বর্তমান মোবাইল বাজারে স্যামসাং তাদের এস ৬ ফোনের রাজত্ব চালিয়ে যাচ্ছে। বলা যায় এস ৫ এএর ব্যর্থতা অনেকখানি ঘুচিয়েছে এস ৬।
তবে বিশ্ববাসীরর নজর এখন স্যামসাং এর আসন্ন চমক নোট ৫ এর দিকে। সামনের সেপ্টেম্বর মাসেই স্যামসাং তাদের নোট ৫ বাজারে ছাড়তে যাচ্ছে। গুজব রয়েছে এই নোট ৫ নাকি ইতিমধ্যে বাজারে চলে এসেছে। আপাতত এই ফ্যাবলেট সম্পর্কে আমরা যা জানতে পেরেছি তা আপনাদের এখন শেয়ার করতে যাচ্ছি।
ওপরের ছবিতে বাম পাশের ফোনটি নোট ৫ আর ডান পাশেরটি তাদের আপকামিং এস ৬ এজ এর ছবি
বিগত মাসে অনলাইনে নোট ৫ এর কিছু ছবি ফাস হয়েছে। ছবি দেখে একে অনেকে গ্যালাক্সী এস ৬ এর কার্বন কপি বলে অভিহিত করেছেন যেখানে দেখা গেছে এর মেটাল বডি, ব্যাকসাইডে দেখা গেছে গ্লাস। এস পেনের পোর্টটাকে এ ফ্যাবলেটে নতুনভাবে ডিজাইন করা হয়েছে। স্যামমোবাইল জানিয়েছে প্রথমেই এই ফ্যাবলেট সিলভার, স্বর্ণালী, কালো এবং সাদা এই ৪ রঙ এ বাজারে আসবে।
নিচের ছবিতে দেখুন নোট ৫ এর পেন পোর্টের ডিজাইনটিঃ
ডিভাইসটির আয়তন সম্ভাব্য 152.22 x 153.44 x 76.11 – 77.31 x 7.69 – 10.201mm।
আরেকটি সূত্র থেকে জানা গেছে এতে ব্যবহার করা হয়েছে Exynos 7422 chip এবং এর র্যাম থাকবে ফোর জিবি।
সেপ্টেম্বরে স্পেনের বার্লিনের এক সম্মেলনে এটি অবমুক্ত করা হবে।
আর এই টিউনে কোন ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ এইটুকুই। ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।
আমি ফয়সাল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেক জগতটাকে ভালোবাসি, ভালোবাসি টেকটিউন্সকে। অনেক কিছুই শিখিয়েছে এটি আমাদের। চেষ্টা করছি কিছু দেবার।
ধন্যবাদ শেয়ার করবার জন্য