টাইম মেশিন আবিষ্কৃতঃ দাবি ইরানের তরুণ বিজ্ঞানীর

সম্প্রতি ২৭ বছর বয়সী ইরানের তরুণ বিজ্ঞানী আলী রাজেকি ‘টাইম মেশিন’ উদ্ভাবন ও নিবন্ধনের দাবি করেছেন। তিনি এমন একটি যন্ত্র উদ্ভাবনের দাবি করেছেন, যা ব্যবহার করে কোনো ব্যক্তি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে।

কমপক্ষে পাঁচ বছর এবং সর্বোচ্চ আট বছর পরে কী হবে, সে সম্পর্কে যন্ত্রটি প্রায় নির্ভুল তথ্য দেবে বলে আলী রাজেকি দাবি করেছেন। তার দাবি, অনেকগুলো জটিল গণনাপ্রণালীর মাধ্যমে যন্ত্রটি ৯৮ শতাংশ সঠিক তথ্য দিতে সক্ষম। যন্ত্রটি স্পর্শ করার সাথে সাথে যন্ত্রটি স্পর্শকারীর ভবিষ্যত তথ্য সম্বলিত একটি প্রিন্টেড কপি দেয়।

আলী রাজেকির দাবি। “এ মেশিনটি কোন দেশের ভবিষ্যতের কোন অপ্রাত্যাশিত ঘটনার বছরও অবলিলায় বলে দিবে “। তবে বর্তমানে কথিত এই টাইম মেশিনের বাণিজ্যিক উৎপাদন না করার কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ” আমরা এখনই এটির প্রটোটাইপ চালু করছি না, এতে চিন এ যন্ত্রের আইডিয়া চুরি করতে পারে। দেখা যাবে, এক রাতেই তারা কয়েক কটি যন্ত্র তৈরি করে ফেলেছে!”

তবে কথিত এই টাইম মেশিনের জন্য আমাদের আরও পাঁচ থেকে আট বছর অপেক্ষা করতে হবে, যাতে মেশিনটির বর্তমানের ভিবিষ্যত বাণী সত্য হচ্ছে কি না তা নিরূপণ করা যায়। যেমনটা আগে বলা হয়েছে, এই মেশিনটি সর্বোচ্চ আট বছর পরে কী হবে তা বলে দিতে সক্ষম।

তবে ইরানের বিজ্ঞান,গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী মুহাম্মদ মেহদিনেজাদ নুরি রাষ্ট্রীয় উদ্ভাবন কেন্দ্রে ‘টাইম মেশিন’ নিবন্ধনের খবর নাকচ করেছেন। তিনি বলেন, “যে কেউ বৈজ্ঞানিক উদ্ভাবনের দাবি করতে পারেন। কিন্তু দেশে এ ধরনের উদ্ভাবন নিবন্ধনের জন্য সুস্পষ্ট আইনি প্রক্রিয়া আছে এবং নিবন্ধনের জন্য বৈজ্ঞানিক প্রমাণপত্র প্রয়োজন হয়”।

বিঃ দ্রঃ - টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে http://www.sciencetech24.com -এ

Level 0

আমি এন.সি.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই আমার ৮ বছর পরে কি হবে সেটা জানা দরকার নাই। খালি ৮ মিনিট পর কি হবে সেটা জানলেই ফরেক্স করে রাতারাতি বড়লোক হয়ে যাব,,,,,,,,,,!!! :(-

Level 2

🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

আমার একটা লাগব!!!আমি দেইকবার চাই,আগামী আট বছর পরে,টিটি আর সামুর অবস্থা কিরাহাম অইব 🙂

moja pailam ….eta nivondon pabe bole mone hoy na….r eta 5 bocor er ager kotha bolte pare na karon eta somvabbota er upor. vitti kore toiri…somvabbota er khetre coto khato jinish hiseb korle ta sothik hoy na..kintu long time othoba sonkha nea korle ta sothik hobar chance 90 % er upor….bigganira eto gadha na j etake time machine nam dea dibe…:P

Boo…!!!

USA ar matay hat dibe….

Level 0

BOGUS

বিশ্বাস হয়না। একমাত্র আল্লাহ ছাড়া ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানার কথা নয়।আমার কাছে এটা ফালতু মনে হয়েছে।

এসব মেশিন কখনো সুসংবাদ দিতে পারবে না।পারবে শুধু দুঃসংবাদ দিতে,আর মানুষের মনে কৌতুহল জাগাতে।

Level 0

Amar gf k dekte cai.k hobe amar gf ?

Level 0

I CANT BELIEVE IT MAN. online seo teaching

মানুষ এস্ট্রলজির মাধ্যমে ভবিষ্যৎ জানতে পারে। ভবিষ্যৎ জানাতে পারলেই তাকে টাইম মেশিন বলা যাবেনা। টাইম মেশিন হচ্ছে সেই মেশিন যা কোন বস্তুকে অতীতে বা ভবিষ্যতে নিয়ে যেতে পারবে। আর কোরআন শরীফে কোথাও
বলা নাই যে আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎ জানতে পারবেনা। বলা আছে ” আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎ জানতে পারবেনা যদি না আল্লাহ কাউকে জানান ” ।