আমার এটি প্রথম টিউন তাই শুরুতেই ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। নিয়মিত এই সাইট টি তে একটু ঢুঁ মারলেও কম্পিউটার সায়েন্স এ পড়াশুনা করছি বলে সময়ের অভাবে সাহস করে টিউন করা হয়ে উঠেনি। ২ দিন আগে ইমন ভাইয়ের অসাধারন একটা টিউন পরলাম “THE BLACK-WEB”: মায়াজালেঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকারজগত" এর উপর। এক কথায় অসাধারন টিউন। Deep Web সম্পর্কে কিছু জানা থাকলেও কখনো বেশী আগ্রহ জাগেনি ইমন ভাইয়ের টিউন টি পরে যতটা হয়েছে। তো এরপর ঘাটাঘাটির পর বিস্তারিত এবং কিভাবে এই জগতে প্রবেশ করতে পারেন সেই সম্পর্কে সামান্য একটু ধারনা দিতেই একি বিষয়ের উপর আবারো একটি টিউন করলাম, আশা করি বিরক্ত হবেন না।
যাই হোক, আমি এই বিষয়ে বিস্তারিত না বলে সংক্ষেপেই কাজ সারব।
The Dark Web বা Deep Web কি?
The Deep Web হল Internet এর invisible part। সোজা কথায়, এটা web এর সেই অংশ যা search engines খুঁজে পায় না, যেখানে Google ও যেতে পারে না। পরিসঙ্কখান বলে, "Deep Web represents 90% of the Internet." যেখানে আমরা মাত্র ১০% access পাই World Wide Web এর মাধ্যমে!
"The Deep Web ১৯৯৪ এ যাত্রা শুরু করে এবং এটা তখন 'Hidden Web' নামে পরিচিত ছিল। পরবর্তীতে ২০০১ এ ‘Deep Web’ নাম দেয়া হয়। কেউ কেউ অবস্য এখনো বিশ্বাস করে Deep Web এর origin মুলত ১৯৯০ এর 'Onion Routing' যা the United States Naval Research Laboratory এর হাত ধরে এসেছিল, যেটা ছিল মুলত Tor Project এর প্রথম ধাপ।
আমরা Tor (The Onion Router) এর নাম শুনেছি, যাকে বলা হয় the main portal to the Deep Web. যার সবথেকে বড় সুবিধা হল ব্যবহারকারীর তথ্য encrypts করে, রসুনের বা পিয়াজের বাকলের বিভিন্ন বাকলের স্তরের মত, এবং সেচ্ছাসেবকের মত নিজের ঝুকিতে world wide web এর কাছে তথ্য প্রেরন করে। ব্যবহারকারীর তথ্য এই পক্রিয়ার জন্য track করা একরকম অস্মভব ই বলা চলে। Tor browser এর ডাউনলোড লিংক ইমন ভাইয়ের টিউন এর টিউমেন্টে দেয়া আছে। তবে Tor browser ছাড়াও আপনি যেকোনো browser দিয়ে http://onion.to/ এই লিংক এ গিয়ে সরাসরি onion network এর সাথে যুক্ত হতে পারেন।
কিভাবে শুরু করতে পারেন?
আমার মত যারা tor এর জগতে নতুন তারা শুরু করুন এখনি.।
Deep Web এর জন্য আমার কাছে DuckDuckGo
Search ইঞ্জিন টি বেশ ভাল মনে হয়েছে। এবং এই যায়গায় আমি নিজে search দিয়া ভালই ফলাফল পেয়েছি। আপনি এইখান থেকে search দিয়ে এখনি আপনার পছন্দের content টি খুঁজে নিন। আর কিছু লিংক দেখে নিতে পারেন যদিও আমি স্লো স্পীড এর জন্য আমি নিজে লিংক ভিসিট করতে পারি নাই।
বিঃদ্রঃ আমার এই টিউনটি কেবল আপনাদের একটু পথ দেখিয়ে দেয়ার উপকরন মাত্র। আপনার আছে অধিকার জানার, জানানোর। তো এখনি ঝাপিয়ে পরুন জ্ঞানের মহাসমুদ্রে যেখান থেকে মাত্র একবিন্দু জল পরিমান অর্জন করেছি এখন পর্যন্ত!
ফেসবুকে আমি
আমি mrinmoy051। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মৃন্ময়। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ৫ম বর্ষের ছাত্র। তথ্য, প্রযুক্তির সাথে থাকতে ভাল লাগে।
খুব ভাল প্রচেষ্টা. দয়া করে চালিয়ে যান.