আগামী ১০০০ বছরে মানব জাতির অস্তিত্ত্ব থাকবে না

শূন্য ত্বরণের অভিজ্ঞতা নেয়া বিখ্যাত তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং তার পুরোটা কর্মজীবন মহাবিশ্বের অলংকরণে নিয়োজিত রেখেছেন। সম্প্রতি তিনি বলেছেন, স্থানের অনবরত প্রসারণ মানব জাতির জন্য মোটেও সুখকর সংবাদ নিয়ে আসবে না।

৭১ বছর বয়সী হকিং জানিয়েছেন, তিনি মনে করেন, আগামী ১০০০ বছরে মানব জাতির অস্তিত্ত্ব থাকবে না, যদি না তারা নশ্বর এ পৃথিবীর বিকল্প খুঁজে পায়। ইংরেজ এই পদার্থবিদ গত মঙ্গলবার সিডার্শ সাইনাই মেডিক্যাল সেন্টারের ডাক্তার ও নার্সদের এক সমাবেশে  এ কথা বলেছেন। সে সময় তিনি একটি স্টেম সেল ল্যাবরেটরি উদ্ভোধন করেন।

আজ থেকে ৫০ বছর আগে স্টিফেন হকিং ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় মটর নিউরন নামের এক নিউরোলজিকাল রোগে আক্রান্ত হন। এর ফলে তার পুরো শরীর অচল হয়ে গেলেও সফলতার সাথেই তিনি তার পড়াশুনা চালিয়ে যান এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। শুধু তাই-ই নয়, তিন বেশ সফলভাবেই তার গবেষোণা কর্ম চালিয়ে এসছেন এবং নিজেকে পদার্থবিদ্যার এক শক্তিমান বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, ‘আপনি যদি কখনো বুঝতে পারেন মহাবিশ্ব কিভাবে পরিচালিত হয়, তবে আপনি নিজেই তা কোন না কোনভাবে পরিচালনা করতে পারবেন”।

স্টিফেন হকিং কৃষ্ণ গহ্বর (ব্ল্যাক হোল) ও কসমসের উৎপত্তি তত্ত্ব প্রদানের জন্য বিখ্যাত। এছাড়াও তাঁর বিখ্যাত বই ‘অ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম’-এর মাধ্যমে পদার্থবিদ্যার  রহস্যময় ভরের ধারণা তাঁকে এনে দিয়েছে পদার্থবিদ্যার অন্যতম সেরা বিজ্ঞানীর খেতাব। বইটি সারা বিশ্বে প্রায় ১ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। সিডার্শ সাইনাই মেডিক্যাল সেন্টারে তাঁর ১ ঘন্টাব্যাপী দীর্ঘ বক্তব্যকে ‘অ্যা ব্রিফ হিস্ট্রি অব মাইন’ বা ‘আমার সংক্ষিপ্ত ইতিহাস’ বলে নামকরণ করেছেন।

তিনি বলেন, “জীবন যতোই কঠিন হোক না কেন, সফল হওয়ার মতো অনেক কিছুই করার আছে”।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা স্টিফেন হকিং-কে  তার কর্মের জন্য ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম’-এ পুরষ্কৃত করেন।

বিঃ দ্রঃ - টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে http://www.sciencetech24.com -এ

Level 0

আমি এন.সি.। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তার সূত্রের মাধ্যমে যদি মানব জাতির কোন কল্যাণ হতো তা হলে আল্লাহপাক তার এই অবস্থা করতেন না। সব চেয়ে বড় কথা হলো আল্লাহ নামে যে একজন সৃষ্টিকর্তা আছে তিনি তা বিশ্বাস করেন না তিনি একজন নান্তিক। আর নাস্তিকের কথার দাম মুসলমানের কাছে ভিত্তিহীন। আল্লাহ জানেন কবে পৃথিবী সৃষ্টি হযেছে এবং তিনি জানেন পৃথিবীর আয়ু আর কত টুকু আছে।

Level 0

Jnjaman ভাই।অাপনার কথা সুনে লজ্জা লাগলো।অাপনার সবটুকু খুজে দেখুন সবখানেই নাস্তিকের ছোয়া।এমন কি যে কম্পিওটার দিয়ে লিখছেন সেটাও নাস্তকের হাতের।সব কাজে নাস্তিক অাস্তিক না খুজে মানুস খুজতে শিখুন।এইসব নাস্তিক বিশ্বকে অাপনার অামার চেয়ে অনেক বেশি দিয়েছেন।এরপরও যদি নাস্তিক খুজতে ইচ্ছে করে তবে নাস্তিকের সব কিছু অবদান বাদ দিয়ে অাসবেন।

    @azad22502: ভাই কিছুই বলবোনা, শুধু বলছি “আপনার কথা শুনে প্রচন্ড লজ্জা লাগলো । “

    Level 0

    @azad22502: আপনার কথা শুনে আমার ও লজ্জা লাগল কারন আপনি নাস্তিকদের যে সাফাই গাইলেন জনিনা আপনি বিঃমু না মুঃ । মনে রাখবেন এই পৃথিবীতে বিজ্ঞান মুসলমানদের হাত ধরেই এসেছে। ইতিহাস দেখেন স্বাক্ষী দেবে।

বিজ্ঞানীর সব তত্ত্বই ঠিক নয় তা ষ্টিফেন হকিং এর বেলায় বোঝা যায়।

azad22502 আপনি আস্তিকদের সব অবদান বাদ দেন তাহলে হয়ত বুঝতে পারবেন কার অবদান কতটুকু । যে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায় তাকে ঘৃণা করি।

Level 0

Mulimdar ai akta somosa ja sobkechutai dormonea tana. Bortomana jonosoka ja vaba barcha at fola to karbondi okside o barcha. Sahatu prethebe 1000 ar modha manus ar ostuto na o thakta para.

