আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষণাগার !!!!

                                    

                                   বিসমিল্লাহির রহমানির রাহিম 

সবাইকে ছালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্র টিউন । এই টা শুধু যারা science এর student  তাদের জন্য । হ্যা আপনি

"Virtual chemistry laboratory" সফ্টওয়ারটি  দিয়ে

 আপনার কম্পিউটারকে বানিয়ে ফেলুন রসায়ন গবেষণাগার।

 

এটা খুব ভাল একটি সফটওয়্যার। এর সাহায্যে আপনি যে যে কাজ গুলো করতে পারবেন, তা হল-
১। আধুনিক পর্যায় সারণীর জনক মেন্ডেলিফ কতৃক আবিস্কৃত সকল মৌল এর ছবিসহ বর্ণনা , ইতিহাস , মৌলের সংকেত, পারমানবিক সংখা, ভর,গলনাংক,স্ফুটনাংক,আইসোটপ,পারমানবিক তেজ্সক্রিয়তা দেখতে পাবেন।
২। দ্রবণীয় ও অদ্রবণীয় মৌলের তালিকা এবং মূলকের তালিকা খুব সুন্দর ভাবে ছক আকারে দেওয়া আছে।
৩। সক্রিয়তা অনুসারে মৌল সমুহের পর্যায়ক্রমিক শ্রেণীবিন্যাস করা হয়েছে।
৪। ধাতু, অধাতু,এসিড,লবন ইত্তাদির বিভাগে অন্তর্ভুক্ত মৌলসমূহের সুদৃশ্য ছক তুলে ধরা হয়েছে।
৫। রসায়ন বিষয়ে যে কোন শব্দ সার্চ করার ব্যবস্থা করা হয়েছে।
৬।এই সফটওয়্যার দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। সফটওয়্যার আপনাকে কতগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনাকে নিদির্ষ্ট সময়ের মধ্যে জবাব দিতে হবে। তারপর আপনাকে প্রাপ্ত নাম্বার দেওয়া হবে।
৭। আপনি ভিন্ন ভিন্ন মৌলের সাথে বিভিন্ন বিক্রিয়া ঘটাতে পারবেন, এর ফলাফল আপনাকে সমীকরণ আকারে দেখিয়ে দিবে।
৮। আপনি এখানে অনুশীলন করতে পারবেন। তবে ভুল মৌলের সাথে বিক্রিয়া করালে আগুন ধরে যেতে পারে।
৯।এর সাহায্যে আপনি বিভিন্ন মান বিভিন্ন রূপে কনভার্ট করতে পারবেন।
১০।আপনি যে অনুশীলন করেছেন বা যা শিখতে পেরেছেন তার ফলাফল এবং অভিজ্ঞতা ডায়রীতে লিখে রাখতে পারবেন।
১১।এখানে একটা ক্যলকুলেটর পাবেন। যা দিয়ে হিসাব করতে পারবেন।
১২।এর ইন্টারফেসটা খুব সুন্দর, আপনি ইচ্ছা করলে বিভিন্ন কালার দিয়ে পরিবর্তন ও করতে পারবেন।
১৩। কাজ করার জন্য আপনি টেস্টটিউব,বুন্সেন বার্নার, পিপেট, কাচনল ইত্তাদি পাবেন।

  • ছবিগুলো দেখুন:

  •  

     

     

                                             

     

    আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এতে কি কি আছে.

    আর ইনস্টল করার পরে আর ও অনেককিছু দেখবেন ও বুঝে যাবেন আশা রাখি  । দেরী না করে বলবো যারা science নিয়ে আছেন   তারা সংগ্রহে রাখুন..............ধন্যবাদ সবাইকে।

                                                                          

                                  

     সাপোর্ট করবেঃ  Windows NT / 2K / XP / Vista / Win 7

    সফ্টওয়ারটির size:Mb 10.6

                                              

    Level New

    আমি স্বপ্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    আমি ____________স্বপ্না। আপন মনে মেতে উঠি প্রযুক্তির সুরে,তাই তো আমি প্রযুক্তির প্রেমে নিবন্ধীত হলাম.এই প্রযুক্তির সুরের সাথে সুর দিতে চাই............


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    download হচ্ছে। বিস্তারিত পরে বলব। সফটওয়্যার টা ১০ মেগাবাইট, ১০ মিনিট লাগবে ডাউনলোড হতে।

    সফটওয়্যারটি দারুন :)। শুধুমাত্র আধুনিক পর্যায় সারণী সম্বলিত কোন সফট আছে কি?

    জটিল জিনিস, অনেকব অনেক ধন্যবাদ আপনাকে। আমার খুব কাজে আসবে এটা।

      লিখার সময় ভাবছিলাম তোমার ,আলমাস,ও ফাগুন রেইনের খুব কাজে আসবে । ধন্যবাদ ।

    nice tune.

