অনেক তো ব্যবহার করছেন ল্যাপটপ,ডেস্কটপ কিংবা কেউ কেউ পামটপও ব্যবহার করছেন।আর কি বের হবে কম্পিউটারের দুনিয়ায়?-অনেকেই এটা বলে।যারা মনে করে কম্পিউটার প্রযুক্তি আর তেমন কিছু নেই তারা নিচের ছবিগুলো একটু দেখেন? আর এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া আমাকে অবশ্যই জানাবেন।এটি পৃথিবির প্রথম ব্লুটুথ প্রযুক্তিতে তৈরী পকেট পেন আকৃতির কম্পিউটার।আশ্চর্য করা এই কম্পিউটার আমাদের ভাবনাকেও হার মানায়।
মন্তব্য করতে ভুলবেন না কিন্তু?
আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কিছু দিতে চাই সব সময়।
What should I comment??? Just got thundered & amazed to watch them…