    Level 0

    @satodas: মুলিমদের না মুসলিমদের বুঝালেন বুঝলামনা মনে রাখবেন মৃত্যুই শেষ না আর একটা জীবন আছে যেটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে। দুনিয়ার সব কর্মকান্ডের হিসাব ঐ সৃষ্টিকর্তার নিকট দাখিল করতে হবে। পৃথিবীর শুরু থেকেই ধর্ম দ্বারা চালিত, তাই আমি মনে করি সব কিছুতেই ধর্মের চর্চা থাকা উচিত নাস্তিকরা কুরআনের তত্ত্ব দেখে রিসার্স করে আমাদের মাঝে প্রকাশ করে, আর আমরা ভাবি আহা কত বড় বিজ্ঞানী সে। নাস্তিকদের বিশ্বাস নেই বলেই তারা সৃষ্টিকার্তার সৃষ্টি নিয়ে রিসার্স করে, তত্ত্ব প্রমানীত হলেও অন্তরে তাদের বিশ্বাস স্থাপন হয় না। মুসলমানের কোন প্রমানের দরকার নাই কারন তিনি জানেন আল্লাহ এক তিনিই সব কিছুর সৃষ্টিকার্তঅ।

Level 0

উনার অস্তিত্ব আর কতদিন থাকবে তা বের করতে পেরেছেন কি ?

Level 0

torke jorate chai na. kintu comment na koreo parlam na. ami akta rule khub follow kori. kokhonoi science ar god er alochona aksathe na kora.

Science holo setai jeta proman kora hoyeche. abar amon onek kichui ache jeta bastob kintu proman kora jay ni. Science support na korle jara bole eta obastob tara vul bole kichu kichu khetre. Nisondehe ini akjon boro biggani. kothata bolechen present science situation er upor vitti kore. kintu 1000 bochore prithibir scince kothay jabe ta keu bolte pare na.

ghotona jai ghotuk tar karon obbosi amader jana dorkar. amra prottekei akdin mara jabo, kintu ki karone mara gelam eta jodi keu na jene more jay seta sotti durvaggo jonok.

Level 0

ভাই আমার মন্তব্বে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।আমি ধর্ম কে ছোট করেও কিছু বলি নি কিম্বা আমার স্রস্টা কেও ভুলে যাইনি।Jnjman ভাই আমার ধর্ম নিয়েও প্রশ্ন তুলে ফেলেছেন।যাই হোক আমি বলতে চেয়েছি যে সব কাজে ধর্ম না টানলেই কি আমাদের চলে না।ভাই একজন মুসলিমের ধর্ম নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করেছেন তাতে আপনার ঈমানের কি ক্ষতি হল এটা জানার জন্য আশা করি সহিহ হাদিস সমূহ পড়ে জানবেন।
সবার পড়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে “সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই”।যদি আপনি আমার সাথে একমত না হন তবে আপনি যা খুশি বলতে পারেন।আমার কাছে সবসময় মানুষ ই বড় সে যে ধর্মেরই হোক না কেন??আমি রসায়নের ছাত্র তাই আমাকে বিজ্ঞানের ইতিহাস শেখানোর প্রয়োজন দেখছিনা।বিজ্ঞানের এই শাখাটিতে মুসলিমদের অবদান সবচেয়ে বেশি।

Level 0

jnjaman ভাই পৃথিবীর প্রথম বিজ্ঞানির নাম থেলিজ।আপনার কি আরও প্রশ্ন আছে যে বিজ্ঞান কার হাত পৃথিবী তে আসছে??আপনি কতজনের পড়ে একজন মুসলিম কে দেখাবেন??মুসলিম বিজ্ঞানিদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছেন ইবনে সিনা তিনিও আরিস্ততলের বই পড়েই বড় হয়েছেন।আপনি ইতিহাস পড়ে জানাবেন।আমি বলছিনা যে মুসলিমরা কোন অবদান রাখে নি।কিন্তু আমরা আজ বিজ্ঞানের যে কাঠামোতে দারিয়ে সেটাতে গ্রীকদের অবদান সবচেয়ে বেশি।জানতে হলে পড়ে আসুন।না বুঝে বা জেনে তর্ক করবেন না আশা করি।

