আসুন বিদ্যুত্‍ সাশ্রয় করি! Let Us Save Electricity!

বিদ্যুত্‍ সাশ্রয় করার জন্য দেশে অনেক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে । তার মধ্যে অন্যতম হচ্ছে এনার্জি ফিলামেন্ট বাল্ব ।এই বাল্ব গুলো কোম্পানি ভেদে ৬০-৮০% পর্যন্ত বিদ্যুত্‍ সাশ্রয় করতে পারে । এতেও কিন্তু আমি সন্তুষ্ট নই । আমাকে ৯৯% বিদ্যুত্‍ সাশ্রয় করতেই হবে । কিন্তু কিভাবে ? হ্যা, আপনাদের সেই পদ্ধতিই বলবো এখন ।

প্রথমে জেনে নেওয়া যাক আমরা বাসা বাড়িতে কত ওয়াটের এনার্জি বাল্ব বা সাধারন বাল্ব ব্যবহার করি । ধরি, একটি বাড়িতে ৫টি ৬০ ওযাট এর বাল্ব জ্বলে । এতে দৈনিক বিদ্যূত্‍ খরচ হয় ৬০*৫=৩০০ ওয়াট । এই খরচটা যদি মাত্র ৪-৫ ওয়াটের মধ্যে হয় তাও আবার আলোর উজ্জ্বলতা সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে কেমন হবে বলুন তো ? আমি আপনাদের জন্যে, দেশের জন্যে, দশের জন্য এমনই একটি উপহার দিতে চাচ্ছি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামালঃ

১। ৩০টি LED (light emiting diode)
২। যেকোন মানের রেকটিফায়ারডায়োড ৪টি
৩। একটি ক্যাপাসিটর ১৬০০/১৬v
৪। একটি ৯.V অথবা ৬.V ট্রান্সফরমার (Made by bangladesh)
৫। একটি PCB বোর্ড বা মোটা কাগজের আর্ট পেপার ।

কার্যপ্রনালীঃ

  • প্রথমে এলইডি বাল্বগুলি ১৫ ১৫ দুটি আলাদা আলাদা ভাগ করুন । খেয়াল করুন এলইডি গুলোর একটি পাঁ লম্বা আরেকটি খাটো । লম্বা পাঁ গুলো পজেটিভ এবং খাটোগুলো নেগেটিভ প্রান্ত ।
  • এবার আর্টপেপারে বাল্বগুলোর পজেটিভ প্রান্ত একদিকে রেখে দুটি লাইনে সাজান । লাইনের মাঝে প্রত্যেকটা বাল্ব আলাদা আলাদা ভাবে পজেটিভের সাথে নেগেটিভ প্রান্ত সিরিজে সংযোগ দিন ।
  • এবার দু লাইনের দুই পাশেরঅবশিষ্ট পাঁ গুলির সবগুলো প্রান্ত (পজেটিভ ও নেগেটিভ আলাদা আলাদা) প্যারালালে লম্বা সংযোগ দিন । ব্যস আপনার এলইডির টিউব তৈরির কাজ শেষ ।
  • এবার ট্রান্সফরমারের ডিসি সাইটের দুটি তার ৪টি রেকটিফায়ার ডায়োডের সমন্ময়ে গঠিত ব্রিজ সার্কিটে সংযোগ দিন ।
  • ব্রিজ সার্কিটে পজেটিভ ও নেগেটিভ প্রান্ত ঠিক দেখে ক্যাপাসিটর লাগিয়ে নিন ।
  • এবার ব্রিজ সার্কিট থেকে পজেটিভ ও নেগেটিভ প্রান্ত যথাক্রমে আপনার তৈরি এলইডিটিউব লাইটের পজেটিভ ও নেগেটিভ প্রান্তে সংযোগ দিন ।
  • এবার ট্রান্সফরমারে এসি বিদ্যুত্‍ সরবরাহ দিন আর দেখুন কেমন আলো জ্বলতেছে ।
  • আপনার কাজ শেষ হলে এলইডি টিউববাল্ব ও ট্রান্সফরমার সুবিধামতো যায়গায় সেট করুন ।

