আপনি কি দিনে ১৫ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে চান ?

আপনাদের জানা মতে কেউ আছেন কী, যিনি একদিনে ১৫ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেছেন?নিশ্চয় না।

জীবনেতো প্রতিদিন একবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে আসছেন। আবার জীবনের ব্যস্ততার জন্য অনেকেই সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা হয় না। এখন আর চিন্তা নেই। আপনি চাইলে একদিনে ১৫ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন। তবে আপনার এই স্বপ্ন পূরণ করতে অপেক্ষা করতে হবে ২০১২ সাল পর্যন্ত। তার আগে আপনাকে ৮ সপ্তাহ প্রশিক্ষণ নিতে হবে। তারপরে আপনাকে নিয়ে যাওয়া হবে পৃথিবীর বাহিরে। সেখানে আপনি ৩ দিন কাটাবেন। ওই দিনে আপনি প্রতিদিন ১৫ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। এছাড়া প্রতি ৮০ মিনিটে একবার করে আপনার ফেলে যাওয়া পৃথিবীকে প্রদক্ষিণ করবেন।

তাই আগামী ২০১২ সালের ছুটি কাটাতে আজই বুকিং দিতে পারেন স্পেনের গ্যালাকটিক স্যুইট স্পেস কর্তৃপক্ষের কাছে, যারা মহাশূন্যে পর্যটকদের জন্য নির্মাণ করতে যাচ্ছেন একটি হোটেল।

প্রিয় বন্ধুরা এবার আসুন দেখে নেই তাদের হোটেলেগুলো। যদি পছন্দ হয় তাহলে বুকিং দেওয়ার কথা ভাবা যাবে। না দেখে বুকিং দেওয়াটা ঠিক হবে না।

হোটেলের ছবিগুলো দেখেলেন তো।
এখন বুকিং দিতে হলে বিলিয়ন ডলার দরকার। তবে আমি বুকিং দিচ্ছিনা। যদি কোনোদিন ফ্রি নেয় তাহলে সবার আগে আমি বুকিং দিয়ে রাখলাম।

Level 0

আমি রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চলার পথে বাধাগুলো কে পিছোনে ফেলে সপ্নকে সাথী করে সামনে যেতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wow.. big collection . কত টাকা লাগবে উল্লেখ্য করলে ভাল হতো

মানুস কি না পারে….. ভাই আ্পনাকে অনেক ধন্যবাদ

Level 0

থাকার কথা বললেন, খাব কি ?

    চিন্তা করেন না খাওয়ার ব্যাবস্থা থাকবে।

ইন্শাল্লাাাহ আল্লাাাহ চাইলে কোনো একদিন যাবো!

ami jete chai.but kono tk dite parbo na!!!

Level 0

বেশি লাগবেনাতো মাত্র ৩.(সাম্থিং ঠিক মনে পড়ছেনা) বিলিয়ন ডলারইতো। সাম্নের মাস থেকে কোমর বেঁধে ব্লগিং শুরু করে দেব, টাকা থুড়ি ডলার উঠতে আর কয়দিন?

Level 0

ভাই আমি ফিদা হয়ে গেলাম।। অসংখ্য ধন্যবাদ ।

ভাইজান এখনো কি বুকিং চলছে??