এলিয়েনের অস্তিত্ব এবং বিজ্ঞানীদের কিছু আশা ।

কল্পবিজ্ঞান পড়েছেন অথচ এলিয়েনের কথা শুনেনি এমন মানুষ সম্ভবত পাওয়া যাবে না । অন্য গ্রহের প্রানীরাই এলিয়েন নামে পরিচিত। আসলেই অন্য গ্রহে কোন প্রানের অস্তিত্ব আছে কিনা তা  নিয়ে বিজ্ঞানীরা প্রতিনিয়তই গবেষনা করে আসছেন । সম্প্রতি বিজ্ঞানীরা এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে নতুন কিছু আশার কথা জানালেন। আসুন জেনে নেই বিজ্ঞানীদের আশার কথা ।

 অন্য কোন গ্রহে জীবন আছে কিনা বা এলিয়েন আছে কিনা তা নির্ভর করবে গ্রহটির পরিবেশের উপর।আমাদের গ্রহে জীবনের জন্য দায়ী আমাদের পরিবেশ।জীবন ধারনের জন্য পরিবেশের যে সকল উপাদান দায়ী তার মধ্যে একটি হল অক্সিজেন।বর্তমানে বিজ্ঞানিরা আমাদের সৌরজগতেই এলিয়েন বা অন্য প্রাণের অস্তিত্ব নিয়ে আশাবাদি হয়ে উঠেছেন কারন নাসার একটি মহাকাশ যান সম্প্রতি শনির উপগ্রহ ডায়ন এ অক্সিজেনের উপস্থিতি আবিস্কার করেছেন।কিন্তু বিজ্ঞানিদের মতে ডায়ন এ প্রাণের উপস্থিতি সম্ভব নয়,কারন এটিতে কোন তরল পদার্থ নেই,সবই বরফ।কিন্তু তারপরও বিজ্ঞানিরা আশাহত হচ্ছেন না এই ভেবে যে বৃহস্পতি এবং শনির আরও অনেক উপগ্রহ আছে যেগুলোতে পানি বা অন্য তরল পদার্থ আছে এবং ডায়নের অক্সিজেনের আবিস্কার ঐ সব উপগ্রহেও অক্সিজেন থাকার সম্ভাবনা দেখাচ্ছে।যার ফলে তারা আশা করছেন ঐ সব উপগ্রহে প্রাণও থাকতে পারে।
বিস্তারিত জানতে এই আর্টিকেলটিদেখতে পারেন ।

Level 0

আমি মোঃহাসান ইমাম সাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

খুশির খবর।

Nice Post…………… 🙂

ধন্যবাদ আপনাকে @সালমান