Samsung S duos 2 gt-7582 (root+recovery+unroot)
আমি টেকটিউন্সের নতুন টিউনার। এটা আমার প্রথম টিউন। কোন ভুল হলে ক্ষমা করবেন। আজকে আমি দেখাবো কিভাবে samsung s duos2 রুট করা যায় ও কাস্টম রিকভারি ইন্সটল দেওয়া যায়। প্রথমে usb driver টা ডাউনলোড করে নেন। এখানে তারপর একটু কষ্ট করে গুগল থেকে odin3v3.07 ডাউনলোড করে নেন। তারপর এখান থেকে super su টা ডাউনলোড করে আপনার মোবাইলের ইন্টারনাল মেমোরিতে রাখেন। তারপর এখান থেকে রিকভারি ফাইল্টা ডাউনলোড করে নেন।
এরপর পিসি ওপেন করে usb driver install করেন ও odin ওপেন করেন। করার পর auto reboot, f.reset time unmark করেন। এরপর মোবাইল্টি বন্ধ করে volume down+ power button + home button একসাথে টিপে ধরেন। warning আসলে volume up টিপে download mode এ প্রবেশ করেন। এবার মোবাইল usb cable দিয়ে পিসির সাথে সংযুক্ত করলে দেখবেন odin এ added লেখা আসছে। এরপর pda তে টিক দিয়ে pda বাটনে ক্লিক করে recovery.tar.md5 ফাইলটি দেখিয়ে দেন এবং start বাটনে ক্লিক করেন। finished লিখা আসলে মোবাইল ডিসকানেক্ট করে ব্যাটারি খুলে আবার লাগান।
তারপর vol up+power+home button একসাথে টিপে রিকভারি মুডে প্রবেশ করেন। তারপর install zip from sd card সিলেক্ট করে supersu.zip ফাইল্টা দেখিয়ে দেন। কমপ্লিট হলে back করে reboot phone select করেন। ব্যাস আপনার সেট এখন রুটেড। আর আনরুট করতে হলে supersu এই অ্যাপ এর সেটিং অপশন এ গিয়ে নিচের দিকে গেলে একটা অপশন দেখবেন fullunroot এটা সিলেক্ট করলেই আপনার সেট আনরুট হয়ে যাবে।
আজকে তাহলে এখানেই শেষ।
কোন ভুল হলে ক্ষমা করবেন।
আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই শেয়ার করবার জন্য