কি থাকছে নতুন স্যামসাঙ গালাক্সি নোট ৮ এ? জেনে নিন নোট ৮ এর সব খবর

বিশাল বড় এক স্ক্রিন আর অসাধারণ সব ফিচার নিয়ে স্যামসাঙ হাজির হয়েছে স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ এর সাথে। আপনি হয়ত ইতিমধ্যে নোট ৮ এর চেহারা দেখে ফেলছেন। কিন্তু আমি এই টিউনে স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ এর নতুন সব ফিচার নিয়ে আমি আলোচনা করব। কিছুদিন যাবতই স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ এর ব্যাপারে কথা হচ্ছিল। কেমন হবে নতুন এই ফোন? আগের নোট ৭ এর খারাপ সময় পার করে নোট ৮ কি পারবে স্যামসাঙ এর মান রক্ষা করতে? আমি এইসব প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি।

সব জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে গত ২৩ অগাস্ট স্যামসাঙ  তাদের নোট ৮ এর লঞ্চ করেছে। এবং স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ এ আছে এস৮ এর মত বিশাল বড় এক স্ক্রিন আর সাথে অসাধারণ একটি ডিজাইন। গত বছরের নোট ৮ এর ব্যাটারির সমস্যার পর থেকে স্যামসাঙ কি শিক্ষা নিয়েছে এটাই এখন দেখার বিষয়। এস ৮ যদিও খুব ভাল পারফর্ম করছে তবুও অনেকের মনে নোট ৮ নিয়ে অনেক সন্দেহ।

গ্যালাক্সি নোট ৮ এর প্রি-অর্ডার চালু আছে। তবে সেটা শুধু মাত্র ইউ.এস, ইউ.কে এবং অস্ট্রেলিয়ার জন্য। আমাদের দেশে নোট ৮ আসতে আরো কিছুদিন সময় লাগবে। তবে নোট ৮ এর অফিশিয়াল রিলিজ ডেট ১৫ সেপ্টেম্বর। অর আগামী মাসের ১৫ তারিখ থেকে সব জায়গায় পাওয়া যাবে। তবে আমাদের দেশে কবে আসবে তা এখনো বলা যাচ্ছে না।

নোট ৮ এর দাম প্রায় ৮৭০ ইউরো বা ৯৩০ ইউ.এস ডলার। আর বাংলাদেশি টাকার প্রায় ৮০০০০ টাকার মত দাম পরবে। তো চলুন এবার দেখে আশা যাক স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ এর গুরুত্বপূর্ণ সব ফিচার।

স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ এর স্ক্রিন

নোট ৮ এ আছে ৬.৩ ইঞ্চি এর বিশাল ইনফিনিটি ডিসপ্লে। এক কথায় বলতে গেলে এই ডিসপ্লের আকার বিশাল। আপনার হাত যদি ছোট হয় তবে আপনাকে বেশ সমস্যায় পরতে হবে। এবং এই ডিসপ্লের রেসুলেশন ২৯৬০*১৪৪০ পিক্সেল। এবং এর পিক্সেল ডেন্সিটি ৫২১ পি.পি.আই। গ্যালাক্সি এস ৮ প্লাস এর ডিসপ্লে ৬.২ ইঞ্চি। কিন্তু নোট ৮ এর ডিসপ্লে তার থেকেও খানিকটা বড়। এই ডিসপ্লেটি সুপার এমলেড।

স্যামসাঙ আগে কখন এরকম ডিসপ্লে বানায় নি। আপনি যদি স্মার্টফোন দিয়ে মুভি দেখেন তবে স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ আপনাকে অসাধারণ এক অনুভুতি দিতে পারবে। কারণ এর ডিসপ্লে যেমন ব্রাইট তেমনি এইচ.ডি.আর সাপোর্ট করে।

নোট ৮ রিলিজ পাওয়ার আগে অনেকেই ভেবেছিল এতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে তা  ডিসপ্লে এর নিচে থাকবে। তাদের জন্য খারাপ সংবাদ। কারণ স্যামসাঙ  এস ৮ এর মত নোট ৮ এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে পিছনে ক্যামেরার পাশে দিয়ে রেখেছে।

গ্যালাক্সি নোট ৮ এস পেন

গ্যালাক্সি নোট সিরিজের অন্যতম ফিচার হল এস পেন। তাই এবারও স্যামসাঙ নোট ৮ এর সাথে দিয়েছে আপডেটেড এবং আধুনিক এস ৮ পেন। এই পেন দিয়ে আগের কাজগুলো করার পাশাপাশি নতুন অনেক কাজ করতে পারবেন। এস পেন এখনো স্মার্টফোনের বডির ভিতরেই পাওয়া যাবে। মাইক্রোসফট এর সার্ফেস প্রো এর তে যে পেন ব্যবহার করা হয় তার থেকে এস পেন অনেক বেশি ফাস্ট কাজ করে।

তাই যারা এস পেন দিয়ে বিভিন্ন লেখা লিখতে চান তারা খুব ভালভাবেই তা করতে পারবেন। এমনকি এস পেন দিয়ে চিত্রও আকা সম্ভব। তবে এস পেন দেয়ার কারণে স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ এর ব্যাটারি পাওয়ার কিছুটা কম। এতে দেয়া হয়েছে ৩৩০০ এম.এ.এইচ/ঘণ্টা ব্যাটারি। অন্যদিকে গালক্সি এস ৮ প্লাস এর ব্যাটারি র ক্ষমতা ৩৫০০ এম.এ.এইচ / ঘণ্টা।