    ওরে চরম ….. যখন স্কুলে পড়তার তখন এই টিউনটা অনেক কাজে লাগত …… রসায়ন ভালো লাগলেও আমি রসায়ন থেকে অনেক দূরে এখন 🙁

    আমি ডাউনলোড করছ…………
    তবে ব্যবহার করব না।
    কারন আমি science কম বুঝি।
    Thanx………… 😀

    আমি ডাউনলোড করছি…………
    তবে ব্যবহার করব না।
    কারন আমি science কম বুঝি।
    Thanx………… 😀

    ধারুন ধন্যবাদ

    রসায়নের কথা শুইনাই বুক দুরুক দিয়া উঠছে কারন এইডা সৃজনশীল ! রসায়ন স্যারের কথা ডান কান দিয়া ডুইকা বাঁ কান দিয়া বাহির হইয়া য়ায়। তবে মনে এইটা একটু উপকার আসবো।

    ধন্যবাদ আপনাকে।

      বোন আপনাকে বলছি, আমার কমেন্টের প্রথমটি কেটে দিলেন কেন? 🙁 আমিতো আপনাকে কিছুই বলেনি কেবল বিসমিল্লাহির রহমানির রাহিম ঠিক করতে বলেছি মাত্র। আপনি কি জানেন কমেন্ট এডিট করার আগে অনুমতি নিতে হয়। যদি আপনার কোন সমস্যা থাকে তবে আমি আপনার টিউনে কমেন্ট করব না। এটি আমার জন্য একধরনের অপমান। 🙁

      ভাইয়া আপনি শুধু শুধু রাগ করছেন কেন ? আপনার কমান্ট পেয়ে ভুল শুধরে তার পর আপনার কমান্ট টা কেটে দিলাম.pls কিছু মনে করবেন না।

      আলমাস টিউনটি তোমাদের জন্যই করা । আমার next tune এ তোমার প্রথম মন্তব্যটা আমি দেখতে চাই । keep smiling pls…;d

    আমি সায়েন্স না, কমার্স।

    মান্ধারতার আমলে ডালো করেফেলেছি!

    পিছন ফিরে যাই যেন আমি এক ছাত্র।
    ধন্যবাদ অতীত অনুভুতিকে জাগিয়ে দেয়ার জন্য।
    …………….ধন্যবাদ আপনাকে:D

      ধন্যবাদ সুন্দর কমেন্টসটির জন্য ।

    Level 0

    kono ros nai

    দারুন…. নিজের না লাগলেও ভাই ব্রাদারদের দেয়া যাবে………ধন্যবাদ

    many many thanks.

    ধন্যবাদ। কাজের জিনিষ।

    Sorry Install করে ফেলছি….

    Level 0

    মনে হয় কাজের জিনিস। ডাউনলোড করিনি তবে করছি। আমার জন্য মনে হয় ভালই হবে। কারণ আমি একজন শিক্ষক। এবং বিজ্ঞানের ছাত্র/ছাত্রীদের পড়াই। আলমাস তুমি বলেছো রসায়ন সৃজনশীল তাই কঠিন। আসলে সৃজনশীল হওয়াতে অকে কিছু শেখা যাবে। যাই এরকম সফটওয়ার আরো জানা থাকলে টিউন করার জন্য অনুরোধ করছি। আমার জানামতে www,mcqexam.com থেকে এস.এস.সি পরীক্ষার সকল নৈর্ব্যত্তিক পরীক্ষার প্রস্তুতি নেওয়া যেত কিন্তু এ বছরই কর্তৃপক্ষ কেন বন্ধ করেছে জানিনা। তবে এরকম কারো ঠিকানা জানা থাকলে প্রকাশ করার জন্য অনুরোক করছি।

    স্বপ্না আপু আমার Lappy তে ইন্সটল হচ্ছে না, error মেসেজ আসে মানে সফটওয়ার corrupted 🙁

      Anti virus থাকলে তা বন্ধ করুন। তারপরও একটা error দেখাতে পারে তা ignore করুন দেখুন কাজ হয়ে গেছে।

    ভাল লাগলো অনেক।আবারো কেমিস্ট্রি কেচাল :p।নতুন করে পুরনো জিনিস দেখা হল।টিউনটা ৩বছর আগে পেলে অনেক লাভ হতো।lolzzz….
    ধন্যবাদ স্বপ্না আপুকে :D।আমার মনে হয় যারা Science পড়ে না,তারাও এটা থেকে অনেক Idea নিতে পারবে। 😉

    খুবই ভাল একটি টিউন।ধন্যবাদ।

    ধন্যবাদ

    আমার ছোট ভাই পেয়ে তো মহা খুশি।

    সুন্দর টিউন । সফটওয়ার টা কাজে লাগবে। ধন্যবাদ।

    chemistry is one of my favourite subject. so many many thanks to u apu…………i am going to use it now……………

    Level 0

    জব্বর জিনিষ……………… অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    Thanks for u’r tune. pls give u new chemistry tune

    Level 2

    Windows 7 এ রান করতে পারছি না। Error message আসে। Message টি “Cannot connect to database server! Please, make sure it is running properly”. আমি সম্মান ৪র্থ বর্ষের রসায়ন বিভাগের ছাত্র, আমার সফটওয়্যার টি খুবই দরকার।