এই প্রযুক্তিটির মাধ্যমে সাশ্রয় করুন ৯৯% বিদ্যুত্‍।

অতিসংক্ষেপে সহজভাবে পদ্ধতিটা বলে দিলাম । তারপরও যদি কেউ না বুঝেন তবে মেইল করুনঃ [email protected] আমাকে ইনশাল্লাহ পাশে পাবেন । সবাই ভাল থাকবেন ।

Level New

আমি মোস্তফা শওকাত ইমরান শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Google Translator এর উত্তম ব্যবহার। ভাই এখানে সবাই বাংলা পড়তে পারে। এত দুর্বোধ্য ইংলিশ লেখার দরকার নাই।

Level 0

সুন্দর টিউন করেছেন। লিড বাল্ব অন্প বিদ্যুৎ এ অধিক আলো দেয় এ কথা সত্য কিন্তু এটাকে সব সময় জ্বালানো বোধ হয় ঠিক হবেনা শুধু মাত্র কিছু সময়ের জন্যই জ্বালানো উচিত। কারণ হল লিড বাল্বের আলোতে ভাইব্রেশন, রেডিয়েশন আছে আলোটা তির্যক যা চোখের জন্য খুবই ক্ষতিকর। তাই সব সময় সস্তা খোজা বোধ হয় ঠিক হবেনা। তাই খাদ্য বাচাতে গিয়ে না খেয়ে থাকাটা বোধ হয় বু্দ্ধিমানের কাজ নয়। Dont Mind.

* Faisal ভাই মাল্টিমিটারের রিডিং কিভাবে নিতে এর উপর টিউন করছেনতো। *

বাংলার পাশাপাশি ইংলিশে পোষ্ট দেওয়ার একটা বিশেষ কারন আছে যা আমি পরে বলবো । আপনাকে অনেক ধন্যবাদ । পোষ্ট সম্পর্কিত মন্তব্য আশা করছি ।

mahmud.tsc ভাই লিখেছেনঃ
সুন্দর টিউন করেছেন। লিড বাল্বঅন্প বিদ্যুৎ এ অধিক আলো দেয় এ কথাসত্য কিন্তু এটাকেসব সময় জ্বালানো বোধ হয় ঠিক হবেনা শুধু মাত্র কিছু সময়ের জন্যই জ্বালানো উচিত। কারণ হল লিড বাল্বের আলোতে ভাইব্রেশন, রেডিয়েশন আছে আলোটা তির্যক যা চোখের জন্য খুবই ক্ষতিকর। তাই সব সময় সস্তা খোজা বোধ হয় ঠিক হবেনা। তাই খাদ্য বাচাতে গিয়ে না খেয়ে থাকাটা বোধ হয় বু্দ্ধিমানের কাজ নয়। Dont Mind.
খাদ্য বাঁচাতে গিয়ে না খেয়ে থাকার মত অবস্থা মনে করি না । বরং এটাকে ডায়াড কন্ট্রোল বলতে পারেন । যাহোক, আমি এটা পুরো বাড়িতে ব্যবহার করছি দেখি চোখের কি কি সমস্যা দেখা দেয় ? ভাল থাকবেন সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ

    Level 0

    @মোস্তফা শওকাত ইমরান শাহীন: সরি ভাইজান, আপনি মনে হয় মাইন্ড করেছেন। আমি তর্ক বা বিতর্কে যেতে চাইনা।
    একটা গল্প বলে ইতি টানছি।
    একলোক প্রতিমাসে এক গোয়ালার কাছ থেকে ১ কেজি করে ঘি নিত। একদিন দোকানে গিয়ে বললো আমার ঘি দাও গোয়ালা বললো আজ ১ কেজি নেই হাফ কেজি আছে নিতে পারেন। লোকটি হাফ কেজি নিয়ে গেল। পরের দিন দোকানে এসে গোয়ালাকে চরম অপমান গালি গালাজ করল আর বললো তোমার ঘি খেয়ে বাড়ীর সকলের ডায়রিয়া হয়েছে। লোক থ মেরে গেল।
    থ মারার কারণ হল হাফ কেজি ঘি টাতে কোন ভেজাল ছিলনা ঘাটি ছিল। আপনার পরের টিউনে কথা হবে ভাল থাকবেন।

