!!! প্রস্রাব দিয়ে জেনেরেটর চালান !!! Urine powered Generator !!!

আজ আমার 2nd টিউন । টিউনটি Ukraine-র  Lugansk State Medical University–র Hostel-র  থেকে করছি।

অদুর ভবিষ্যতে আপনি আপনার প্রস্রাব দিয়ে বাড়ির জেনেরেটর চালাতে পারবেন !!!

কি অবাক হলেন তাই না ? অবিশ্বাস্য হলেও সত্যি । ঘটনাটি গত মাসেরেই – ৬ November ২০১২ ।

নাইজেরিয়া , আফ্রিকার অন্নতম প্রধান দেশ এবং তৈল খানির জন্য বিখ্যাত। লেগস নামের এক শহরে চার স্কুল ছাত্রী প্রস্রাব চালিত এই জেনেরেটরটি আবিষ্কার করেছে।

এক লিটার প্রস্রাব দিয়ে ৬ ঘণ্টা জেনেরেটর চালিয়েছে তারা । তাও পরীক্ষা মূলক , বাণিজ্যিক হলে কি হবে!!

ভাবতে পারছেন একটি বার ?

 

যাই হক Maker Faire blog এর মতে সিস্টেমটা নিন্মক্ত প্রক্রিয়ায় চলে –

  • ১ – প্রস্রাব একটা ইলেক্ট্রিকসেল / তড়িৎ কোষ এ পাঠানো হয়। যেটা নাইট্রোজেন , পানি আর হাইড্রোজেনকে আলাদা করে ফেলে।
  • ২ – তারপর ওই হাইড্রোজেন পানির মধ্যে দিয়ে চালানো হয় পরিশোধনের জন্যে। এরপর এই পরিশোধিত গ্যাস সিলিন্ডারে পাঠানো হয়।
  • ৩ – এই সিলিন্ডারের গ্যাস তারপর তরল বরাক্স এর সিলিন্ডারের মধে দিয়ে আবার চালানো হয়, পূর্বের পানি দ্বারা পরিশোধিত ভেজা গ্যাসকে শুষ্ক গ্যাসে রূপান্তর করানর জন্য।
  • ৪ – আর সর্বশেষে এই শুষ্ক পরিশোধিত গ্যাস জেনেরেটরে পাম্প করান হয়। আর তখনই বাতি জ্বলতে শুরু করে !!

সত্যি অবাক করা তাই না ? যদিও এখনও এই প্রযুক্তি কোন রকম স্বীকৃতি পাইনি , কিন্তু অদুর ভবিষ্যতে কে জানে কি হতে চলেছে!!

আলোচনার বিষিয়ঃ

  • ১ – সাবধানতার কারণে পুরো পাইপ লাইনে একমুখী ভাল্ব ব্যাবহার করা হয়েছে ।
  • ২- এটাও অবশ্যই মনে রাখার বিষয় , যে হাইড্রোজেনের কারনে এটা একই সাথে  বিস্ফোরক যন্ত্র।
  • ৩ - Maker Faire blog – টিতে এটা উল্লেখ করা ছিলনা যে তড়িৎ কোষের বিদ্যুৎ কোথা থেকে এসছিল। আর কি পরিমানে বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষমতা আছে জেনেরেটরটির।
  • ৪ – বাংলাদেশের মত প্রগতিশীল দেশে এমন প্রযুক্তির খুব দারকার। তাই এখন থেকেই যেখানে সেখানে প্রসাব করার অভ্যাস ত্যাগ করাটাই বাঞ্ছনীয়। পরিবেশের  কারনে , বিদ্যুতের কারনে । কি তাইনা?

– আজ এই পর্যন্তই । আশা করি ভাল লাগবে টিউনটি ।

আমার আগের টিউনটিও দেখার অনুরধ রইল আপনাদের কাছে –

পৃথিবীর প্রথম হৃদপিণ্ড বিহীন ব্যাক্তি !!

Level 0

আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

১ বার হিসেব করে দেখুন ১৬ কোটি মানুষের প্রস্রাবে কত হাজার ওয়াট ইলেক্ট্রিক তৈরি হবে ??

    Level 0

    @paris2900: ভাই আপনার কমেন্ট খুব ই ভাল লাগলো হাসিও পেল।
    ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য

    Level 0

    @paris2900: ভাই, আমাদের দেশে যাদের ডায়াবেটিস রোগ আছে তারা পাওয়ার ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারবে বলে আশা করি 😛

    @মিথুন ভাই ধন্যবাদ টিউনটি করার জন্য

      Level 0

      @Backward: অসংখ্য ধন্যবাদ ভাই । ভবিষ্যতে আর পোস্ট করব , আর আমার ১ম টিউন দেখার আনুরধ রইল ।

Level 0

thanks @ Mithun voddah ,eta tu amader desher jonnu khoboe poroyojon =D

বহুমূত্র রোগীদের জন্য সুখবর!

    Level 0

    @শোভন: Good Idea . কিন্তু তারদের রোগ কমানো টা আগে দারকার। ধন্যবাদ কমেন্টের জন্য , আর আগের টিউন টি দেখার আনুরধ রইল।

বেশী বেশী পানি খাওয়ার অভ্যাস তৈরি হবে। কিডনি রোগ, খরাস, জন্ডিস ইত্যদি রোগ হবেনা…

    Level 0

    @মুকুল আলী: ঠিক বলেছেন ভাই । আগের পোস্ট টা দেখার আনুরধ রইল । ধন্যবাদ।

Level 0

যত মূত্র, তত বিদ্যুৎ !!!!!!!!!!! intersting post………………….

লে বাবা 😛 বাকি আর কি আছে 🙂

Level 0

পায়খানা করলে কাজ হবে না?

    @amar2008: ভাই কি কমেন্ট করলেন, হাসতে হাসতে পেট ব্যাথা ধরে গেল।

    Level 0

    @amar2008: কেন না ? Bio-gas এর কথা ভুলে গেলেন ?ধন্যবাদ কমেন্টের জন্য।

পায়খানা করলে কাজ হবে না?
YES ETA DIE AMRA VEHICLE CHALATE PARI WITH BIOGAS
হ্যাঁ আমরা বায়োগ্যাস বানাTE পাRI
SEE THIS TOILET BIKE
http://inhabitat.com/toilet-bike-neo-crazy-poop-powered-motorcycle-to-travel-across-japan/toilet-bike-neo-poo-powered-motorcycle/

    Level 0

    @AMJAD MISBA: কেন না ? Bio-gas এর কথা ভুলে গেলেন ?ধন্যবাদ কমেন্টের জন্য। আগের টিউনটি দেখার আনুরধ রইল ।

Taile prosab kinte asbe oneke. Ha ha……… ami prosab sell korbo ?

    Level 0

    @সুমন আহাম্মেদ: টাকা ইনকামের নতন আইডিয়া । ধন্যবাদ ভাই কমেন্টের জন্যে । আগের টিউনটি দেখার আনুরধ রইল ।

era je process ta babohar korche tate prosab use korar dorkar ki pani use korey to alada kora jai .

    Level 0

    @অর্জুন: খুব ভাল প্রশ্ন । কিন্তু পরিশোধিত পানি কিনতে হয় । এছারা পানি থেকে হাইড্রোজেন বের করতে অনেক শক্তির প্রয়োজন , যা এমন সাধারন প্রক্রিয়ায় করা সম্ভব না । আশা করি বুঝতে পারলেন । আগের টিউনটি দেখেও মজা পাবেন । অনেক ধন্যবাদ প্রশ্নটির জন্য ।

ভাই অর্ধ তরল পদার্থ দিয়া কিছু হবে ?

    Level 0

    @Tasnim Ahmed RiSAN: অর্ধ তরল বলতে কোন পদার্থ বঝাতে চাইছেন ? ঠিক করে বললেন হয়ত উত্তর দিতে পারতাম। ধন্যবাদ কমেন্টের জন্যে ।

Level 0

@tasnim ahmed risan vai dekhen jodi korte paren tahole amrao bolte parbo 😀
tune sundor hoise

    Level 0

    @REJWANHUQ: ধন্যবাদ কমেন্টের জন্যে। আশা করি এমন র নতুন খবর দিতে পারব আপনাদের ।

    Level 0

    @ম্যাকসন: ধন্যবাদ ভাই , আমার দুইটি টিউনেই কমেন্ট করার জন্যে ।

তাহলে এখন থেকেই প্রসাব করা বন্ধ করে দেওয়া উচিত। বাইরে কোথাও রাখলে সেন্ট ছড়াতে পারেতো তাই সবাই নিজের মধ্যেই সংরক্ষন করুন। যখন ই আমাদের দেশে এই প্রযুক্তি আসবে তখনই সবাই জমানো সব প্রসাব এক সাথে বের করে ভাসাই দিবেন। তখন বাতি মাতি সব বিদুৎ এর চাপে জলতে দিশা পাবে না।

ভালো, রাস্তাঘাটে কেউ প্রস্রাব করবে না। সবাই বোতল ভরে প্রস্রাব সংরক্ষণ করবে !!!

Level 0

মন্তব্য দেখে ভালই লাগলো, কোন আবিষ্কার কে ছোট করে দেখা ঠিক না, নতুন কিছু করে দেখান করতে পারেন কি-না।
ঠেলায় পরলে এই মুত্র আবার………………………………………………………………. মুত্র হয়।

    Level 0

    @sikor: খুব ভালো লাগলো , না হেসে থাকতে পারলামনা।

Thanks for this fantastic tune. We wants more as same as this.

Level 0

jak tahole bangladesh er biddut ghatti aber puron hober asa ase kenno na 16 koti monusher mutro ektu bashi……. 🙂

Level 0

ভাই আইডা বানামু ক্যামনে। আমি আইডা বানাতে চাই। কিন্তু আমার কাছে এত টাকা নাই।