঞানের সাহায্যে আমরা যতোই কোন বিষয়কে ভালোভাবে বুঝতে শিখছি ততোই নতুন নতুন সম্ভবনার দুয়ার খুলছে। আমরা ধীরে ধীরে যখন সেই বিষয়টিকে রপ্ত করে কন্ট্রোল করতে পারছি। তখনই আগের অসাধ্য সাধন করা সম্ভবপর হয়ে উঠছে।

ভালো একটি লেখা শেয়ার করবার জন্যে লেখককে ধন্যবাদ।

অরিন্দম পাল, বাছা এইবার বোঝা গেল তোমার বিজ্ঞানের দৌড়। ০.০০০০০৯৫৬৫ cm/year. ভালোই দৌড়ায়া যাও। তয় আমি সাইন্সের লোক না, আর্টসের। কিন্তু অমরত্ব আর দীর্ঘ জীবনের পার্থক্য ভালোই বুঝি। সাইন্স বড় জোর দীর্ঘ জীবন দানের চেষ্টা চালাতে পারে। অমরত্ব না। ব্যাকগ্রাউন্ডে প্লাজমা রশ্মি ধরলে “ফ্রি র‍্যাডিকেলের গতিবিধি নিয়ন্ত্রণ” করা যাবে বলে মনে হচ্ছে না। বিজ্ঞান এবং ফাইজলামী এই দুইটারই সীমা আছে। আর “কে আবাল আর কে বালস্য বাল” তা এই খানে না নির্ধারন করলেও চলবে। সর্বত্র নোংরামি ছরানো ঠিক না।

মানুষ একমাত্র মরে গিয়ে অমরত্ব পেতে পারে, তাও সাহিত্যে। যেখানে পৃথিবীরই বাঁচার সম্ভাবনা ক্ষীন, পুরো ইউনিভার্স কয়দিন টেকে কে জানে। অমরত্ব শব্দটা একান্তই সাহিত্যের,,,,বিজ্ঞানে এর ব্যবহার ভুল।

Level 0

prithibite sob kichu nossor, so omorotto kokhonoi possible na.

অরিন্দমদা, আমি কি আপনার কোন ক্ষতি করেছি ?? আমার জানামতে করিনি…… তবে আপনি কেন এমন করলেন ভাই ???
আমার টিউন এখন অচল হয়ে আছে, কোন কমেন্ট – লাইক সব নষ্ট … … … যাই হোক; হয়ত টেকটিউনসে আর টিউন করব না ।

আপনার জন্য রইল শুভকামনা, এগিয়ে যান । । ধন্যবাদ …

একটা সিম্পল জিনিস বুঝেন না ? যখন মুক্তমূলক সৃষ্টির প্রত্রিয়া সম্পূর্ন ভাবে নিয়ন্ত্রণ করা যাবে তখন আবার আয়ু বেশী বা কম হওয়ার কথা আবার কেন ? আপনি যে কথা বলেছেন তা তো এ প্রক্রিয়া আংশিক নিয়ন্ত্রণ করার বেলায় খাটে । আর পৃথিবী ধ্বংসের কথা ? হা হা হা হা !!!!! পৃথিবী যদি খুব দ্রুত ধংস হয়ে যায় তা হলে তো এসব কথা খাটছেই না । বিজ্ঞানীরা তো আর এসব কথা ভেবে আবিষ্কার করেন না । নিউটন যদি ভাবতেন , পৃথিবী ধংস হয়ে যাবে তাহলে আর এসব আবিষ্কার করে কী করব ? সেটা তো হাস্যকর । আর ভাই @ βℓąȼЌ ďяąǥ๏ɲ , আমি আপনার কী করেছি সেটা ঠিক বুঝতে পারলাম না । একটু খুলে বলুন । আর আমার কারণে আপনার টিউন অচল হবে কেন ? আমি তো এ সম্পর্কে কিছুই জানি না ।

Level 0

@βℓąȼЌ ďяąǥ๏ɲ, @অরিন্দম পাল, @শোভন: আসুন, সবাই একটি চমৎকার কপি-পেস্ট দেখে আসি। দেখতে ভালোই লাগবে।
https://www.techtunes.io/tech-talk/tune-id/234831#comment-454120