বাংলাদেশ বিদ্যুত ব্যবস্থার যে অবস্থা তাতে দেশ সামনে মারাত্বক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।তাই আমাদের দেশের সরকারের উচিত সোলার প্যানেল ব্যবহারে দেশের জনগনেক অধিক হারে উতসাহিত করা।পৃথিবীর বিভিন্ন দেশে সোলার প্যানেল ব্যবহার বা সুর্যের আলোর ব্যবহার করে ব্যপক বিদ্যুত চাহিদা মেটাচ্ছে।আমাদের দেশের যুবসমাজ যদি এসব কাজে এগিয়ে আসে তাহলে এর এক সম্ভাবনাময় ভবিষ্যত রয়েছে বাংলাদেশে।আশা করি সবাই বিষয়টি নিয়ে একবার হলেও ভাববেন।নিচে সোলার পাওয়ার এর কিছু আবিস্কার ও ব্যবহার দেখানো হল।
এর দ্বারা মোবাইল,ডিজিটাল ক্যমেরা সহ নানা রিচার্যেবল বস্তু চার্জ করা যায়।আর এটা বহন করা খুব সহয।
যা দিয়ে খুব সহজে মোবাইল চার্জ করা যায় সুর্যের আলোতে।
আশা করি আপনাদের ভালো লেগেছে।মন্তব্য করবেন।
টিউন পড়ার জন্য ধন্যবাদ।
[বিঃ দ্রঃ পোস্টটির প্রথম প্রকাশ iloveubangladesh.blogspot.com]
আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কিছু দিতে চাই সব সময়।
ভাল।