বিজ্ঞানীরা প্রতিদিনেই নিত্যনতুন আবিষ্কার করেই যাচ্ছেন অথবা দিয়ে যাচ্ছেন নতুন নতুন আবিষ্কারের অনেক কন্সেপ্ট । সম্প্রতি ভবিষ্যত ফোনের এমনই একটা কন্সেপ্ট দিলেন বিজ্ঞানীরা । আসুন জেনে নেই বিজ্ঞানীদের ভবিষ্যত ফোনের কনসেপ্টটি কেমন! আমি খুব সংক্ষেপে ব্যাপারটি উপস্থাপের চেষ্টা করছি।
ধরুন আপনি আপনার ফোনের স্ক্রিন ধরার সাথে সাথে তা PASSWORD এর মত কাজ করে তা খুলে যাচ্ছে।আপনার ফোন আপনাকে বলে দিচ্ছে আপনার শরীরের বিভিন্ন সমস্যা সম্পর্কে,তবে ব্যাপারটা কেমন হয়!!সম্প্রতি এমনই একটি লেখা আর্টিকেল লিখেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানিরা,যার অনুসারে Touch Screen মানুষের DNA এর প্রোটিন এর চার্জ সনাক্ত করে তাকে আলাদাভাবে সনাক্ত করতে সক্ষম হবে।আপাতত তারা এরকম একটি ফিল্ম তৈরি করার চেষ্টা করে যাচ্ছে,যা DNA সনাক্ত করতে পারবে।ব্যাপারটা অনেক মজার না!!
বিস্তারিত জানতে এই আর্টিকেলটি দেখতে পারেন ।আমার এই লিখাটি এর আগে প্রথম আলো ব্লগে প্রকাশ করা হয়েছে ।
আমি মোঃহাসান ইমাম সাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ha, khub mojar