টাইটানিক , আর এম এস কুইন মেরি ২ যাত্রীবাহি জাহাজ চেয়েও এখন বৃহওম যাত্রীবাহি জাহাজ MS Oasis of the Seas । এটি টাইটানিকের চেয়ে ৫গুন ও আর এম এস কুইন মেরি ২ দুইগুন বড় । এটির ফিনল্যান্ডের টু্রকুতে অবস্থিত এস টি এক্স ইউরোপ শিপইয়াওর্ডের নিওর্মিত এ জাহাজটির মালিক রয়েল ক্যারাবিয়ারন ইন্টারনেশনাল । এ টি নির্মান কাজ শুরু হয় ১২ নভেম্বর ২০০৭ , আর কাজ শেষ হয় ২৮ অক্টোবর ২০০৯ । এবং এটি পরিক্ষামুলক ভাবে ৩০ অক্টোবর ২০০৯ ১ম সমুদ্রে নামে । ২১ দিন পর ২০নভেম্বর ২০০৯ এটি যুক্তরাস্টে এর ফ্লোরিডার পোট এভারগ্লেডসে পৌছায়। এটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ৫ ডিসেম্বর ২০০৯।
এ জাহাজ টি হল ২০তলা , এতে রয়েছে ১৬টি ডেক , ২৪টি যাত্রীবাহী এলিবেটর , ৭০০টি কেবিন , ৪টি সুইমিং পুল , টেনিস ,ভলিবল্ , বাস্কেটবল কোর্ট , আর রয়েছে ছোট আকারে একটি গোলফ কোর্ট।
এসারা ছোট বাচ্চাদের জন্য আছে নার্সারি , তরুন দের জন্য আছে থিম পার্ক ।
এবং চারিদিকে গ্যালারি বেস্টিত সুবিশাল মাঠ এবং বরফ বেস্টিত মাঠ ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
এইটার উপর ৩ টা টিওন হইছে । তবু ও Tnx