প্রথমবারের মতো কার্বন দিয়ে তৈরি হলো সোলার প্যানেল

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একদল গবেষক কার্বন দিয়ে এমন এক সোলার প্যানেল তৈরি করেছেন যা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এরই মধ্যে সোলার প্যানেলের ১৪টি সারি বসানো হয়েছে। যা থেকে তৈরি হচ্ছে ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ। পুরোপুরি কার্বনের তৈরি এ সোলার প্যানেল আবিষ্কার করেছেন এখানকার কয়েকজন শিক্ষার্থী ও গবেষক।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী মাইকেল ভসগুয়েরিশিয়ান বললেন, “আমরা মূলত কার্বন ন্যানোটিউব, গ্রাফিন আর ফুলারেন্স দিয়ে এই সৌর কোষ তৈরি করেছি। এর আগেও কার্বন ব্যবহার করেছে অনেকে। তবে ইলেকট্রোড তৈরির বেলায় তারা সাধারণগুলোই ব্যবহার করেছে। আমাদের ইলেকট্রোডগুলোও কার্বনের তৈরি। তাছাড়া, গতানুগতিক প্যানেলে ব্যবহৃত পদার্থগুলো নমনীয় নয়। আবার ব্যয়বহুলও বটে। আমাদেরগুলোর সে সমস্যা নেই”।

তবে এ সোলার প্যানেলটিতে একটি সমস্যা থেকেই গেছে। কার্বনের তৈরি এ সোলার প্যানেলটিতে এখন মাত্র এক শতাংশ সূর্যের শক্তি বিদ্যুতে রূপান্তরিত হচ্ছে। বাকিটা কোনো কাজেই আসছে না। আর তাই সৌর কোষের আকৃতি পরিবর্তনের কাজ চলছে ।

অন্যদিকে কনডাকটিভ পলিমার ব্যবহার করে কিছুটা কম খরচে সোলার প্যানেল তৈরি করছে স্ট্যানফোর্ডেরই আরেকদল গবেষক। খরচ কমানোর চেয়ে কার্যকারিতা বাড়ানোই তাদের উদ্দেশ্য। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল ম্যাকগিহি বললেন, “এই মুহূর্তে সবচেয়ে কার্যকর সোলার প্যানেলটির কার্যকারিতা হলো মাত্র ১২ শতাংশ। আর এটা টিকবে মাত্র ৬ বছর। আমরা চেষ্টা করছি কার্যকারিতা ১৫ থেকে ১৬ শতাংশে নিয়ে যেতে”।

কনডাকটিভ পলিমারের নানা গড়নের সোলার প্যানেল বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে কলমের মধ্যেও চলে গেছে। যা দিয়ে অনায়াসে চার্জ দেয়া যাবে মোবাইল ফোন। তবে সত্যিকার অর্থে বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা খুঁজছেন এমন একটা উপাদান, যা থেকে একদিকে সূর্যের শক্তির অপচয় হবে না, অন্যদিকে বিদ্যুতও তৈরি হবে বেশি।
[ বিঃদ্রঃ - টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে http://www.sciencetech24.com এ ]

Level 0

আমি এন.সি.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

””’ থেকে তৈরি হচ্ছে ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ”” আপনার ধারনা আছে ৭,৪ MW পাওয়ার কতটুকু । যাই হোক সোলার প্যানেল এর ইফিসিয়েন্সি অনেক কম এটা বাডানো অনেক বেসি জরুরি জানেন ক্যালকুলেটর এর সোলার যেই প্যানেল থাকে তার দক্ষতা ১-২% এর মত ।