আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে ‘গ্লোবাল আইটি ব্লগ প্রতিযোগীতা’


আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে 'গ্লোবাল আইটি কোম্পানী' প্রায় তিন মাসব্যাপী ব্লগ প্রতিযোগীতার আয়োজন করেছে। প্রতিযোগীতায় অংশগ্রহন করতে হলে এখানে ক্লিক করুন নিচে তার নিয়মাবলী দেওয়া হলো

নিয়মাবলীঃ
• অবশ্যই বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ক নতুন একটি পোষ্ট হবে।
• পিটিসির মাধ্যমে অনলাইন আয় সংক্রান্ত লেখা দেয়া যাবে না। তবে ওডেস্ক তথা ভিওয়ার্কারের মতো ওন্যান্য সাইটের ক্ষেত্রে টিউটোরিয়াল বিষয়ক লেখা গ্রহণযোগ্য।
• আপনার পোস্টটি পূর্বে অন্য কথাও অপ্রকাশিত থাকতে হবে। তবে ব্যক্তিগত ব্লগে প্রকাশ করলে সেটা বিবেচনা করা হবে।
• আপনার পোস্টটি যদি প্রতিযোগিতার জন্য সাবমিট করেন তাহলে সেটি অন্যান্য ক্যাটাগরির সাথে ‘ব্লগিং প্রতিযোগিতা' ক্যাটাগরিতে অবশ্যই প্রকাশ করতে হবে। তা না হলে সেটি প্রতিযোগিতা থেকে বাদ পরবে।
• লেখাটি নিজস্ব হতে হবে, কোন রকম নকল করা হয়েছে এমন প্রমাণিত হলে লেখাটি প্রতিযোগিতায় অযোগ্য বিবেচিত হবে।
• পোস্ট অবশ্যই বাংলায় হতে হবে। তবে মাঝে মাঝে ইংরেজী শব্দ ব্যবহার করা যাবে।
• প্রতিটি পোস্টের ক্ষেত্রে যথাসম্ভব উত্তম ভাষাশৈলির প্রয়োগ দেখাতে হবে। বানানের দিকে যথেষ্ট নজর দিতে হবে।
• সাম্প্রতিক প্রযুক্তি বা বিজ্ঞান বিষয়ক লেখা আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনাকে প্রবল করবে।
• গ্লোবাল আইটি এর সাথে জড়িত কেউ মানে এডমিন প্যানেল অথবা এডিটর প্যানেল এই প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে না।
পুরস্কারঃ মোট ১৫ টি
১ম পুরস্কারঃ .com ডোমেইন সহ একটি পূর্নাঙ্গ ওয়েবসাইট(১ বছর) = ১ জন
২য় পুরস্কারঃ ১টি মোবাইল ফোন (সিমকার্ড সহ) = ১ জন
৩য় পুরস্কারঃ ১টি মাল্টিমিডিয়া কী-বোর্ড = ১জন
৪র্থ পুরস্কারঃ ১টি হেডফোন = ১জন
৫ম পুরস্কারঃ ১টি ব্লুটুথ মাউস ১ জন
৬ষ্ঠ পুরস্কারঃ ১টি ৪ গিগাবাইট পেনড্রাইভ = ১ জন
৭ম পুরস্কারঃ ১টি ২ গিগাবাইট পেনড্রাইভ = ১ জন
৮ম পুরস্কারঃ ১টি হাত ঘড়ি = ১ জন
৯ম পুরস্কারঃ ১টি বিজ্ঞান/প্রযুক্তি বিষয়ক বই= ৩ জন
১০ পুরস্কারঃ ১শত টাকা = ৪ জন

সময়সীমাঃ
১লা জানুয়ারি'১২ থেকে ২৬শে মার্চ'১২ (রাত ১২ টা) পর্যন্ত

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

global IT e toh vai kisuee nai………