UK –এর ৭৭ বছরের বয়স্ক রোগী - Ronald,The Bristol Heart Institute - এ ভর্তি করা হয়েছিল Heart এর Ventricular Tachycardia নামের এক মরন ব্যাধি কারনে, যেটা পূর্বের Heart Attack এর কারনে হয়েছিল। আসলে এটা Heart এর Beat কে খুব বারিয়ে দেয়। ঠিক যেমন কতদুর দৌড়ে আসারপর বুক খুব ধরপর করে ।
ডাক্তারা কোন মতেই তার এই অবস্থা থেকে তাকে সাহায্য করতে পারছিলনা । আনেক ভেবেচিন্তে তারপর তারা heart –এর মধ্যে Alcohol ইঞ্জেকশান করার সিধান্ত নেন।
যেমন ভাবা তেমন কাজ , প্রথমে সঠিক জায়গাটি বের করে , সেখানে একটা Catheter – এর (পাইপ) মধ্যে দিয়ে Alcohol (মাদক) ইঞ্জেকশান করেন, যার কারনে ওই জায়গার Heart – এর মাংসপেশি গুলো মারা যায় , যেগুলো সমস্যা করত ।
এর ফলে Heart – এর Beat আবার Normal এ চলে আসে আর মাত্র তিনদিনের মধ্যে তিনি Hospital ছারতে পেরেছিলেন এই প্রক্রিয়ার পর।
আসলে Alcohol মানব দেহে খুবেই খতিকারক আর মৃত্যুর কারন। কিন্তু তারপরও এমন অসাধারন কাজ করে মানুষের জীবন বাঁচানোর ঘটনা খুবেই কম।
– আজ এই পর্যন্তই । আশা করি ভাল লাগবে টিউনটি ।
আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসলে একেই বলে ডাক্তার