প্রিয় মানুষের সাথে মিলনের সেই বিশেষ দিনটি মনে রাখতে অসাধারন কার্যকরী সাধারন এক আবিস্কার

remember-rings-never-forget-an-anniversary

আপনার প্রিয় মানুষটির সাথে মিলনের সেই মধুর দিনটি যদি আপনি ভুলে যান,আর তার জন্য প্রিয় মানুষটির যদি বকুনি আপনাকে শুনতে হয় তাহলে আপনি কি করবেন? মনে করুন আপনার বিয়ে হল,আর আজ সেই বিয়ের এক বছর পুর্তি হচ্ছে।কিন্তু অফিসের কাজে আপনি ভুলে গেছেন আজকের দিনটির কথা।তখন আপনি কি করবেন? বিজ্ঞানতো আপনার ব্রেনকে মনে করিয়ে দিতে পারবে না? তবে বিজ্ঞান আপনাকে মনে করতে সাহায্য করবে।হ্যা,আমি কথাটা সত্যি বলছি।আর তার জন্য আপনার পরতে হবে সামান্য একটি আংটি।কি? হয়তো অবাক হচ্ছেন নয়তো ভাবছেন আমি ফাজলামো করছি।আপনি হয়তো ভাবেছিলেন আমি কোন মোবাইল রিমাইন্ডার বা কোন এস এম এস ওয়াইডগেট এর কথা বলব।না,আমি যা বলছি তা ঠিক বলছি।আর এর নাম হচ্ছে রিমেম্বার রিং।এই আংটির লাইফটাইম গ্যারান্টির।এখন হয়তো ভাবছেন নিশ্চই এই আংটি কোন অসাধারন প্রযুক্তিগত ক্ষমতা আছে? আসলে তাও না।এর তেলেসমাতি খুব সামান্য কিন্তু কার্যকরী।এবার বলি আংটির সে বৈশিস্ট গুলো।এটি আপনার সেই স্পেশাল দিনটির ২৪ ঘন্টা আগে সংকেত দেবে।তবে এটি কোন শব্দ করবে না।তাহলে এট কিভাবে করবে? এটাই হচ্ছে এই আংটির কারিশমা।এটি ১২০ ডিগ্রি ফারেনহাইটে গরম হবে এবং এটি ১০ সেকেন্ড স্থায়ি হবে।আর এটি প্রতি ঘন্টায় এরকম গরম হতে থাকবে ২৪ ঘন্টা পর্যন্ত যার মানে আপনার মনে পরতেই হবে।এক কথায় যাকে বলে "মনে না কইরা যাইবি কই?" তবে ভয় পাবার কিছু নেই।এটি আপনার কোমল আঙ্গুল পুরে ফেলবে না।কারন ১০৫ ডিগ্রি জ্বরে যদি আমরা না পুরি তবে ১০ সেকেন্ড ১২০ ডিগ্রিতে কি হাত পুরবে? তবে আপনার অসহ্য লাগবে।এতে এই গরম করার জন্যে ব্যবহার করা হয়েছে ছোট একটি চীপ ও একটি ব্যাটারী।আর এটি লাইফ টাইম ওয়ারেন্টি।বর্তমানে সাতটি স্টাইলে এটি পাওয়া যাচ্ছে।আর এতে আপনার নাম ও বিশেষ দিনটিও খোদাই করা থাকবে।হয়তো লোভ হচ্ছে তাই না? কিন্তু মাফ করবেন।আপনাকে নিরাশ করে আমার একটি কথাই বলতে হচ্ছে যে এটি বাংলাদেশে নেই।তবে চাইলে দেশের বাইরে থেকে আনিয়ে নিতে পারেন অথবা অনলাইনে কিনতে পারেন।দাম মাত্র ৭৬০ ডলার।

মন্তব্য করবেন যদি ভালো লাগে।তবে টিউন পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, এতো ঝামেলায় কাজ নাই…..
আমার মোবাইল রিমাইন্ডারই অনেক ভালা……

দাম মাত্র ৭৬০ ডলার….. হিসাব কইরা দেখেন বাংলাদেশী টাকায় তা কত পড়ে……???

760 ডলারে একটা কোর-টু-ডুয়ো লাপটপ কেনা হয়ে যাবে।
তারপরও জিনিসটা খুবই জটিল। দেখে লোভ হচ্ছে। যদি সরকারী দলের নেতা হইতাম তবে আজকেই রিংটা অর্ডার করে নিয়ে আসতাম।

humm/

$ ৭৬০ X ৬৯ = ৳ ৫২৪৪০ মাত্র !!
কে বলল বেশী? মাত্র তো অর্ধ লক্ষ টাকা !!!!!

Level 0

জোস্‌ ……. শেয়ারের জন্য ধন্যবাদ।

৭৫০ ডলার দিয়া আংটি কিনলে বউয়ের মোহরানা কে শোধ করবে?