বিদ্যুত্ সাশ্রয় করার জন্য দেশে অনেক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে । তার মধ্যে অন্যতম হচ্ছে এনার্জি ফিলামেন্ট বাল্ব ।এই বাল্ব গুলো কোম্পানি ভেদে ৬০-৮০% পর্যন্ত বিদ্যুত্ সাশ্রয় করতে পারে । এতেও কিন্তু আমি সন্তুষ্ট নই । আমাকে ৯৯% বিদ্যুত্ সাশ্রয় করতেই হবে । কিন্তু কিভাবে ? হ্যা, আপনাদের সেই পদ্ধতিই বলবো এখন ।
প্রথমে জেনে নেওয়া যাক আমরা বাসা বাড়িতে কত ওয়াটের এনার্জি বাল্ব বা সাধারন বাল্ব ব্যবহার করি । ধরি, একটি বাড়িতে ৫টি ৬০ ওযাট এর বাল্ব জ্বলে । এতে দৈনিক বিদ্যূত্ খরচ হয় ৬০*৫=৩০০ ওয়াট । এই খরচটা যদি মাত্র ৪-৫ ওয়াটের মধ্যে হয় তাও আবার আলোর উজ্জ্বলতা সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে কেমন হবে বলুন তো ? আমি আপনাদের জন্যে, দেশের জন্যে, দশের জন্য এমনই একটি উপহার দিতে চাচ্ছি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ।
১। ৩০টি LED (light emiting diode)
২। যেকোন মানের রেকটিফায়ারডায়োড ৪টি
৩। একটি ক্যাপাসিটর ১৬০০/১৬v
৪। একটি ৯.V অথবা ৬.V ট্রান্সফরমার (Made by bangladesh)
৫। একটি PCB বোর্ড বা মোটা কাগজের আর্ট পেপার ।
এই প্রযুক্তিটির মাধ্যমে সাশ্রয় করুন ৯৯% বিদ্যুত্।
অতিসংক্ষেপে সহজভাবে পদ্ধতিটা বলে দিলাম । তারপরও যদি কেউ না বুঝেন তবে মেইল করুনঃ [email protected] আমাকে ইনশাল্লাহ পাশে পাবেন । সবাই ভাল থাকবেন ।
আমি মোস্তফা শওকাত ইমরান শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Google Translator এর উত্তম ব্যবহার। ভাই এখানে সবাই বাংলা পড়তে পারে। এত দুর্বোধ্য ইংলিশ লেখার দরকার নাই।