গত পর্বে দেখান হয়ছিল আমরা ঘুমের মধ্যে কখন স্বপ্ন দেখি আর কেন স্বপ্ন দেখি।এ পর্বে অবাস্তব স্বপ্ন দেখার কারন সম্পর্কে আলচনা করব।যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক।স্বপ্ন দেখে না এমন মানুষ বোধহয় খুজে পাওয়া কষ্ট হয়ে যাবে।আর স্বপ্ন অনেকের কাছেই একটি রহস্যময় ব্যাপার।কারন অনেকেই নাকি স্বপ্নের মধ্যে যা দেখে, তা আবার সত্যি হয়ে যায়।অনেকে আবার স্বপ্ন দেখে ভয় পায়।আর স্বপ্নের মধ্যে অবাস্তব বিষয় দেখাটা একটা কমন ব্যাপার।অনেকে স্বপ্নের ভিতর ওড়ে,অনেকে আবার এক অবস্থা থকে মুহূর্তেই অন্য অবস্থায় চলে যায়,কেউবা সিনেমার নায়কের মত কোন বড় সমস্যার সমাধান করে থাকে,এক মুহূর্তে।যাই হোক আমরা আজকে আলোচনা করব,আমরা কেন স্বপ্নের মধ্যে অবাস্তব সব বিষয় দেখে থাকি,যা বাস্তবে আদতে কখনোই সম্ভব না।যাই হোক এবার কাজের কথায় আসি।
একটি কথা অবশ্যই পরিষ্কার যে স্বপ্ন নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করার জন্য আমাদের দেখতে হবে তখন আমাদের মস্তিস্কের অবস্থা কেমন থাকে।কেননা আমাদের সকল চিন্তা চেতনার কেন্দ্র হল আমাদের মস্তিস্ক।আর স্বপ্ন নিয়ে এ সংক্রান্ত গবেষণার জন্য সবচে বেশী যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি হল- পজিট্রন ইমিশন টমোগ্রাফার(PET)।স্বপ্ন দেখাকালিন সময়ে পজিট্রন ইমিশন টমোগ্রাফি(PET) স্ক্যান এঁর মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে,আমাদের মস্তিষ্কের যুক্তি নিয়ন্ত্রণ কেন্দ্র "প্রিফন্টাল কর্টেক্স" অপেক্ষাকৃত অনেক কম সক্রিয় থাকে।কিন্তু আমাদের মস্তিষ্কের "লিম্বিক সিস্টেম", যেটি কিনা আমাদের আবেগ কেন্দ্র, সেটি ঘুমন্ত অবস্থাতেও পরুপুরি সক্রিয় থাকে।আর তাই আমাদের স্বপ্নগুলো হয় অনুভুতি সম্পন্ন।আর যুক্তি নিয়ন্ত্রনের কেন্দ্র "প্রিফন্টাল কর্টেক্স" অপেক্ষাকৃত অনেক কম সক্রিয় থাকার কারনে আমারা স্বপ্নের মধ্যে উড়তে পারি কিম্বা কোন সমস্যার কল্পিত সমাধান খুব সহজেই করে ফেলতে পারি।এই ধরনের স্কানিং ও কিছু কেমিক্যাল এক্সপেরিমেন্ট এঁর মাধ্যমে বিজ্ঞানীরা স্বপ্ন সম্পর্কে আমাদের জল্পনা কল্পনার অবসান ঘটাতে পেরেছেন।কিন্তু স্বপ্ন নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করার পরও তারা এ ব্যাপারে সব কিছু ভালমত জানতে পারেন নি।তবে কাজ অব্যাহত রয়েছে।কেমন লাগল জানাবেন কিন্তু।ভাল লাগলে স্বপ্ন নিয়ে লেখার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।
আমি হিমাংশু কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চমৎকার ! চালিয়ে যান।