নোট ৮ এর ডিজাইন

নোট ৮ এর ডিজাইন কিছুটা এস ৮ এর সাথে মেলে। তবে এস ৮ এর তুলনায় নোট ৮ কে অনেকটাই বড় মনে হয়। তবে নোট ৮ এর ওজন প্রায় ১৯৫ গ্রাম। আগের তুলোনায় এটা কিছুটা বেশি। এবং এটাই সবচেয়ে ভারি নোট সিরিজের ফোন। তবে স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ এর সবচেয়ে বড় ফিচার হল এর ক্যামেরা। এতে আছে ডুয়াল সেন্সর বিশিষ্ট ক্যামেরা। এবং এই ক্যামেরা কোন ছবি থেকে নাম্বার পরতে পারে। এছাড়াও এতে আছে হার্ট রেট সেন্সর। এবং অনেক ক্ষমতা সম্পন্ন একটি ফ্ল্যাশ।

তবে নোট ৮ এর সবচেয়ে বড় সমস্যা হল এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কারণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পর্যন্ত আঙুল নিয়ে যেতে অনেকেরই সমস্যা হবে। এবং নোট ৮ আরো আছে আইরিশ স্ক্যানার। যেটি দিয়ে আপনি শুধুমাত্র চোখ দিয়ে তাকিয়েই ফোনকে আনলক করতে পারবেন। গ্যালাক্সি এস ৮ এর মত নোট ৮ ও আইপি ৬৮ ওয়াটার রেসিসস্টান্ট। তাই এই ফোনটি পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারবে।

বাজারে কি কি কালারের গালক্সি নোট ৮ পাওয়া যাবে?

প্রাথমিকভাবে নোট ৮ চারটি কালারে পাওয়া যাবে। এগুলো হল গোল্ড, ব্ল্যাক, ব্লু এবং গ্রে। তবে আশা করা যায় স্যামসাঙ এই ফোনগুলোর আরো কালার আনবে। তবে আপনি কোন দেশে আছেন এর উপরে ভিত্তি করে সব কালারের নোট ৮ নাও পেতে পারেন। তবে এই ৮টি কালারই আমার কাছে ভাল লেগেছে।

নোট ৯ এর ক্যামেরা

স্যামসাঙ তাদের এই ফ্লাগশিপ ফোনে দিয়েছি ডুয়াল লেন্স বিশিষ্ট রেয়ার ক্যামেরা। দুইটি ক্যামেরাই ১২ মেগাপিক্সেল। একটি টেলিফটো লেন্স অন্যটি আছে ওয়াইড আঙ্গেল লেন্স। এছাড়াও এই ক্যামেরা দিয়ে ২x অপ্টিকাল জুম করা যাবে। এছাড়াও আপনি এই ক্যামেরা দিয়ে ছবির সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারেন।

নোট ৯ এর ব্যাটারি

স্যামসাঙ গ্যালাক্সি নোট ৮ যদিও স্যামসাঙ এর সবচেয়ে বড় ফোন। এবং এতে আছে সবচেয়ে বড় ডিসপ্লে। তবুও এতে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারি নেই। এতে আছে ৩৩০০ এম.এ.এইচ ক্ষমতাবিশিষ্ট ব্যাটারি। এবং এই ব্যাটারিতে আছে ফাস্ট এবং ওয়ারলেস চারজিং সুবিধা।

নোট ৮ এর ব্যাটারি ছোট হওয়ার কারণ এত এস পেন। কারণ ফোনটির বডির ভিতরে এস পেন দেয়ার জন্য কিছু জায়গা কম পরেছে। ফলে স্যামসাঙকে ব্যাটারিটি ছোট করতে হয়েছে। এছারাও নোট ৭ এর ব্যাটারি নিয়ে সমস্যার কারণে স্যামসাঙ এবার আর রিস্ক না নিয়ে ব্যাটারি কে ছোট করে ফেলছে।

গ্যালাক্সি নোট ৮ এর অপারেটিং সিস্টেম এবং হার্ডওয়্যার

স্যামসাঙ তাদের নোট ৮ এ দিয়েছি স্নাপড্রাগন ৮৩৫ সি.পি.উ। এছাড়াও এতে আছে ৬ জিবি র‍্যাম। এবং স্টোরেজ হিসেবে আপনি নিতে পারেন ৬৪/১২৮/২৫৬ জিবি ভার্সন। এস ৮ এ র‍্যাম দেয়া আছে ৪ জিবি। তা আশা যায় করা নোট ৮, এস ৮ এর চেয়ে ভাল পারফর্ম করতে পারবে। নোট ৮ এ আন্ড্রয়েড ৭.১.১ অপারেটিং সিস্টেম দেয়া আছে। এছাড়াও নোট ৮ এ আছে ৪জি সুবিধা এবং ব্লুটুথ ৫.০।

নোট ৮ সম্পর্কে আরো জানতে টেকটিউনস এর সাথেই থাকুন। টিউনটি পরার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন এবং টিউনটি কেমন হল তা অবশ্যই জানাবেন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস