দাম কমলো দুটি স্মার্টফোনের। কোনটা আপনার হাতের নাগালে !!!!

আসসালামু আলাইকু ওয়া রহমাতুল্লাহ

সবাই নিশ্চয়ই আল্লা্হর রহমতে ভালোই আছেন।

আজ আমাদের একটি সঙ্গীকে লিখেছি যাকে ছাড়া আমাদের এক মুহুর্ত চলা সম্ভব না। প্রতিযোগিতার বাজারে এ সঙ্গী এখন খুবই সহজসাধ্য। কিন্তু অনেকের কাছে একটু কঠিন বিষয়। তবে যাদের কাছে কঠিন বিষয় তাদের এবং সবার হাতের নাগালে দুটি স্মার্টফোন পোঁছে দিতে স্যামসাং কমিয়ে দিল তাদের দুটি মোবাইল ফোনের মূল্য। ক্রয় করার আগের এদের মূল বৈশিষ্ট্য তুলে ধরছিঃ

Samsung Galaxy J1

  • বের হয়েছেঃ ফেব্রুয়ারি ২০১৫
  • ক্যামেরাঃ প্রাইমারী - 5 MP, 2592 х 1944 pixels, auto focus, LED flash        ‍সেকেন্ডারীঃ 2 MP
  • ব্যাটারীঃ Li-Ion 1850 mAh battery ইত্যাদি
  • মেমোরীঃ 4 GB, 512 MB RAM
  • অপারেটিং সিস্টেমঃ Android OS, v4.4.4 (KitKat)
  • চিপসেটঃ Dual-core 1.2 GHz Cortex-A7

মূল্যঃ ১০ হাজার ৯শ ৯০ টাকা

 

Samsung Galaxy Core Prime

 

  • বের হয়েছেঃ নভেম্বর 2014
  • ক্যামেরাঃ প্রাইমারী - 5 MP, 2592 х 1944 pixels, autofocus, LED flash       ‍সেকেন্ডারীঃ 2 MP
  • ব্যাটারীঃ Li-Ion 2000 mAh battery
  • মেমোরীঃ 8 GB, 1 GB RAM
  • অপারেটিং সিস্টেমঃ Android OS, v4.4.4 (KitKat), upgradable to v5.0.2 (Lollipop)
  • চিপসেটঃ Quad-core 1.2 GHz Cortex-A53 ইত্যাদি

মূল্যঃ ১২ হাজার ৯শ ৯০ টাকা

 কম সময়ে একটি ক্ষুদ্র টিউন অনেকের ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। কি করব চেষ্টা চালিয়ে যাচ্ছি বড় টিউন করার। কিন্তু সময় পাচ্ছি না ভাবার। ফলে পারছি না নতুন কিছু দেবার। দেখি সামনে কিছু দিতে পারি কি না।

সবাই ভাল থাকবেন। ধন্যযোগ

Level 0

আমি এস বাবু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

র‍্যাম ৫১২ এমবি আর দাম ১০,৯৯০৳ লুল :p

    ভাই জুবায়ের আহমেদ, টিউন টি পড়ার সময় ভাবছিলাম, একটি টিউমেন্ট করব। কিন্তু আর লিখতে হলনা। 1st টিউমেন্ট হিসাবে এটাই Perfect.

      জুবায়ের আর মধু সমাদ্দার ভাইয়েরা, আপনাদের একটা খবর দিলাম এখন আপনাদের কাছে যেটা ভাল হয় সেটা গ্রহণ করবেন।এজন্য ……….
      আপনারা র‌্যাম ভালো চাইলে ১২ হাজার ৯শ ৯০ টাকায় Samsung Galaxy Core Prime কিনতে পারেন।

Level 2

ER theke Microsoft Lumia onek valo set disse.