হায়রে বিজ্ঞান!!কত কিছু দেখাবি আমাগোরে

ছোট একটি শব্দ হল বিজ্ঞান। অথচ ছোট এই শব্দটি আমাদের জীবনকে করেছে অর্থবহ। আমাদের জীবনকে করেছে সহজ ও সুন্দর। তাই বিজ্ঞানের অবদান বলে শেষ করা যাবে না।

এটি একটি টাই ক্লীপ Mp3 Player। এটি দেখতে যতটা না ছোট তার চেয়েও বেশী আর্কষণীয়। এটা দেখতে আসলেই খুব সুন্দর। এই টাই ক্লীপটি আপনার টাইয়ের সাথে লাগিয়ে রাখতে পারেন।

এর রয়েছে একটি ক্ষুদ্রাকৃতির এলসিডি মনিটর, ফ্লাশ মেমরি ও রয়েছে যেকান গান শুরু ও বন্ধ করার জন্য একটি চাকার মত বাটন।

এবার আসুন USB ড্রাইভ এর কথায় আসি। LG কোম্পানী এমন এক USB ড্রাইভ বানিয়েছে যা কিনা আপনার ফিঙ্গার প্রিন্ট স্কান ও তা সংরক্ষণ করে রাখতে পারবে। এটা ১০ জন লোকের ফিঙ্গার প্রিন্ট জমা করে রাখতে পারে। আর এটার সবচেয়ে মজার একটি ব্যপার হল এই USB ড্রাইভটি পাসওয়ার্ড দ্বারা রক্ষা করা যায়। আপনি এই USB ড্রাইভে আপনার প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করে রাখতে পারবেন। অন্য কেউ এই USB ড্রাইভ তখনই ব্যবহার করতে পারবে যখন তার ফ্রিঙ্গার প্রিন্ট USB ড্রাইভটিতে সংরক্ষিত থাকবে।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

USB টার দাম কত জানালে খুশি হব । আমার দেশ আমার গর্ব , আমার অহংকার । ধন্যবাদ টেকনলজির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ।

বাহ বাহ বাহ……।ভাই আর কি দেখাবেন?

আশলেই ভালো লেগেছে । আমরা আরো মজার কিছু চাই ।

Level 0

জোস্‌ ধন্যবাদ।