Level 0

led bulb tara tari fuse hoy….post ta pore sontusto hote parlam na(don’t mind)……asha kori apnar kach teke aro valo post pabo

    আপনি কিভাবে তৈরী করেছেন একটু বলবেন কি ? বাল্ব ফিউজ হওয়ার প্রশ্নই আসেনা । আমি নিজে ব্যবহার করছি কই কোন সমস্যা হচ্ছেনা তো । আপনি যদি ৯. ভোল্ট ট্রান্সফরমার ব্যবহার করেন তবে আপনাকে লিড বাল্ব এর সারি তিনটি করতে হবে অর্থাত্‍ ৩*১০=৩০টি । এবং লিড বাল্বগুলো অবশ্যই সিরিজে সংযোগ দিতে হবে তাহলে কখনই বাল্ব ফিউজ হবেনা আশা করি বুঝতে পেরেছেন ।

ধন্যবাদ

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

ভাই আপনার পোষ্টটা ভাল হলেও আপনি সব কিছু বুজাই বলেন নাই। আপনি জানেন বাজারে একাধিক মানের LED পাওয়া যায়। এর পর আপনি এই প্রোজেক্ট এর কোন ছবি দেন নাই। আমার মনে হয় এখানে খুব কম মানুষ ই PCB বানাতে পারে। circuit diagram দেয়া দরকার ছিল।
vero board ব্যবহার করা জেতে পারে। বড় LED ব্যবহার করা জেতে পারে। ৯ ভোল্ট র ক্ষেত্রে ৫ ওয়াট র ৪.৭ ওহম রোধ ব্যবহার করা জেতে পারে।

ভাই আমি তো মনে করি এই সাইটে যারা নিয়মিত ঢুকে থাকে তাদের জন্য এই পোষ্টটি বুঝতে কোন অসুবিধা হওয়ার কথা নয় । তবুও যদি বুঝতে অসুবিধা হয় তবে মেইল করুন সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিব । আর এই প্রজেক্টে ১/৪ ওয়াট এর লিড ব্যবহার করবেন । সেটা বড়গুলি যদি ব্যবহার করা হয় আলো বেশি হবে আর ছোটগুলি যদি ব্যবহার করা হয় তবে আলো কম দেবে এটাই স্বাভাবিক । অনেক বেশি উজ্জ্বল আলো পেতে পাথর লিড ব্যবহার করুন । কিন্তু এতে খরচ অনেক বেশি হয়ে যায় । প্রতি পিচ পাথর লিড ১০টাকা । সিরিজে সংযোগ দিলে রোধ ব্যবহার করার প্রয়োজন নেই । এমন কি ক্যাপাসিটর ব্যবহার না করলেও কোন সমস্যা নেই । তবে ব্রিজ সার্কিট এর জন্য ৪টি রেকটিফায়ার ডায়োড ব্যবহার করতে হবে ।

Level 2

bhai kiso boji nai. akto picture add kore dape dape bojale amader jonno bhalo hoto. but apnar chestar jonno thanks. asa kori picture dia abar post diven.

Level New

vai apni sirij koren ar jai koren led te rod bebohar kora lagbei. sob somoy boi khatar gan ar prectical ak hoyna.
ar bajare jayi led paoya jay oi gula tana 3din jalailei filament choto hoy led er alo kome jay. apnar ai shortcut system ta 99% 3-4 er polapano jane. so kono kajer tune thakle koren asob ajebaje kaj na. mon kharap korben na sob somoy sob jinis valo hoy na. lege thakun kono na kono somoy valio kichu paoya jabe.

    @nightflower33:
    কিছুটা হলেও বুঝতে পারছি আপনার সমস্যাটা কোথায় । চোখে হাত দিয়ে বলুন তো আপনি ৯V ট্রান্সফরমারে এলইডির লাইন করেছিলেন কয়টি ? নিশ্চয়ই দুটি লাইন করেছেন । শুনুন প্রত্যেকটা LED তে ৩V এর বেশি ভোল্টেজ সাপ্লাই দেওয়া যাবে না । তাহলে বাল্ব এর আলো কমে যাবেনা । আর নেক্সট টাইম কমেন্ট করার সময় ভদ্রতা শিখে তারপর কমেন্ট করুন ।