আজ আমার 2nd টিউন । টিউনটি Ukraine-র Lugansk State Medical University–র Hostel-র থেকে করছি।
অদুর ভবিষ্যতে আপনি আপনার প্রস্রাব দিয়ে বাড়ির জেনেরেটর চালাতে পারবেন !!!
কি অবাক হলেন তাই না ? অবিশ্বাস্য হলেও সত্যি । ঘটনাটি গত মাসেরেই – ৬ November ২০১২ ।
নাইজেরিয়া , আফ্রিকার অন্নতম প্রধান দেশ এবং তৈল খানির জন্য বিখ্যাত। লেগস নামের এক শহরে চার স্কুল ছাত্রী প্রস্রাব চালিত এই জেনেরেটরটি আবিষ্কার করেছে।
এক লিটার প্রস্রাব দিয়ে ৬ ঘণ্টা জেনেরেটর চালিয়েছে তারা । তাও পরীক্ষা মূলক , বাণিজ্যিক হলে কি হবে!!
ভাবতে পারছেন একটি বার ?
যাই হক Maker Faire blog এর মতে সিস্টেমটা নিন্মক্ত প্রক্রিয়ায় চলে –
সত্যি অবাক করা তাই না ? যদিও এখনও এই প্রযুক্তি কোন রকম স্বীকৃতি পাইনি , কিন্তু অদুর ভবিষ্যতে কে জানে কি হতে চলেছে!!
আলোচনার বিষিয়ঃ
– আজ এই পর্যন্তই । আশা করি ভাল লাগবে টিউনটি ।
আমার আগের টিউনটিও দেখার অনুরধ রইল আপনাদের কাছে –
আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১ বার হিসেব করে দেখুন ১৬ কোটি মানুষের প্রস্রাবে কত হাজার ওয়াট ইলেক্ট্রিক তৈরি হবে ??