আপনাদের একটা কথা বলি । আল্লাহ আমাদের জানতে বলেসেন আমাদেরকে আরও শিখতে বলেসেন।তাই আমাদের এসব জানা উচিত।এখানে কাওকে নাস্তিক বলা কুফরি হয়…তাই দয়া করে কাওকে নাস্তিক বলবেন না।এতে অনেক গুনা হয়।মানুশ কে নাস্তিক বলার আমরা বা আপনি কে?তাই কিছু বলার আগে চিন্তা করে বলে দরকার।

    Level 0

    @tore khaisi: নাস্তিক কথার অর্থ কি? সেটা আপনারা ভালো জানেন। মানেটা কোন সৃষ্টি কর্তার উপর বিশ্বাসী না। এই স্টেফিন হকিংস, ডিসকভারি চেনেলে একটি অনুষ্ঠান করেছেন বিষয়ঃ সৃষ্টিকর্তা বলে কিছু নাই। যোগ, বিয়োগ, গুন, ভাগ করে তিনি ফলাফল শূন্য পাইছেন মানে, নাই কিছুই নাই। এখন কি বলব এই লোকটিকে।

      @Jnjaman: না ভাই নাস্তিক বলার অধিকার আমাদের নেই।

মনে কিছু নেবেন না। কথাটি চিন্তা করে দেখবেন।ভাল থাকবেন

Level 0

1.তার সূত্রের মাধ্যমে যদি মানব জাতির কোন কল্যাণ হতো তা হলে আল্লাহপাক তার এই অবস্থা করতেন না। ans:manobjaitr upokar jodi 1 inchi o na korto taile take biggani bolto na..kaji nojrul tu 40 year boyose bak haraice.tai bole ami jodi akoi kotha boli se beadob.tai allaha tare emon korce?jodi karo osuk hoe tar mane se karap?
2.। আর নাস্তিকের কথার দাম মুসলমানের কাছে ভিত্তিহীন ans:sob kicu nastiker calan…abhawar khobor,kobe jhor hobe,bristi hobe etc tu nastikder banano jontrer fol.biswas koren keno?
3.উচিত নাস্তিকরা কুরআনের তত্ত্ব দেখে রিসার্স করে আমাদের মাঝে প্রকাশ করে, আর আমরা ভাবি আহা কতবড় বিজ্ঞানী সে।ans:vai pak,ban,soudi arob,afganistan sara din utte boste quran pore..tara tu adhunik bigganer kicui abiskar korte parenai.tara sudu mara maritei besto thake.
4.ভাই পৃথিবীর প্রথম বিজ্ঞানির নাম থেলিজ। ans:prothom biggani ?ok tai bole sob abiskar tar ?se ki biman,bom,jahaj,computer,eletcrity etc abiskar korce? Apnader 1tai dos.kew kicu korle hingsai ga jole.tar upor khomota jari korte can.na parle take dhormer sate joriye nice namate can….muslim muslim vai vai..bd,afgan etc dese eke eker *** mare.thak r bol lam na

Level 0

R se nastik amader dristite..ok but tar dristite se bolbe.ami kare biswas korbo na korbo seta amar bepar.toder ki?nijera namaj poros ?ami nastikotar jonno dujoke jabo.tomar ki problem?age muslimder namaj porte sikaw..example:dhaka sohore ajan er somoy 1ta manus o ki rastai thakena ?jara thake tara sobai ki nastik?r muslim country gulate maximum hana hani,durniti legei thake.besi dure jete hobena.bd k deklei hoe..2din age pak e jongira 30ta pak army marce.tara o nastik cilo naki?

আশ্চর্য!এখানে নাস্তিক-আস্তিক,মুমিন-মুনাফিক বিষয়গুলো কেন টানা হচ্ছে?

Level 0

স্টিফেন হকিং প্রথম দিকে সৃষ্টি কর্তাকে বিশ্বাস করত এখন করেনা ভবিষতে করবে এ রমক হতে পারে।
আলকুরআনে অবৈজ্ঞানিক কথা বলা নেই। আমি যতদুর জানি মহাবিশ্ব সম্প্রসারন হচ্ছে এবং পৃথিবী ধবংশ হবে একথা আল-কুরআনে লেখা আছে। মহবিশ্ব এর একটি অংশ পৃথিবী । স্টিফেন হকিং একথা বললে আল-কুরআনের সম্মান আরো বেড়েছে যা আমরা করতে পারিনি। তবে ১০০০ বছর সম্প্রসারনের জন্য হলেও বাস্তবে যে অবস্থা মনে হয়না এত বেশী দিন লাগবে………………………

আগামী ১০০০ বছরে মানব জাতির অস্তিত্ত্ব থাকবে না, যদি না তারা নশ্বর এ পৃথিবীর বিকল্প খুঁজে পায়। Prithibee Taa’k Nosto Korche To Oray…..

Level 0

koto kichu bole ei pagol a, ekber bolsilo kono sristikorta nai, naojubillah. so kichu apna apni toiri hoy? boka lok

ক্ষমতা যদি থাকতই তাহলে আল্লাহর শক্তির উপরে উঠে এই বিজ্ঞানী নিজের দেহকেই ঠিক করতে পারতো। তবে আল্লাহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে তিনি সুস্থতা দান করেন।