সোলার পাওয়ার ব্যবহার বাংলাদেশের জন্য জরুরী

বাংলাদেশ বিদ্যুত ব্যবস্থার যে অবস্থা তাতে দেশ সামনে মারাত্বক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।তাই আমাদের দেশের সরকারের উচিত সোলার প্যানেল ব্যবহারে দেশের জনগনেক অধিক হারে উতসাহিত করা।পৃথিবীর বিভিন্ন দেশে সোলার প্যানেল ব্যবহার বা সুর্যের আলোর ব্যবহার করে ব্যপক বিদ্যুত চাহিদা মেটাচ্ছে।আমাদের দেশের যুবসমাজ যদি এসব কাজে এগিয়ে আসে তাহলে এর এক সম্ভাবনাময় ভবিষ্যত রয়েছে বাংলাদেশে।আশা করি সবাই বিষয়টি নিয়ে একবার হলেও ভাববেন।নিচে সোলার পাওয়ার  এর কিছু আবিস্কার ও ব্যবহার দেখানো হল।

১. সোলার পাওয়ার ব্যবহারকারী একটি প্লেন-

solar-impulse-solar-powered-plane

২. সোলার পাওয়ার দ্বারা চালিত Samsung মোবাইল ফোন

samsung-blue-earth-solar-phone

৩. সোলার পাওয়ার ব্যবহার করা লনমলার

solar-powered-lawnmower

৪. সোলার পাওয়ার ব্যবহার করে শোভা র্দানকারী টব

solar-power-plant-pot

৫. এটা এমন একটি সোলার প্যানেল যা ব্যবহার করা খুব সহজ

এর দ্বারা মোবাইল,ডিজিটাল ক্যমেরা সহ নানা রিচার্যেবল বস্তু চার্জ করা যায়।আর এটা বহন করা খুব সহয।

solarrolls

৬. এটা একটি মোবাইল রিচার্জের ছোট কিট

যা দিয়ে খুব সহজে মোবাইল চার্জ করা যায় সুর্যের আলোতে।

powermonkey-explorer-solar-charger

৭. এটা সার্প কম্পানির একটি সৌরবিদ্যত চালিত মোবাইল ফোন যা যথেস্ট স্টাইলিশ

sharps-solar-powered-cell-phone

আশা করি আপনাদের ভালো লেগেছে।মন্তব্য করবেন।

টিউন পড়ার জন্য ধন্যবাদ।

[বিঃ দ্রঃ পোস্টটির প্রথম প্রকাশ iloveubangladesh.blogspot.com]

Level 0

আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালো কিছু দিতে চাই সব সময়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
>>>>>>>>>>>>

কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন ???????
………………………………………………
password দিয়ে কিভাবে সিডি রাইট করা যায় ?

অসাধারন টিউন করেছেন rahat. আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।

জানেন ভাইজান! আজকে একটা UNDP journal পড়লাম, ওখানে তারা বলল পৃথিবীতে যে পবিমাণ মরুভমি আছে তাতে যদি less than 1% solar system ডেবলাপ করা হয় তাহলে পুরা world এ যে পরিমাণ power আমরা ব্যবহার তার চেয়েও বেশী হবে। can u imagine……………

ধন্যবাদ, কঠিন সব গ্যাজেট।