Digital Drug For Meditation And Many More

Digital Drug শুনেছেন কেও? কিছু  software নাকি  Drug এর কাজ করে। বাইরের দেশে teenage রা এটাকে yaba, cocaine, alcohol , marijuana এর বিকল্প হিসাবে use করে। কীভাবে কাজ করে এই Software? কি লাভ এটা ব্যবহার করে? আসলে software Drug এর কাজ করে না, Drug এর কাজ করে আসলে Sound. সেটা আবার কীভাবে? Brainwave এর মাধ্যমে। Brainwave কি?

বিস্তারিত জানতে লিংক use করুন।

Neuro Programmer 2

Software  সম্পর্কে এবং Dose সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন http://www.transparentcorp.com/products/np/

Neuro Programmer 2

http://www.warezlist.com/dl/rs/139422/NeuroP2_mahek_cw.rar.html

Google করেন ফ্রী পেয়ে যাবেন।

i-Doser



i-Doser

http://www.4shared.com/get/49345650/7d1865f7/IDoser_v45__171_Dose_Files.html

এটাও একটি software. Software install করে নিতে হবে প্রথমে। এটি ফ্রী software.Software এর সাথে কিছু sound ফ্রী থাকে। তবে অন্যগুলো কিনতে হয়। এই sound file গুলকে dose বলে ।  এখানে প্রায় ৩০০ মত dose আছে। কি কি Dose আছে?

Software  সম্পর্কে এবং Dose বিস্তারিত তথ্য পাবেন http://www.i-doser.com/

Dose এর বিস্তারিত তথ্য http://i-doser.com/storev3/index.php?main_page=index&cPath=84&zenid=1d780975b41e8b99690aeba8132a89e4

Google করেন ফ্রী পেয়ে যাবেন।

যারা Meditation করেন তারা Meditation এর জন্য Use করতে পারেন । আমি এটাকে Meditation এর জন্য use করি । কেও কেও অন্য কাজে use করে।

সতর্কতাঃ ব্যবহারের আগে ব্যবহার বিধি দেখে নিবেন ।

বাংলা ভাল না লিখতে পারার জন্য বেশি ইনফর্মেশন দিতে পাড়লাম না।

Level 0

আমি SpaceWalker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আন্তরিকভাবে ধন্যবাদ!

জহির ভাই, আমিও মেডিটেশন করি। সফটওয়্যার গুলো কাজে লাগবে। টিউনটি আরো সাজানো-গুছানো হতে পারত। আমি আপনাকে হতাশ করছি না, চালিয়ে যান। তবে লিংকগুলো দিলে ভালো হত।

Level 0

রোমান ভাই নূতন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাংলা লিখতে সমস্যা হয় বলে গুছিয়ে লিখতে পারি না। Interested কাউকে পাবো বুঝিনি । লিংক দিয়ে দিলাম।

i-Doser

http://www.4shared.com/get/49345650/7d1865f7/IDoser_v45__171_Dose_Files.html
আমার কাছে আরো Dose আছে লাগলে দিতে পারবো।

Neuro Programmer 2

http://www.warezlist.com/dl/rs/139422/NeuroP2_mahek_cw.rar.html

আচ্ছা জহির ভাই, এই ধরনের সফটওয়্যারের কি কোনো সাইন্টেফিক প্রুফ আছে? আমি ওনেকদিন আগে “ব্রেইন ওয়েভ” নামে একটি এরকম সফট পেয়েছিলাম। অনেকদিন ব্যবহারও করেছিলাম, কিন্তু কোনো ফল পাইনি 🙁

Level 0

@মাতিন
আমি “ব্রেইন ওয়েভ” ও ব্যবহার করি । Meditation এর জন্য উপকার হয় । “ব্রেইন ওয়েভ” সফটওয়ার্ এখন আর আপডেট হয় না । অনেক পুরনো । ওটায় সতর্কতা বেশি অবলম্বন করতে হয় । সঠিক সাউন্ড ফাইল ব্যবহার না করলে উপকার থেকে অপকার বেশি হয় । সব সাউন্ড ফাইল কাজে দেয় না । যখন সাউন্ড ফাইল ডাউনলোড করবেন, ওটার ইনফর্মেশন ইন্টারনেট থেকে জেনে নিবেন । ইউজারদের ফিডব্যাক দেখবেন । কিছু কিছু সাউন্ড ফাইল ব্যবহার বিপদজনক । প্রথম দুই একদিনে হয়তো বুঝতে পাড়বেন না । আস্তে আস্তে বুঝতে পাড়বেন । ডিফল্ট সাউন্ড গুলো খুব কাজে আসে না । এক্সট্রা সাউন্ড ফাইল ডাউনলোড করে নিতে হবে ।

http://community.discovery.com/eve/forums/a/tpc/f/7501919888/m/6591951589

http://en.wikipedia.org/wiki/Binaural_beats

http://the-black-mask.com/2008/12/08/does-i-doser-work/

জহির ভাই আপনি কোন সফটওয়্যারটা সাজেস্ট করেন? “Neuro Programmer 2” আর “i-Doser” দুটিই টরেন্ট থেকে নামিয়াছি।

সব গুলোই দেখতে পারেন । কোনটাই খারাপ না । শুধু একটার উপর নির্ভরশিল হয়েন না । i-Doser তো ওদের সাইট থেকে ফ্রী পাওয়া যায় । Brain Wave Gen ও use কইরেন । Mind WorkStation আছে আরেকটা । এইটা আমি পাই নাই । পাইলে একটু জানাবেন ।

    ঠিক আছে আমি খুজে পেলে আপনাকে জানাবো