Samsung এর নরমাল মোবাইল ব্যবহার করে থাকলে এই টিউন টি আপনার কাজে লাগতে পারে।

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমি আলহামদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি।আজ আপনাদের জন্য আবার এসে পরলাম নতুন কিছু নিয়ে, সব সময় চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে আপনাদের মাজে হাজির হতে, কি করবো কাজের বেস্ততায় পারি না, সব বাদ দিন।

তো চলুন আসল কথায় আসি NOKIA  ব্যবহার এর পর এখন সবাই কম বেশি SAMSUNG নরমাল মোবাইল গুলো ব্যবহার করে থাকি, আর যখন ব্যবহার করা মোবাইল টি সমস্যা দেখা দেয় তখন যদি ছোট খাট কিছু TRICK জানা থাকলে খুব সহজে সমস্যা সমাধান করতে পারেন, তো আজ দেখাবো কিভাবে Samsung B350E হার্ড রিসেট করবেন, ধরুন আপনার মোবাইল টা Slow করছে, ইনবক্স অটো ফুল হয়ে যাচ্ছে, কল লিস্ট দেখা যায় না অটো রিমুভ হয়ে যায়, এমন সমস্যা হলে আপনি নিজে নিজেই করে ফেলতে পারেন সমস্যার সমাধান।

আর এটা করার আগে মাথায় রাখবেন আপনার মোবাইল পুরো ফরম্যাট হয়ে যাবে, তাই আগে কোন দরকারি ডাটা অথবা মেমোরি কার্ড এবং সিম কার্ড খুলে নিবেন, তারপর মোবাইল টি অন থাকা অবস্থায় কোড টি প্রেস করুন আর একটু অপেক্ষা করুন দেখবেন হয়ে গেছে সাথে আপনার মোবাইল এর সকল সেটিং ডিফলড হয়ে গেছে, একদম সোজা শিখার জন্য ভিডিও ও করে দিলাম আশা করি বুজতে কষ্ট হবে না

আপনাদের যদি কোন কিছু বলার থাকে বা জানার দরকার হয় তাহলে টিউন এর টিউমেন্ট বক্স এ টিউমেন্ট করুন অথবা আমার ফেসবুক পেজএ ইনবক্স করুন, আজ এই পর্যন্তই সবাই ভাল থাকুন, আবার আসবো নতুন কিছু নিয়ে (আল্লাহ হাফেয)

Level 3

আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস