আমি মিথুন চৌধুরী । কাল আমার ইউনিভার্সিটি এর এক ছোট ভাই হিমুর ব্লগ পোস্ট / টিউন দেখে আমিও খবু আনুপ্রানিত হয়ে আজ আমি আপনাদের কাছে আসলাম।
খবরটা আনেক আগের হলেও খুব Interesting । নিউজটা আমাদের ইউনিভার্সিটি এর Facebook Page - এ প্রথম দেখেছিলাম ।
ভদ্রলোকের নাম - Craig Lewis, বয়স 55 মার্চ ২০১১- এর ঘটনা ।
উনার হার্ট এ একটা মেজর ক্লিনিকাল প্রবলেম ছিল – যার কারনে তিনি প্রায় মৃত্যুশয্যায় । এমন অবস্তায় আমেরিকার টেক্সাস এর ২ ডাক্তার তার পাসে এসে দারান ।
তারা উনার পুরো হার্টটা ফেলে দিয়ে একটা “অনবরত পাম্প” বসিয়ে দেন।
মজার বিষয় এটাই যে পাম্পটা তারা নিজেরাই বানিয়েছেন পুরপুরি হার্ট এর মত শব্দ আর বিট করে না ।যেটা মেডিকেল সায়েন্স এর একটা নতুন দিগন্ত ।
আজ এই পর্যন্তই। মেডিকেল এর দুনিয়ার নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আবার আসার কামনা রাখি।
টিউনটা পরে ভাললাগলে কমেন্ট আশা করি।
আমি Dr.Mithun। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ei rokom tunes aro chai… chaliye jan