পাঁচটি অসাধারণ সুন্দর ফোনের কনসেপ্ট

বিভিন্ন ফোন নিমাতা প্রতিষ্ঠান আমাদের বিভিন্ন ফোনের অনেক নতুন নতুন আকষণীয় ডিজাইন দেখায়। এদের মধ্যে কিছু ডিজাইন রয়েছে যেগুলো আর বাজারের মুখ দেখে না। নিচে এরকম কয়েকটি আকষণীয় কনসেপ্ট দেওয়া হল।

Benq-Siemens Snaked:

Benq-Siemens Snaked দেখতে সাপের মত এবং এটি শুধুমাত্র মহিলাদের জন্য তৈরি করা হয়েছিল। ফ্যাশন সচেতন মহিলাদের জন্য এতে রয়েছে অনেক আকষণীয় সিম্বল।

Nokia Aeon:

Nokia Aeon নকিয়া উপস্থাপন করেছিল তাদের ওয়েবসাইটের রিসাচ এবং ডেভেলোপমেন্ট সেকশনে। এই সেটটি অনেক পাতলা এবং দেখতে অনেক সুন্দর।

Benq-Siemens Black Box:

Benq-Siemens Black Box এ টাচস্ক্রীন কিবোড রয়েছে। এই টাচ স্ক্রীনটি কন্ট্রোল লেআউট মূহুতের মধ্যেই পরিবতন করতে পারে। দুভাগজনকভাবে এই ফোনটি  দিনের আলো দেখতে পায়নি।


Nokia 888 Communicator:

Nokia 888 Communicator ডিজাইন করেছিল Tamer Nakisci যে কিনা Nokia Design Award জিতেছিল। এটি ছিল একটি অসাধারণ ডিজাইন এবং এতে রয়েছে লিকুইড ব্যটারী, স্পিস রিকগনিশন, টাচ স্ক্রীন ও টাচ সেনসিটিভ বডি কভার।

Retroxis by Dark Label:

এই ফোনটি ডিজাইন করেছিল Lim Sze Tat। এটার একটি আকষণীয় দিক হল এটার ইনভিজিবল ডিসপ্লে আছে। যার কারণে ফোনটি যখন সক্রিয় থাকে না তখন এটার ডিসপ্লে সংয়ক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়।

Level New

আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.downloadzone3.tk


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এগুলো নিয়ে টেকটিউনে অনেক টিউন হয়েছে।নতুন করে দেখার কিছু না।
তারপরও ধন্যবাদ।অনেক নতুন টিউনার হয়ত দেখেন নাই।তাদের জন্য ভালো।

জানা কোন কিছু বারবার জানতে ভাল লাগে । কোন কিছু না পাওয়ার ব্যাথা বড় ভয়ংকর ধন্যবাদ আপনাকে।

Level 0

শেয়ারের জন্য ধন্যবাদ।